Ajker Patrika

বেনারসি শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলব: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৪: ৩৮
বেনারসি শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলব: ক্রীড়া প্রতিমন্ত্রী

কিছু কর্মকর্তার দুর্নীতির জন্য বেনারসি শ্রমিকদের উন্নয়নের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, তাঁদের দাবি-দাওয়া তিনি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বেনারসি পল্লী তাঁতি বাস্তবায়ন সমিতি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

জাহিদ আহসান বলেন, বিয়ের মত ‘পবিত্র অনুষ্ঠান’ বেনারসি শাড়ি ছাড়া কল্পনাও করা যায় না। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তাঁত শ্রমিকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ব্রিটিশ শাসন আমল থেকে তাঁত শিল্পকে নানানভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এখনও কিছু সুবিধাবাদী লোক এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

‘আমরা বিষয়টি নিয়ে আবার কাজ করব। বেনারসি শ্রমিকদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে তা উত্থাপন করব।’ 

সমিতির সদস্যদের বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও পুনর্বাসনসহ নানা অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার। 

তিনি বলেন, মিরপুর ভাষানটেকে ঢাকা বেনারসি পল্লী প্রকল্পে ৯০৬ প্লট রয়েছে। এই প্রকল্পে বেনারসি পল্লী তাঁতী বাস্তবায়ন সমিতির নামে ৬০০টি প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত