Ajker Patrika

শফিক রেহমানের আবেদনে ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬: ১৩
শফিক রেহমানের আবেদনে ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

সাংবাদিক শফিক রেহমানের আবেদনে প্রেক্ষিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশ বলা হয়, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারা লঙ্ঘন হয়েছে। এ কারণে যায় যায় দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল, তা বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র বলছে, প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল।

অভিযোগের মধ্যে রয়েছে- পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে ছাপা না হওয়া এবং মুদ্রণ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান ইত্যাদি। সর্বশেষ সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন কাজী রুকুনউদ্দীন আহমেদ।

জানা গেছে, ১৯৮৪ সালে সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় যায়যায়দিন সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে। এটি প্রথমবার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। পরে দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার ২০০৬ সালে নতুন আঙ্গিকে দৈনিক হিসেবে পত্রিকাটির প্রকাশ শুরু হয়।

এ বিষয়ে জানতে সাংবাদিক শফিক রেহমানকে একাধিকবার কল ও মেসেজ দিলেও তিনি সাড়া দেননি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত