ডেস্ক রিপোর্ট
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে এবার প্রায় এক সপ্তাহের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। যদি ২৯ রোজা হয় তাহলে একসঙ্গে ছয় দিন ছুটি পাওয়া যাবে। আর ৩০ রোজা হলে মিলবে টানা পাঁচ দিনের ছুটি। ফলে সারা বছর যাঁদের লম্বা ভ্রমণে যাওয়ার ফুরসত মেলে না, তাঁদের জন্য এ সময়টা আদর্শ।
যাঁরা বিদেশে যেতে চান, তাঁরা এখন থেকে খোঁজখবর শুরু করুন। বিশেষত হোটেল ও ভ্রমণ গন্তব্য। এখন অবশ্য হোটেল বুক করা কিংবা ভ্রমণ পরিকল্পনা করা বেশ সহজ। কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির মতো সেবা এখন ভ্রমণ অনেক সহজ করেছে। ক্ষেত্রবিশেষে এই সেবাগুলো বেশ সাশ্রয়ীও বটে। ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশগুলোতে যেতে চাইলে কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির সুবিধা নিতে পারেন। তাতে গতানুগতিক ভ্রমণের বাইরে আলাদা এক পৃথিবীর সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া আগে থেকে বিমানের টিকিট বুকিং করলে কিছুটা ছাড় পাওয়া যায়। আর ভিসার জন্য এখনই আবেদন না করলে ঈদের ছুটিতে দেশের বাইরে যাওয়া নাও হতে পারে।
প্রায় প্রতিটি এয়ারলাইন ও বড় ট্যুর অপারেটর এ সময় অনেক ধরনের প্যাকেজ দিয়ে থাকে, সেগুলোর খোঁজ রাখুন অনলাইনে। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে তাতেও অনেক অফার পাওয়ার কথা। সে বিষয়ে আপডেট থাকতে আপনার মোবাইল ফোনে পাঠানো মেসেজগুলো দেখে নিন। তারপর সুবিধামতো অফারে ঘুরে আসুন যেকোনো জায়গা থেকে।
যাঁরা দেশে ঘুরতে চান তাঁদের বেলায়ও প্রস্তুতির দরকার আছে। ঈদ ও পয়লা বৈশাখ মিলিয়ে যেহেতু ছুটি থাকবে, তাই জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে উপচে পড়া মানুষের ভিড় হবে স্বাভাবিকভাবে। তাতে হোটেল, রিসোর্টসহ থাকার জায়গাগুলোর ওপর চাপ থাকবে প্রচুর। সে চাপে পড়তে না চাইলে এখনই হোটেল বুক করুন। তবে তার আগে ঠিক করুন কোথায় যাবেন। আমাদের ছোট্ট দেশে যাওয়ার জায়গাগুলোর কথা সবাই জানি। সেগুলোতে যেতে পারেন কিংবা নতুনত্বের জন্য নিজের পছন্দমতো জায়গা খুঁজে বের করে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।
টিপস
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে এবার প্রায় এক সপ্তাহের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। যদি ২৯ রোজা হয় তাহলে একসঙ্গে ছয় দিন ছুটি পাওয়া যাবে। আর ৩০ রোজা হলে মিলবে টানা পাঁচ দিনের ছুটি। ফলে সারা বছর যাঁদের লম্বা ভ্রমণে যাওয়ার ফুরসত মেলে না, তাঁদের জন্য এ সময়টা আদর্শ।
যাঁরা বিদেশে যেতে চান, তাঁরা এখন থেকে খোঁজখবর শুরু করুন। বিশেষত হোটেল ও ভ্রমণ গন্তব্য। এখন অবশ্য হোটেল বুক করা কিংবা ভ্রমণ পরিকল্পনা করা বেশ সহজ। কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির মতো সেবা এখন ভ্রমণ অনেক সহজ করেছে। ক্ষেত্রবিশেষে এই সেবাগুলো বেশ সাশ্রয়ীও বটে। ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশগুলোতে যেতে চাইলে কাউচ সার্ফিং কিংবা এয়ারবিএনবির সুবিধা নিতে পারেন। তাতে গতানুগতিক ভ্রমণের বাইরে আলাদা এক পৃথিবীর সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া আগে থেকে বিমানের টিকিট বুকিং করলে কিছুটা ছাড় পাওয়া যায়। আর ভিসার জন্য এখনই আবেদন না করলে ঈদের ছুটিতে দেশের বাইরে যাওয়া নাও হতে পারে।
প্রায় প্রতিটি এয়ারলাইন ও বড় ট্যুর অপারেটর এ সময় অনেক ধরনের প্যাকেজ দিয়ে থাকে, সেগুলোর খোঁজ রাখুন অনলাইনে। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে তাতেও অনেক অফার পাওয়ার কথা। সে বিষয়ে আপডেট থাকতে আপনার মোবাইল ফোনে পাঠানো মেসেজগুলো দেখে নিন। তারপর সুবিধামতো অফারে ঘুরে আসুন যেকোনো জায়গা থেকে।
যাঁরা দেশে ঘুরতে চান তাঁদের বেলায়ও প্রস্তুতির দরকার আছে। ঈদ ও পয়লা বৈশাখ মিলিয়ে যেহেতু ছুটি থাকবে, তাই জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে উপচে পড়া মানুষের ভিড় হবে স্বাভাবিকভাবে। তাতে হোটেল, রিসোর্টসহ থাকার জায়গাগুলোর ওপর চাপ থাকবে প্রচুর। সে চাপে পড়তে না চাইলে এখনই হোটেল বুক করুন। তবে তার আগে ঠিক করুন কোথায় যাবেন। আমাদের ছোট্ট দেশে যাওয়ার জায়গাগুলোর কথা সবাই জানি। সেগুলোতে যেতে পারেন কিংবা নতুনত্বের জন্য নিজের পছন্দমতো জায়গা খুঁজে বের করে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।
টিপস
আজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১১ ঘণ্টা আগেএই একুশ শতকে কোনো এলাকায় মোটরগাড়ি চলে না, এটা বিশ্বাস করা যায়! অবিশ্বাস্য হলেও খোদ যুক্তরাষ্ট্রে এমন একটি দ্বীপ আছে, যেখানে মোটরগাড়ি নেই। নেই যুক্তরাষ্ট্রের আভিজাত্যের প্রতীক গলফ কোর্টও। কিন্তু সেই দ্বীপের বাসিন্দাদের সবার জন্য আছে একটি করে ঘোড়া। সেই সব ঘোড়ায় চলাফেরা করে তারা প্রজন্ম থেকে প্রজন্মে।
১ দিন আগেসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে দুই সমস্যা খুবই সাধারণ। একটি হলো, খোসার সঙ্গে ডিমের সাদা অংশ লেগে থাকা; অন্যটি হলো, খোসা ছাড়ানোর পরও ডিমের ওপর পাতলা আবরণ লেগে থাকা। ইন্টারনেটে এসব সমস্যা সমাধানের নানা ‘হ্যাক’ বা কৌশল পাওয়া যায়। ডিমের খোসা ছাড়ানো কঠিন হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
২ দিন আগেঅফিসের পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে অফিসে যাওয়ার কথা ভাবতেই হতাশ হয়ে পড়েন। এর কারণ হয়তো খিটখিটে বস, অতিরিক্ত কাজের চাপ কিংবা সহকর্মীদের খারাপ ব্যবহার। এতে দেখা দিতে পারে মানসিক চাপ, ঘুমের সমস্যা, এমনকি বিষণ্নতাও।
২ দিন আগে