Ajker Patrika

১১১ যাত্রী নিয়ে উড়ল সুইস উড়োজাহাজ, লাগেজ গেল দুদিন পর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২৬
১১১ যাত্রী নিয়ে উড়ল সুইস উড়োজাহাজ, লাগেজ গেল দুদিন পর

১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিল ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে কোনো লাগেজ নেই। এমন ঘটনা প্রথম না হলেও ইউরোপের কোনো উন্নত দেশের জন্য বিস্ময়করই বটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট এভাবেই সুইজারল্যান্ডের জুরিখ থেকে স্পেনের বিলবাওয়ে গিয়েছে।

বিমান পরিবহন সংস্থাটির একজন মুখপাত্র জানান, গ্রাউন্ড স্টাফের ঘাটতির কারণে ব্যাগগুলো জুরিখে রয়ে যায়। গন্তব্যে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর বিষয়টি যাত্রীদের জানানো হয়।

সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র কেভিন এমপালাম ই-মেইলে বিজনেস ইনসাইডারকে জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্পেনের বিলবাওয়ে পৌঁছায়। গ্রাউন্ড স্টাফের অভাব এবং দায়িত্বরত কর্মীরা না থাকায় লাগেজগুলো তোলা সম্ভব হয়নি।

ফ্লাইট ছাড়তে বিলম্বের জন্য পাইলট ক্ষমা চাইলেও লাগেজ জুরিখে রেখে যাওয়ার তথ্য যাত্রীদের দেননি। বিষয়টি স্প্যানিশ এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের জানান।

সুইস-জার্মান সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনভেয়র বেল্টের পাশে দুই ঘণ্টার বেশি অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কারস্টেন রেডলিচ নামের এক যাত্রী বলেন, তাঁর ছুটি মাটি হয়ে গেল।

পরে সোমবার সন্ধ্যায় যাত্রীদের সমস্ত ব্যাগ বিলবাওতে পাঠানো হয় বলে এমপালাম ইনসাইডারকে জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সে জন্য কাজের প্রক্রিয়া পর্যালোচনা করছে।

‘আমরা যাত্রীদের হতাশা এবং ক্ষোভের ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারছি। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই যেখানে ছুটি কাটাতে যাচ্ছিলেন।’

কোনো উড়োজাহাজ যাত্রীদের ব্যাগ ছাড়াই ছাড়ার এটাই প্রথম ঘটনা নয়। গত জুলাই মাসে গ্রিসের এথেন্স থেকে লাগেজ ছাড়া সিঙ্গাপুরে উড়ে গিয়েছিল দুটি উড়োজাহাজ। তবে সেটা ছিল গরমের কারণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত