অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত পাঁচজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও ২০–২৫ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে সাতজনকে তুরস্কে পাঠানো হবে, যাঁদের মধ্যে তিনজন চোখের এবং চারজন অর্থোপেডিকস সমস্যায় ভুগছেন।
উপদেষ্টা আরও জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসকেরা এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। ফ্রান্স, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা এই সেবায় অংশ নেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকেরা ৯৩ জন আহতকে পর্যবেক্ষণ করেন এবং ১৮ জনের অপারেশন সম্পন্ন করেন। বিদেশি চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত পাঁচজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও ২০–২৫ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে সাতজনকে তুরস্কে পাঠানো হবে, যাঁদের মধ্যে তিনজন চোখের এবং চারজন অর্থোপেডিকস সমস্যায় ভুগছেন।
উপদেষ্টা আরও জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসকেরা এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। ফ্রান্স, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা এই সেবায় অংশ নেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকেরা ৯৩ জন আহতকে পর্যবেক্ষণ করেন এবং ১৮ জনের অপারেশন সম্পন্ন করেন। বিদেশি চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
আদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১৩ মিনিট আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২১ মিনিট আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের চারটি জেলা—ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় এই ঘরগুলো বিতরণ করা হয়। আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টা নিজ কার্যালয় থেকে...
১ ঘণ্টা আগে