Ajker Patrika

গুলিবিদ্ধ কাজল গেলেন থাইল্যান্ডে, আরও ২০–২৫ জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত পাঁচজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও ২০–২৫ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে সাতজনকে তুরস্কে পাঠানো হবে, যাঁদের মধ্যে তিনজন চোখের এবং চারজন অর্থোপেডিকস সমস্যায় ভুগছেন।

উপদেষ্টা আরও জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসকেরা এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। ফ্রান্স, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা এই সেবায় অংশ নেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকেরা ৯৩ জন আহতকে পর্যবেক্ষণ করেন এবং ১৮ জনের অপারেশন সম্পন্ন করেন। বিদেশি চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত