১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিল ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে কোনো লাগেজ নেই। এমন ঘটনা প্রথম না হলেও ইউরোপের কোনো উন্নত দেশের জন্য বিস্ময়করই বটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট এভাবেই সুইজারল্যান্ডের জুরিখ থেকে স্পেনের বিলবাওয়ে গিয়েছে।
বিমান পরিবহন সংস্থাটির একজন মুখপাত্র জানান, গ্রাউন্ড স্টাফের ঘাটতির কারণে ব্যাগগুলো জুরিখে রয়ে যায়। গন্তব্যে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর বিষয়টি যাত্রীদের জানানো হয়।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র কেভিন এমপালাম ই-মেইলে বিজনেস ইনসাইডারকে জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্পেনের বিলবাওয়ে পৌঁছায়। গ্রাউন্ড স্টাফের অভাব এবং দায়িত্বরত কর্মীরা না থাকায় লাগেজগুলো তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ছাড়তে বিলম্বের জন্য পাইলট ক্ষমা চাইলেও লাগেজ জুরিখে রেখে যাওয়ার তথ্য যাত্রীদের দেননি। বিষয়টি স্প্যানিশ এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের জানান।
সুইস-জার্মান সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনভেয়র বেল্টের পাশে দুই ঘণ্টার বেশি অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কারস্টেন রেডলিচ নামের এক যাত্রী বলেন, তাঁর ছুটি মাটি হয়ে গেল।
পরে সোমবার সন্ধ্যায় যাত্রীদের সমস্ত ব্যাগ বিলবাওতে পাঠানো হয় বলে এমপালাম ইনসাইডারকে জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সে জন্য কাজের প্রক্রিয়া পর্যালোচনা করছে।
‘আমরা যাত্রীদের হতাশা এবং ক্ষোভের ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারছি। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই যেখানে ছুটি কাটাতে যাচ্ছিলেন।’
কোনো উড়োজাহাজ যাত্রীদের ব্যাগ ছাড়াই ছাড়ার এটাই প্রথম ঘটনা নয়। গত জুলাই মাসে গ্রিসের এথেন্স থেকে লাগেজ ছাড়া সিঙ্গাপুরে উড়ে গিয়েছিল দুটি উড়োজাহাজ। তবে সেটা ছিল গরমের কারণে।
১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিল ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে কোনো লাগেজ নেই। এমন ঘটনা প্রথম না হলেও ইউরোপের কোনো উন্নত দেশের জন্য বিস্ময়করই বটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট এভাবেই সুইজারল্যান্ডের জুরিখ থেকে স্পেনের বিলবাওয়ে গিয়েছে।
বিমান পরিবহন সংস্থাটির একজন মুখপাত্র জানান, গ্রাউন্ড স্টাফের ঘাটতির কারণে ব্যাগগুলো জুরিখে রয়ে যায়। গন্তব্যে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর বিষয়টি যাত্রীদের জানানো হয়।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্র কেভিন এমপালাম ই-মেইলে বিজনেস ইনসাইডারকে জানান, গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্পেনের বিলবাওয়ে পৌঁছায়। গ্রাউন্ড স্টাফের অভাব এবং দায়িত্বরত কর্মীরা না থাকায় লাগেজগুলো তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ছাড়তে বিলম্বের জন্য পাইলট ক্ষমা চাইলেও লাগেজ জুরিখে রেখে যাওয়ার তথ্য যাত্রীদের দেননি। বিষয়টি স্প্যানিশ এয়ারলাইন্সের কর্মীরা তাঁদের জানান।
সুইস-জার্মান সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনভেয়র বেল্টের পাশে দুই ঘণ্টার বেশি অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কারস্টেন রেডলিচ নামের এক যাত্রী বলেন, তাঁর ছুটি মাটি হয়ে গেল।
পরে সোমবার সন্ধ্যায় যাত্রীদের সমস্ত ব্যাগ বিলবাওতে পাঠানো হয় বলে এমপালাম ইনসাইডারকে জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সে জন্য কাজের প্রক্রিয়া পর্যালোচনা করছে।
‘আমরা যাত্রীদের হতাশা এবং ক্ষোভের ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারছি। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই যেখানে ছুটি কাটাতে যাচ্ছিলেন।’
কোনো উড়োজাহাজ যাত্রীদের ব্যাগ ছাড়াই ছাড়ার এটাই প্রথম ঘটনা নয়। গত জুলাই মাসে গ্রিসের এথেন্স থেকে লাগেজ ছাড়া সিঙ্গাপুরে উড়ে গিয়েছিল দুটি উড়োজাহাজ। তবে সেটা ছিল গরমের কারণে।
ভ্রমণের সময় নিজেদের সুরক্ষিত রাখা অনেক বড় একটি দায়িত্ব। এর জন্য মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। কিন্তু হোটেলে চেক-ইন করার সময় কিছু জরুরি বিষয় সহজেই এড়িয়ে যাওয়া হয়। যা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণ বিশেষজ্ঞরা এমন কিছু পরামর্শ দিয়েছেন, যা আপনার থাকা আরও নিরাপদ
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যের বাইবারি (Bibury) গ্রামকে এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ট্যুর অপারেটর আনফরগেটেবল ট্র্যাভেল কোম্পানি কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে উল্লেখ করেছে। গ্রামটি রিভার কলন নদীর তীরে অবস্থিত, যা টেমস নদীর একটি উপনদী এবং এটি কটসওল্ডস থেকে উৎপত্তি লাভ করেছে।
৯ ঘণ্টা আগেপোষা প্রাণীদের দেশের বাইরে নিতে ‘পেট পাসপোর্ট’ বা ভেটেরিনারি চিকিৎসকের দেওয়া স্বাস্থ্য সনদ নেওয়ার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার এক অদ্ভুত নিয়ম প্রণয়ন করতে যাচ্ছে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলজানো। ২০২৬ সাল থেকে কুকুরের জন্যও ভ্রমণ কর দিতে হবে। এমন সিদ্ধান্ত ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
১১ ঘণ্টা আগেছুটির দিন বিকেলে নেটফ্লিক্সে পছন্দের সিনেমা দেখতে দেখতে মুখরোচক স্ন্যাকস চিবোনোর সুখ কে না পেতে চায়? এই সপ্তাহে ছুটির বিকেলে বাড়িতেই তৈরি করে নিন বিফ সমুচা। আপনাদের জন্য বিফ সমুচার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগে