নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শিল্প এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ২০১০ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে শিল্প পুলিশ। পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি গঠনের বিষয়ে ২০০৯ সালে সংসদে পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিল্প এলাকায় মোতায়েন থাকবে চার ব্যাটালিয়ন বিজিবি সদস্য। আজ মঙ্গলবার একনেকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, আজকের বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।
এই নয়টি প্রকল্পের মধ্যে একটি হলো, ২৩৭ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নব সৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’।
বিজিবির জন্য যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি ব্যাটালিয়ন স্থাপন করা হবে।
সীমান্তরক্ষী বাহিনীর জন্য ঢাকার চারপাশে ব্যাটালিয়ন কেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন বলেন, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কুইক রেসপন্স টিম হিসেবে ব্যাটালিয়নগুলো কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
ঢাকা: শিল্প এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ২০১০ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে শিল্প পুলিশ। পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি গঠনের বিষয়ে ২০০৯ সালে সংসদে পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিল্প এলাকায় মোতায়েন থাকবে চার ব্যাটালিয়ন বিজিবি সদস্য। আজ মঙ্গলবার একনেকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, আজকের বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।
এই নয়টি প্রকল্পের মধ্যে একটি হলো, ২৩৭ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নব সৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’।
বিজিবির জন্য যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি ব্যাটালিয়ন স্থাপন করা হবে।
সীমান্তরক্ষী বাহিনীর জন্য ঢাকার চারপাশে ব্যাটালিয়ন কেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন বলেন, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কুইক রেসপন্স টিম হিসেবে ব্যাটালিয়নগুলো কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২২ মিনিট আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
২ ঘণ্টা আগেড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ তরুণ গণমাধ্যমকর্মী। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান
৩ ঘণ্টা আগে