নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি পর্যটকদের আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগির এটি কার্যকর করতে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এ সময় পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, `কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনকালে বলেছেন বিদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ জোন করতে। সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি।'
পর্যটনের মহাপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোভিড শুরুর দিকে আমরা একটা আন্তর্জাতিক সংস্থাকে কার্যাদেশ দিয়েছি। মাস্টারপ্ল্যান শেষ হওয়ার পরই আমরা আমাদের কাজে হাত দেব। করোনার কারণে তাদের কাজ বন্ধ ছিল, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে আশা করি।
এ ছাড়া সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন জানান, অন-অ্যারাইভাল ভিসা সহজ করতে সুরক্ষা সেবা বিভাগকে চিঠি দিয়েছেন তাঁরা। দেশীয় আইনকানুন বিবেচনা করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যা যা করা দরকার তার সবই করা হবে। খুব তাড়াতাড়ি ভিসা সহজীকরণ হয়ে যাবে বলে আশা করেন তিনি।
পর্যটন খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে পর্যটনসচিব বলেন, প্রধানমন্ত্রী এই শিল্পের জন্য দেড় হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। সে অনুযায়ী আমরা বিভিন্ন খাত, উপখাতে ভাগ করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে, তাঁরা ব্যবস্থা গ্রহণ করছে। যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা যাতে ঋণটি সহজে পেতে পারেন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন প্রতিপাদ্যে এবার বিশ্ব পর্যটন দিবস পালন করবে সরকার। আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আলোচনাসভা হবে। পর্যটন ভবনের সামনে থেকে একটি ঘোড়ার গাড়ির র্যালি রাজধানীর বিভিন্ন পর্যটন স্পট পরিভ্রমণ করে পর্যটন বিষয়ে প্রচারণা চালাবে।
বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে জানাতে বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর এই দিবস পালন করছে।
বিদেশি পর্যটকদের আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগির এটি কার্যকর করতে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এ সময় পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, `কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনকালে বলেছেন বিদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ জোন করতে। সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি।'
পর্যটনের মহাপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোভিড শুরুর দিকে আমরা একটা আন্তর্জাতিক সংস্থাকে কার্যাদেশ দিয়েছি। মাস্টারপ্ল্যান শেষ হওয়ার পরই আমরা আমাদের কাজে হাত দেব। করোনার কারণে তাদের কাজ বন্ধ ছিল, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে আশা করি।
এ ছাড়া সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন জানান, অন-অ্যারাইভাল ভিসা সহজ করতে সুরক্ষা সেবা বিভাগকে চিঠি দিয়েছেন তাঁরা। দেশীয় আইনকানুন বিবেচনা করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যা যা করা দরকার তার সবই করা হবে। খুব তাড়াতাড়ি ভিসা সহজীকরণ হয়ে যাবে বলে আশা করেন তিনি।
পর্যটন খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে পর্যটনসচিব বলেন, প্রধানমন্ত্রী এই শিল্পের জন্য দেড় হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। সে অনুযায়ী আমরা বিভিন্ন খাত, উপখাতে ভাগ করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে, তাঁরা ব্যবস্থা গ্রহণ করছে। যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা যাতে ঋণটি সহজে পেতে পারেন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন প্রতিপাদ্যে এবার বিশ্ব পর্যটন দিবস পালন করবে সরকার। আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আলোচনাসভা হবে। পর্যটন ভবনের সামনে থেকে একটি ঘোড়ার গাড়ির র্যালি রাজধানীর বিভিন্ন পর্যটন স্পট পরিভ্রমণ করে পর্যটন বিষয়ে প্রচারণা চালাবে।
বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে জানাতে বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর এই দিবস পালন করছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ মিনিট আগেরাষ্ট্র সংস্কারে মানুষের অংশগ্রহণ নিশ্চিতে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রাথমিকভাবে হাউসহোল্ড (খানা) জরিপ ও অনলাইন জরিপ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধ
১৮ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা হয়।
৩৯ মিনিট আগেরাখাইনে মানবিক করিডর বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন যুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন আগের মতোই সহায়তা করতে প্রস্তুত এবং রাখাইনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় মধ্যস্থতা করছে। তিস্তা প্রকল্পসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বাংলাদেশের স
১ ঘণ্টা আগে