নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে