ফিচার ডেস্ক
এ বছরের চতুর্থ ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা আরও বাড়ছে।
এ বছরের প্রথম ৯ মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দিয়ে প্রায় ৬ কোটি ৯০ লাখ যাত্রী যাতায়াত করেছে। বছরের প্রথমার্ধ থেকে যাত্রীদের এ বিমানবন্দর ব্যবহারের যে গতি দেখা গিয়েছিল, তা তৃতীয় ত্রৈমাসিকেও অব্যাহত ছিল। বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দর দিয়ে এ সময় প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রী যাতায়াত করেছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। তৃতীয় ত্রৈমাসিকে ১ লাখ ১১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে বছরের প্রথম ৯ মাসে ফ্লাইটের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭০০টিতে পৌঁছেছে। অর্থাৎ এ ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
দুবাই বিমানবন্দরের চিফ অপারেটিং অফিসার আল জোকার জানিয়েছেন, যাত্রীর সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায়
তাঁরা ২০২৫ সালে ৯৪ মিলিয়নের বেশি এবং ২০২৬ সালে ৯৭ মিলিয়নের বেশি যাত্রী আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ছাড়া ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ১০০ মিলিয়ন যাত্রী পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তাঁরা।
দুবাই বিমানবন্দর শুধু ব্যস্ততম বিমানবন্দরই নয়, এটি যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে।
এ বছরের চতুর্থ ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা আরও বাড়ছে।
এ বছরের প্রথম ৯ মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দিয়ে প্রায় ৬ কোটি ৯০ লাখ যাত্রী যাতায়াত করেছে। বছরের প্রথমার্ধ থেকে যাত্রীদের এ বিমানবন্দর ব্যবহারের যে গতি দেখা গিয়েছিল, তা তৃতীয় ত্রৈমাসিকেও অব্যাহত ছিল। বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দর দিয়ে এ সময় প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রী যাতায়াত করেছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। তৃতীয় ত্রৈমাসিকে ১ লাখ ১১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে বছরের প্রথম ৯ মাসে ফ্লাইটের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭০০টিতে পৌঁছেছে। অর্থাৎ এ ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
দুবাই বিমানবন্দরের চিফ অপারেটিং অফিসার আল জোকার জানিয়েছেন, যাত্রীর সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায়
তাঁরা ২০২৫ সালে ৯৪ মিলিয়নের বেশি এবং ২০২৬ সালে ৯৭ মিলিয়নের বেশি যাত্রী আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ছাড়া ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ১০০ মিলিয়ন যাত্রী পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তাঁরা।
দুবাই বিমানবন্দর শুধু ব্যস্ততম বিমানবন্দরই নয়, এটি যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে।
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৫ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৭ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৫ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৬ ঘণ্টা আগে