ক্যারি অন লাগেজে কী নেবেন
বিমানে তরল দ্রব্য ৩ দশমিক ৪ আউন্সের বেশি নেওয়া যাবে না। কন্টাক্ট লেন্স সলিউশন, শ্যাম্পু, মেকআপ পণ্য, তরল ওষুধ, নেইলপলিশ, পারফিউম বা কোলোন, ফেস টোনার, হেয়ার জেল, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট, ফেস সেরাম রাখা যেতে পারে ক্যারি অন ব্যাগে।