নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি কূটনীতিকদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সতর্ক করার পরও বারবার তাঁরা এমনটি করলে তা সীমালঙ্ঘন হিসেবে ধরে নেওয়া হবে। এর জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির নির্বাচন কমিশন ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নির্বাচনী ভাবনা জানতে চেয়েছেন—সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্ন করলে শাহরিয়ার আলম বলে, ‘ছয় মাস আগে ঢাকার মিশনগুলোর উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সরকার তা কূটনীতিকদের জন্য নির্ধারিত সীমালঙ্ঘন বলে মনে করবে। সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়ে দেশটির রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওই ছয় কংগ্রেসম্যানকে বাংলাদেশের পরিস্থিতি জানাতে সরকারের তরফ থেকে যোগাযোগ করা হবে।’
অতীতেও এমন চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় কংগ্রেসম্যানের চিঠিতে পরিবেশিত তথ্যে অতিরঞ্জন, অসংগতি ও ফাঁক আছে।’
নির্বাচন ঘনিয়ে এলে এমন চিঠি আরও পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, কংগ্রেসম্যান স্কট পেরি, ব্যারি মুর, ওয়ারেন ডেভিডসন, বব গুড, টিম বার্চেট ও কিথ সেলফ গত ২৫ মে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের বিষয়ে চিঠি দেন।
বিদেশি কূটনীতিকদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সতর্ক করার পরও বারবার তাঁরা এমনটি করলে তা সীমালঙ্ঘন হিসেবে ধরে নেওয়া হবে। এর জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির নির্বাচন কমিশন ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নির্বাচনী ভাবনা জানতে চেয়েছেন—সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্ন করলে শাহরিয়ার আলম বলে, ‘ছয় মাস আগে ঢাকার মিশনগুলোর উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সরকার তা কূটনীতিকদের জন্য নির্ধারিত সীমালঙ্ঘন বলে মনে করবে। সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়ে দেশটির রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওই ছয় কংগ্রেসম্যানকে বাংলাদেশের পরিস্থিতি জানাতে সরকারের তরফ থেকে যোগাযোগ করা হবে।’
অতীতেও এমন চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় কংগ্রেসম্যানের চিঠিতে পরিবেশিত তথ্যে অতিরঞ্জন, অসংগতি ও ফাঁক আছে।’
নির্বাচন ঘনিয়ে এলে এমন চিঠি আরও পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, কংগ্রেসম্যান স্কট পেরি, ব্যারি মুর, ওয়ারেন ডেভিডসন, বব গুড, টিম বার্চেট ও কিথ সেলফ গত ২৫ মে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের বিষয়ে চিঠি দেন।
দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৬ মিনিট আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
১৫ মিনিট আগেপুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
২ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৪ ঘণ্টা আগে