Ajker Patrika

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ২০ লাখ: পলক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৯
বাংলাদেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ২০ লাখ: পলক 

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। আর দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এসে দাঁড়িয়েছে ২০ লাখে। সেই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট ও ৮ হাজার ২০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার এবং মাই অ্যাপ সার্ভিসসহ দেড় হাজার সেবা দিয়ে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। প্রতি মাসে এ ধরনের সেবা পায় ১ কোটিরও অধিক মানুষ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল সেন্টারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১-এর কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজন করোনা রোগী থেকে শুরু করে গ্রামের একজন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের টেলিমেডিসিন সেবা কাজ করে যাচ্ছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন গ্রামে বসে ডিজিটাল সেবার মাধ্যমে সব রকম সেবা খুব সহজে গ্রহণ করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে নারী নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতির খবর এবং নদী বা সমুদ্রে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে ডিজিটাল সেবা কাজ করে যাচ্ছে। আমরা এই ডিজিটাল সেবার মাধ্যমে গত চার বছরে ৫ কোটি মানুষ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পেয়েছে। করোনার গত ২০ মাসে ভার্চুয়াল কোর্টে দেড় লাখ মামলার শুনানি হয়েছে এবং গত কোরবানি ঈদে ডিজিটাল সেবার মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির গরু বিক্রি হয়েছে। 

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ, এ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে উদ্‌যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত