অনলাইন ডেস্ক
সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
আজ সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পিআইবির মহাপরিচালক বলেন, ‘আমরা সাংবাদিকদের যতই প্রশিক্ষণ দিই, সচেতন করি। মালিকপক্ষের কারণে তা তাঁরা দেখাতে পারছে না। বিগত সময়ে সাংবাদিকতা করা যায়নি পলিটিক্যাল ফ্যাসিজমের কারণে। একটা মাফিয়াতন্ত্রের কারণে। আমার মতো সাংবাদিককে চাকরি নিয়ে ইয়া-নফসি ইয়া-নফসি করতে হতো।’
বিগত সরকার ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে জানিয়ে ফারুক ওয়াসিফ বলেন, ‘তাদের মূল শ্বাসটা কি? যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ, আওয়ামী শাহী, জালিম শাহী বলছি। এটা রাজনৈতিক পরিভাষা। মূলত তাঁরা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। জমিজমা-বন পাহাড়, ব্যাংক সবকিছু লুটে নেওয়া যায়। সাগর পর্যন্ত লুট করা যায়। সবকিছু লুটের যোগ্য, ভোগের যোগ্য। ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমিতে নারী হয়ে পড়লো বড় ভিকটিম। মিডিয়ায় বিনোদন দেখেছেন, নারীর অধিকার দেখেননি। বৈষম্য বিশেষ কমতে দেখেননি। কিন্তু নারীরা মিডিয়ায় এসেছে, ভিজুয়ালি এসেছে, কে এসেছে, পরি মণি-পাপিয়ারা এসেছে। তারা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমির একটা হাতিয়ার।’
শিকারি সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, ‘নারী নির্যাতনের বিষয় গণমাধ্যমে বিনোদনে পরিণত করা হয়েছে। তারা বিরোধী দলের বা প্রতিবাদী নারীদের চরিত্র হনন করেছে। এক ধরনের সাংবাদিক ছিলেন যারা শিকারি সাংবাদিক। তারা মানুষকে টার্গেট করে তাদের চরিত্র হনন, ফোন কল ফাঁস করত। ব্যক্তিগত ছবি প্রচার করে কোণঠাসা করত।’
সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
আজ সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পিআইবির মহাপরিচালক বলেন, ‘আমরা সাংবাদিকদের যতই প্রশিক্ষণ দিই, সচেতন করি। মালিকপক্ষের কারণে তা তাঁরা দেখাতে পারছে না। বিগত সময়ে সাংবাদিকতা করা যায়নি পলিটিক্যাল ফ্যাসিজমের কারণে। একটা মাফিয়াতন্ত্রের কারণে। আমার মতো সাংবাদিককে চাকরি নিয়ে ইয়া-নফসি ইয়া-নফসি করতে হতো।’
বিগত সরকার ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে জানিয়ে ফারুক ওয়াসিফ বলেন, ‘তাদের মূল শ্বাসটা কি? যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ, আওয়ামী শাহী, জালিম শাহী বলছি। এটা রাজনৈতিক পরিভাষা। মূলত তাঁরা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। জমিজমা-বন পাহাড়, ব্যাংক সবকিছু লুটে নেওয়া যায়। সাগর পর্যন্ত লুট করা যায়। সবকিছু লুটের যোগ্য, ভোগের যোগ্য। ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমিতে নারী হয়ে পড়লো বড় ভিকটিম। মিডিয়ায় বিনোদন দেখেছেন, নারীর অধিকার দেখেননি। বৈষম্য বিশেষ কমতে দেখেননি। কিন্তু নারীরা মিডিয়ায় এসেছে, ভিজুয়ালি এসেছে, কে এসেছে, পরি মণি-পাপিয়ারা এসেছে। তারা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমির একটা হাতিয়ার।’
শিকারি সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, ‘নারী নির্যাতনের বিষয় গণমাধ্যমে বিনোদনে পরিণত করা হয়েছে। তারা বিরোধী দলের বা প্রতিবাদী নারীদের চরিত্র হনন করেছে। এক ধরনের সাংবাদিক ছিলেন যারা শিকারি সাংবাদিক। তারা মানুষকে টার্গেট করে তাদের চরিত্র হনন, ফোন কল ফাঁস করত। ব্যক্তিগত ছবি প্রচার করে কোণঠাসা করত।’
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩৬ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে