Ajker Patrika

ন্যাশনাল ডিফেন্স কলেজে শেষ হলো ‘ক্যাপস্টোন কোর্স’

ন্যাশনাল ডিফেন্স কলেজে শেষ হলো ‘ক্যাপস্টোন কোর্স’

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১৭ দিনব্যাপী চলা ‘ক্যাপস্টোন কোর্স’ শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা সেনানিবাসের এনডিসি অডিটোরিয়ামে এই কোর্স শেষ হয়। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। 

গত ৭মে শুরু হওয়া ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় মোট ২৭ জন অংশ নেন। 

বিমানবাহিনীর প্রধান সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে শেষ করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবাইকে আহ্বান জানান। 

এ সময় লেফটেন্যান্ট জেনারেল ম. আকবর হোসেন বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ক্যাপস্টোন কোর্স। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারীদেরকে অনুরোধ জানাই।’ 

অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসাররা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত