Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব

আজারবাইজান ও তুরস্ক ভ্রমণ বাতিল ভারতীয় পর্যটকদের

ফিচার ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৫, ০৮: ১৪
আজারবাইজান ও তুরস্ক ভ্রমণ বাতিল ভারতীয় পর্যটকদের

ভারত-পাকিস্তান যুদ্ধে বড় ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন দেশের পর্যটনশিল্পে। এই যুদ্ধে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় পর্যটকেরা। এ কারণে এই দুটি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে শুরু করেছে তারা। তুরস্ক ও আজারবাইজান মিলিয়ে ৫০ শতাংশের বেশি বুকিং বাতিল হয়েছে বলে জানিয়েছেন পর্যটনশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইজি মাই ট্রিপ-এর সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিশান্ত পিট্টি বলেন, ‘তুরস্কের ২২ শতাংশ এবং আজারবাইজানের ৩০ শতাংশ বুকিং বাতিল হয়েছে।’

করোনা-পরবর্তী সময়ে অনেক দেশের রাজস্ব খাতের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে পর্যটন খাত। আর সে কারণে অনেক দেশ জনবহুল চীন ও ভারতের পর্যটক টানতে রীতিমতো যুদ্ধ করে চলেছে। সাম্প্রতিক তথ্য বলছে, ভারতীয় পর্যটক তুরস্ক ও আজারবাইজানের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে আজারবাইজানে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৪৩ হাজার, যা ২০২৩ সালের তুলনায় ১০৮ শতাংশ বেশি। অন্যদিকে তুরস্কে ২০২৪ সালে ৩ লাখ ৩০ হাজার ভারতীয় পর্যটক ভ্রমণ করেছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।তবে ভারতীয় পর্যটকেরা গত বছর তুরস্ক এবং আজারবাইজানে ৩ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছিলেন।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরসের সভাপতি রবি গোসাইন বলেন, ‘আমাদের সদস্যরা তুরস্ক ও আজারবাইজানে ১৫ থেকে ২০ শতাংশ বুকিং বাতিলের কথা জানিয়েছেন। জাতীয়তাবাদী মনোভাব জোরালো এবং দুই দেশ পাকিস্তানকে সমর্থন করছে বলে ধারণা হওয়ায় ভ্রমণকারীরা পরিকল্পনা বাতিল করছেন।’

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান যুদ্ধ চলাকালে তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পাকিস্তানে সামরিক হামলার সমালোচনা করে এক বিবৃতি দেয়। পরে ভারত সরকার নিশ্চিত করে, সীমান্তে গুলি

করে ধ্বংস করা ড্রোনগুলো ছিল তুরস্কের নির্মিত। এই তথ্যে ভারতীয় পর্যটকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ভ্রমণ বাতিল করতে শুরু করে।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক ও আজারবাইজান ভ্রমণের এই পরিকল্পনা বর্জন করার প্রভাব মালদ্বীপ সংকটকেও ছাপিয়ে যেতে পারে। রাজনৈতিক কারণে দেশটি ভারতীয় পর্যটক হারিয়ে প্রায় ২ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত