Ajker Patrika

১৯ বছর বয়সে ১১৮ দেশে ভ্রমণ

ফিচার ডেস্ক
১৯ বছর বয়সে ১১৮ দেশে ভ্রমণ

বিশ্ব ঘুরে দেখার স্বপ্ন অনেকেরই থাকে। মাত্র ১৯ বছর বয়সে একাই পৃথিবীর ১১৮টি দেশ ভ্রমণের গল্প শুনলেই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেটিই বাস্তব করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টলেক ভিলেজের তরুণ অর্জুন মালাভিয়া।

তরুণদের ভ্রমণে যাওয়া উচিত। কারণ, বই আর খবরের কাগজে যা পাওয়া যায়, তা থেকে বাস্তবতা অন্য রকম। তাই নিজে অভিজ্ঞতা নিতে হলে বেরিয়ে পড়া উচিত। অর্জুন মালাভিয়া, পর্যটক

২০২৩ সালের জুনে শুরু হওয়া অর্জুনের একাকী যাত্রা তাঁকে নিয়ে গেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে, দ্বীপরাষ্ট্র নাউরু কিংবা টুভালুতেও।

শৈশব থেকেই ভ্রমণপিপাসু

অর্জুন ছোটবেলা থেকে মা-বাবার সঙ্গে ব্যবসায়িক সফরে যেতেন। সেখান থেকে ভ্রমণের প্রতি ভালোবাসা জন্মে তাঁর। কলেজ শেষ করার পর অন্যরা যেখানে চার বছরের লেখাপড়া শেষ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যস্ত, তিনি সেখানে বেছে নিলেন ব্যাগ গুছিয়ে পথে নামার জীবন। নিজের সঞ্চয় আর পার্টটাইম কাজের টাকায় দাঁড় করালেন নিজের বিশ্বভ্রমণ প্রকল্প।

রেকর্ডভাঙা কীর্তি

মাত্র ১৭ বছর বয়সে অর্জুন পা রাখেন ১০০তম দেশে! এর মাধ্যমে ১৮ বছর বয়সে ৭০টি দেশ ভ্রমণ করা লেক্সি আলফোর্ডের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। অর্জুন এরপরও থেমে থাকেননি। দক্ষিণ কোরিয়া, জাপান থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এমনকি ওশেনিয়ার সব ছোট দ্বীপরাষ্ট্রও ভ্রমণ করেছেন তিনি!

অচেনা দেশ, অচেনা অভিজ্ঞতা

বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে অর্জুনের। সবই যেন একেকটা গল্প। সেই বিচিত্র অভিজ্ঞতার মধ্যে আছে

  • ইরাকে শিক্ষার্থীদের ইংরেজি পড়ানো।
  • ইন্দোনেশিয়ায় ধানখেতে কাজ করা।
  • ইরানে ধর্মীয় উৎসবে যোগ দেওয়া।
  • মিয়ানমারে গ্রামের মানুষের সঙ্গে থাকা।
  • ভেনেজুয়েলায় রাজধানী কারাকাসের বাইরে ভ্রমণ।

শ্রীলঙ্কায় হাতির পাল দেখা থেকে, বলিভিয়ায় লবণ মরুভূমি কিংবা স্লোভেনিয়ায় প্রাচীন দুর্গের মতো জায়গাতেই ছিল তাঁর পদচারণ। ওশেনিয়ার ছোট ছোট দ্বীপরাষ্ট্র দেখে তিনি বেশি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে। সেসব দ্বীপে ইন্টারনেট না থাকায় স্থানীয়দের সঙ্গে সহজভাবে মিশতে পেরেছিলেন তিনি। তবে নাউরু ও টুভালুর তরুণদের শিক্ষা আর কাজের সুযোগ না থাকায় মন খারাপ হয়েছে তাঁর।

ভয়ংকর মুহূর্ত

সব দেশ ভ্রমণের অভিজ্ঞতা সমান নয়। কোথাও যেমন আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন, আবার কোনো ভ্রমণপথে এসেছে নানা বিপদও।

  • ইউক্রেনের ওডেসা, নভেম্বর ২০২৩: রাশিয়ার হঠাৎ বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান অর্জুন। কয়েক ঘণ্টা আশ্রয়কেন্দ্রে থাকতে হয় তাঁকে।
  • ভেনেজুয়েলা: বিমানবন্দরে আটক হয়েছিলেন তিনি। কর্মকর্তারা ভেবেছিলেন, এই নাবালক হয়তো মা-বাবার কাছ থেকে পালিয়ে এসেছে। পরে সিসিটিভি ফুটেজ চেক করে প্রমাণ হয়, তিনি সত্যিই একা ভ্রমণ করছেন।

অর্জুন বিশ্বাস করেন, বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষ আসলে সব দেশেই ভালো। তারা কাজ করতে চায়, পরিবার ভালো রাখতে চায়, শিক্ষা পেতে চায়, সুন্দর জীবন চায়।

এই ঘোরাঘুরির চক্করে অর্জুন লেখাপড়াটা একেবারে বাদ দেননি। এখন তিনি আমেরিকার ইউসি সান্তা বারবারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। তবে পড়াশোনার পাশাপাশি তাঁর স্বপ্ন, বিশ্বের মোট ১৯৫টি দেশ একা একা ভ্রমণ করা।

সূত্র: ভিএন এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ভারতের ওপর শুল্ক আরোপ করলেও দিনশেষে আমরা এক: মার্কিন অর্থমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত