নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর খিলগাঁও ও ভাটারা থানা এলাকা থেকে বিশেষ ধরনের মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচজন হলেন বিএস সিরাজুস সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলাম।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। রাজধানীর খিলগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রত্যেককে দশ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই বদরুল আল আমিন এই রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ভয়াবহ মাদক এলএসডি, ইয়াবা, গাঁজা অনলাইনে ও সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছেন। তাঁরা একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা দলের সদস্য। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও এলএসডির উৎস খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত শনিবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও ও মতিঝিল জোনের পুলিশের কয়েকটি দল মাদক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশে কয়েকজন যুবক এলএসডি বিক্রি করছে। পরে পুলিশ সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকি কে কমিউনিটি সেন্টারের পাশ থেকে আটক করে। তিনজনের কাছ থেকে এলএসডি মিশ্রিত পাঁচটি ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই তিনজনের দেওয়া তথ্য মোতাবেক ভাটারা থানার বারিধারা থেকে সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুইটি এলএসডি ব্লট পেপার ও নয় গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খিলগাঁও থানায় এসআই মানসুরুল করিম বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় দা চালিয়ে আহত অবস্থায় মারা যাওয়ার পর বিষয়টি তদন্তে নামে আইন- শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে ধানমন্ডি থানা এলাকা থেকে তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে এলএসডি মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে রিমাণ্ডে আছেন। এই বিশেষ ধরনের মাদক নিয়ে তারপর থেকে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।
এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডি কে 'সাইকাডেলিক' মাদক হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো 'হ্যালুসিনেট' বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে।
ঢাকা: রাজধানীর খিলগাঁও ও ভাটারা থানা এলাকা থেকে বিশেষ ধরনের মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচজন হলেন বিএস সিরাজুস সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিব, সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলাম।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। রাজধানীর খিলগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রত্যেককে দশ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই বদরুল আল আমিন এই রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ভয়াবহ মাদক এলএসডি, ইয়াবা, গাঁজা অনলাইনে ও সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছেন। তাঁরা একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা দলের সদস্য। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও এলএসডির উৎস খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত শনিবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও ও মতিঝিল জোনের পুলিশের কয়েকটি দল মাদক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশে কয়েকজন যুবক এলএসডি বিক্রি করছে। পরে পুলিশ সালেকীন ওরফে তপু, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকি কে কমিউনিটি সেন্টারের পাশ থেকে আটক করে। তিনজনের কাছ থেকে এলএসডি মিশ্রিত পাঁচটি ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই তিনজনের দেওয়া তথ্য মোতাবেক ভাটারা থানার বারিধারা থেকে সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুইটি এলএসডি ব্লট পেপার ও নয় গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খিলগাঁও থানায় এসআই মানসুরুল করিম বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় দা চালিয়ে আহত অবস্থায় মারা যাওয়ার পর বিষয়টি তদন্তে নামে আইন- শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে ধানমন্ডি থানা এলাকা থেকে তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে এলএসডি মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে রিমাণ্ডে আছেন। এই বিশেষ ধরনের মাদক নিয়ে তারপর থেকে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।
এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডি কে 'সাইকাডেলিক' মাদক হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো 'হ্যালুসিনেট' বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে।
নিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
১ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
১ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
২ ঘণ্টা আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন
২ ঘণ্টা আগে