নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের যে আহ্বান জানিয়েছেন সেটি অগ্রহণযোগ্য। এটি একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
দেশের ১৩টি জাতীয় সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে। তাঁরা ‘এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূসের বিরুদ্ধে তাঁরই প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলার কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিদেশি ১৬০ বিশিষ্ট ব্যক্তি। তাঁদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। আমরা তাঁদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতিবাদ জানাই।
বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতি দাতাদের এখন দায়িত্ব হচ্ছে ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অন্যায়ভাবে অপদস্থ করছেন তা তুলে ধরা। তাঁরা তা করতে ব্যর্থ হলে ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানিয়েছে।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো—
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৯. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১০. অভিনয় শিল্পী সংঘ
১১. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১২. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৩. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের যে আহ্বান জানিয়েছেন সেটি অগ্রহণযোগ্য। এটি একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
দেশের ১৩টি জাতীয় সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে। তাঁরা ‘এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূসের বিরুদ্ধে তাঁরই প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলার কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিদেশি ১৬০ বিশিষ্ট ব্যক্তি। তাঁদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। আমরা তাঁদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতিবাদ জানাই।
বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতি দাতাদের এখন দায়িত্ব হচ্ছে ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অন্যায়ভাবে অপদস্থ করছেন তা তুলে ধরা। তাঁরা তা করতে ব্যর্থ হলে ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানিয়েছে।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো—
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৯. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১০. অভিনয় শিল্পী সংঘ
১১. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১২. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৩. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান টান টান উত্তেজনার মধ্যে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত ‘আকাশ বিজয়’ মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে
১৪ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে জিআই (ভৌগোলিক নির্দেশক) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সভায় এই সনদ বাংলাদেশ তাঁত বোর্ড, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক
১৮ মিনিট আগেবাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
১ ঘণ্টা আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
২ ঘণ্টা আগে