Ajker Patrika

শনিবার জাপান থেকে আসছে আড়াই লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শনিবার জাপান থেকে আসছে আড়াই লাখ টিকা

কোভিড টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চতুর্থ দফায় ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে শনিবার (২৩ জুলাই)। জাপান থেকে আসতে চলা এসব টিকা অ্যাস্ট্রাজেনেকার তৈরি। করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।

শনিবার বেলা ৩টার দিকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করবেন।

এর আগে তিন দফায় কোভ্যাক্স থেকে ৫৬ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার আশা সরকারের।

এদিকে শিগগিরই সেরাম থেকে আটকে যাওয়া ২ কোটি ৩০ লাখ টিকা আসা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হচ্ছে চলমান টিকাদান কার্যক্রম। গত ৭ জুলাই থেকে দ্বিতীয় দফায় শুরু হয় টিকার নিবন্ধন। এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন এক কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭ জন।

টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। পাশাপাশি ১৮ বয়সোর্ধ্ব সবাইকে টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা হতে পারে।

আজ শুক্রবার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম। তিনি বলেন, টিকাদান পদ্ধতি সহজ করতে চায় সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তাঁদের অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই কোভিড টিকা দেওয়া যায় কি-না ভাবা হচ্ছে।

ঈদের আগে ১৪ দিনের লকডাউনের প্রভাব পড়েছে কিনা–এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, এখনো তেমন ফল আমরা দেখছি না। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, নাটোর, নওগাঁয় এখন সংক্রমণ কমে আসছে।

সামনের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে সামাল দিতে পারবা কিনা তা এখনো বুঝতে পারছি না। অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। তবে সরকারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো আছে।

অক্সিজেনের ঘাটতি না থাকলেও নতুন করে ভারত থেকে অক্সিজেন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে চাহিদা ৭০ থেকে ৮০ টন লাগে, সেখানে বর্তমানে ২০০ টন ছাড়িয়ে গেছে বলেও জানান খুরশীদ আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত