নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে সময়স্বল্পতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠান নিয়েই কাজ করতে চায় তদন্ত কমিটি। আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এই বিষয়ে গঠিত কমিটির আট সদস্য। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আটটি সংস্থার প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্থাগুলো থেকে এখনো প্রতিনিধির নাম পাঠানো হয়নি।
কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলে তাদের টেকনিক্যাল সমস্যা কী তা জানার চেষ্টা করেছি। তারা তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে।’
আবু সাঈদ বলেন, ‘আমাদের সাত কর্মদিবস সময় আছে। আজকে আনঅফিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি। বুধবার থেকে অফিশিয়ালি কাজ শুরু করব।
সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি প্রতিষ্ঠানের বাইরে আর কোনো সংস্থায় খোঁজ নেবেন কি না জানতে চাইলে আবু সাঈদ বলেন, সময়স্বল্পতার কারণে এর বাইরে কথা বলার সুযোগ নাই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, সরকারি একটি ওয়েবসাইট থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রমাণ পেয়েছে। সেই সাইট থেকে দেশের মানুষের নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, এনআইডি নম্বরসহ ব্যক্তিগত গোপনীয় তথ্য পাওয়া যায়।
এরপর গত সোমবার এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তথ্য ফাঁসের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
ওই বৈঠক শেষে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আরেকটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এ ধরনের ঘটনা নিয়মিত মনিটরিং করবে।
তথ্য ফাঁসে ঝুঁকির বিষয়ে পলক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ঝুঁকির পরিমাণ পরিষ্কার হয়ে যাবে।
সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে সময়স্বল্পতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠান নিয়েই কাজ করতে চায় তদন্ত কমিটি। আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এই বিষয়ে গঠিত কমিটির আট সদস্য। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আটটি সংস্থার প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্থাগুলো থেকে এখনো প্রতিনিধির নাম পাঠানো হয়নি।
কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলে তাদের টেকনিক্যাল সমস্যা কী তা জানার চেষ্টা করেছি। তারা তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে।’
আবু সাঈদ বলেন, ‘আমাদের সাত কর্মদিবস সময় আছে। আজকে আনঅফিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি। বুধবার থেকে অফিশিয়ালি কাজ শুরু করব।
সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি প্রতিষ্ঠানের বাইরে আর কোনো সংস্থায় খোঁজ নেবেন কি না জানতে চাইলে আবু সাঈদ বলেন, সময়স্বল্পতার কারণে এর বাইরে কথা বলার সুযোগ নাই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, সরকারি একটি ওয়েবসাইট থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রমাণ পেয়েছে। সেই সাইট থেকে দেশের মানুষের নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, এনআইডি নম্বরসহ ব্যক্তিগত গোপনীয় তথ্য পাওয়া যায়।
এরপর গত সোমবার এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তথ্য ফাঁসের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
ওই বৈঠক শেষে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আরেকটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এ ধরনের ঘটনা নিয়মিত মনিটরিং করবে।
তথ্য ফাঁসে ঝুঁকির বিষয়ে পলক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ঝুঁকির পরিমাণ পরিষ্কার হয়ে যাবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
৬ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৬ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
৯ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১০ ঘণ্টা আগে