Ajker Patrika

যমুনা ব্যাংক কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। তাঁর আবেদন থেকে জানা যায়, ৯টি ব্যাংক হিসাবে প্রশান্ত কুমার দাসের ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা রয়েছে।

আবেদনে আরও বলা হয়, প্রশান্ত কুমার দাস যশোর জেলার মনিরামপুরের পাড়ালা খাটুয়াডাঙ্গার বাসিন্দা। তিনি যমুনা ব্যাংকে চাকরি করাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ব্যাংকের চাকরি ছাড়া অন্য কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি ১০ কোটি টাকা লেনদেন করেছেন। এ ছাড়া হুন্ডি ব্যবসায় জড়িত থেকে ভারতে অর্থ পাচার করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধান করছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, ব্যাংকে গচ্ছিত তাঁর টাকা তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ও অনুসন্ধানকাজ সুষ্ঠুভাবে করার জন্য তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত