Ajker Patrika

সীমান্তে হত্যা নয়, দোষীদের আইনের আওতায় আনতে ভারতকে বাংলাদেশের চিঠি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০: ০৬
সীমান্তে হত্যা নয়, দোষীদের আইনের আওতায় আনতে ভারতকে বাংলাদেশের চিঠি

বাংলাদেশ সীমান্তে সব ধরনের হত্যা বন্ধ করার জন্য সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সীমান্তে এ পর্যন্ত সংঘটিত সব হত্যাকাণ্ডের তদন্ত ও দোষী ব্যক্তিদের সাজা নিশ্চিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনকে দেওয়া এক প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দ্বারা এক বাংলাদেশি নিহত হওয়ায় এ প্রতিবাদ জানানো হয়।

জেলার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. কামাল হোসেন গত সোমবার বিএসএফের গুলিতে নিহত হন।

প্রতিবাদপত্রে বলা হয়, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে বারবার অঙ্গীকার করা হলেও বিএসএফের দ্বারা খুনের ঘটনা ঘটেই চলেছে। এ কারণে বাংলাদেশ উদ্বিগ্ন।

সরকার বলেছে, সীমান্তে এ ধরনের খুনখারাবি অপ্রত্যাশিত ও অবাঞ্ছিত ঘটনা, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য ১৯৭৫ সালের জারি করা সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালার পরিপন্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত