Ajker Patrika

আজ চালু হল আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ চালু হল আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন

বাংলাদেশ রেলওয়ে দ্বিতীয় দফায় আজ থেকে আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করছে। এর আগে কঠোর বিধিনিষেধ শেষে  প্রথম দফায় গত ১১ আগস্ট থেকে চালু করেছিল ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল, কমিউটারসহ মোট ৫৮ জোড়া ট্রেন। সব মিলিয়ে সারা দেশে এখন ৯১ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। 

প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি অর্ধেক রেলসেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। 

ট্রেন চলাচল বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, 'আগের থেকে আজ চলাচল করা ট্রেনর সংখ্যা বেড়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে সকাল থেকে সাত থেকে আটটি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে কমলাপুর রেলস্টেশন থেকে ৩৪টি আন্তনগর এবং ২৫টি মেইল-কমিউটার ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।' 

ট্রেনে স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, 'আমরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার জন্য অনুরোধ করছি। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যাত্রীদেরও সচেতন হতে হবে। তাছাড়া আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার কোন টিকিট বিক্রি করা হচ্ছে না।' 

বর্তমানে ট্রেনে যাত্রীদের চাপ কিছুটা কম থাকায় স্টেশনের কাউন্টারে যাত্রীদের টিকিটের জন্য অপেক্ষা করতে খুব একটা দেখা যায়নি। তবে মেইল-কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সামনে কিছুটা ছিল বলে জানা গেছে। 

বেশিরভাগ যাত্রীবাহী ট্রেন চালু হলেও, এখনো কিছু ট্রেন চালু হতে বাকি আছে। সেগুলোর কারখানায় মেরামতের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি থাকা ট্রেনগুলো চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। 

আজ সারা দেশে নতুন করে চালু হওয়া ৩৩ জোড় ট্রেনগুলো হল: আন্তনগর ট্রেনের মধ্যে রয়েছে মহানগর এক্সপ্রেস, এগারসিন্দুর প্রভাতি, এগারসিন্দুর গোধূলি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস। 

লোকাল-কমিউটার ট্রেনের মধ্যে চালু হয়েছে, ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ধলেশ্বরী এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নাজিরহাট কমিউটার, দোহাজারী কমিউটার, লোকাল ১২৩ / ১২৪, লোকাল ৮ জোড়া, লোকাল ২৬১ / ২৬৪, লোকাল ২৭১ / ২৭৮, লোকাল ২৫৪ / ২৫৩, লোকাল ২৫৬ / ২৫৫, লোকাল, উত্তরবঙ্গ মেইল ৭ / ৮, কাঞ্চন কমিউটার, বেতনা এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, দিনাজপুর/লালমনি কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম সাঁটল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত