ফিচার ডেস্ক
চ্যাপেলা ব্যাংককের যাত্রা শুরু ২০২০ সালে। মাত্র ৪ বছরের মধ্যে এটি বিশ্বের ৫০ সেরা হোটেল তালিকার দ্বিতীয় সংস্করণে শীর্ষ স্থান দখল করেছে। লন্ডনে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট হোটেলস একাডেমি। সে তালিকায় থাকা ৫০টি হোটেলের ১৯টি এশিয়ার। এ ছাড়া তালিকায় রয়েছে ইউরোপের ১৩টি, উত্তর আমেরিকার ৯টি, আফ্রিকার ৪টি, ওশেনিয়ার ৪টি এবং দক্ষিণ আমেরিকার ১টি হোটেল।
তালিকায় শীর্ষস্থানীয় ১০টি হোটেলের মধ্যে ৭টি এশিয়ার। চ্যাপেলা ব্যাংককের পরে তৃতীয় স্থানে আছে হংকংয়ের রোজউড হংকং হোটেল। এর বেডরুম থেকে আশপাশের শহরের দৃশ্য উপভোগ করা যায়। ৫ নম্বরে আছে হংকংয়েরই অন্য হোটেল দ্য আপার হাউস। হোটেলে থাকা ৪০০টির বেশি চিত্রকর্ম এর আকর্ষণীয় দিক। ৬ নম্বরে আছে র্যাফেলস সিঙ্গাপুর হোটেল। ৭ নম্বরে আমান টোকিও।
মালদ্বীপের সোনেভা ফুশি আছে ৮ নম্বরে। সৈকতের ২০ মিটারে বিস্তৃত এই হোটেলে ৬৩টি ব্যক্তিগত ভিলা রয়েছে। এর নির্জনতার কারণে অতিথিরা মনে করতেই পারেন, দ্বীপে অন্য কেউ নেই। পূর্ব ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সুম্বা দ্বীপ। সেরা দশের তালিকায় ১০ নম্বর হোটেলটি এই সুম্বা দ্বীপের নিহি সুম্বা হোটেল। আউটডোর ঝরনা, সৈকতে ঘোড়ায় চড়া এবং একটি ক্লিফটপ ওপেন-এয়ার স্পা নিহি সুম্বার মূল আকর্ষণ।
সূত্র: সিএনএন
চ্যাপেলা ব্যাংককের যাত্রা শুরু ২০২০ সালে। মাত্র ৪ বছরের মধ্যে এটি বিশ্বের ৫০ সেরা হোটেল তালিকার দ্বিতীয় সংস্করণে শীর্ষ স্থান দখল করেছে। লন্ডনে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট হোটেলস একাডেমি। সে তালিকায় থাকা ৫০টি হোটেলের ১৯টি এশিয়ার। এ ছাড়া তালিকায় রয়েছে ইউরোপের ১৩টি, উত্তর আমেরিকার ৯টি, আফ্রিকার ৪টি, ওশেনিয়ার ৪টি এবং দক্ষিণ আমেরিকার ১টি হোটেল।
তালিকায় শীর্ষস্থানীয় ১০টি হোটেলের মধ্যে ৭টি এশিয়ার। চ্যাপেলা ব্যাংককের পরে তৃতীয় স্থানে আছে হংকংয়ের রোজউড হংকং হোটেল। এর বেডরুম থেকে আশপাশের শহরের দৃশ্য উপভোগ করা যায়। ৫ নম্বরে আছে হংকংয়েরই অন্য হোটেল দ্য আপার হাউস। হোটেলে থাকা ৪০০টির বেশি চিত্রকর্ম এর আকর্ষণীয় দিক। ৬ নম্বরে আছে র্যাফেলস সিঙ্গাপুর হোটেল। ৭ নম্বরে আমান টোকিও।
মালদ্বীপের সোনেভা ফুশি আছে ৮ নম্বরে। সৈকতের ২০ মিটারে বিস্তৃত এই হোটেলে ৬৩টি ব্যক্তিগত ভিলা রয়েছে। এর নির্জনতার কারণে অতিথিরা মনে করতেই পারেন, দ্বীপে অন্য কেউ নেই। পূর্ব ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সুম্বা দ্বীপ। সেরা দশের তালিকায় ১০ নম্বর হোটেলটি এই সুম্বা দ্বীপের নিহি সুম্বা হোটেল। আউটডোর ঝরনা, সৈকতে ঘোড়ায় চড়া এবং একটি ক্লিফটপ ওপেন-এয়ার স্পা নিহি সুম্বার মূল আকর্ষণ।
সূত্র: সিএনএন
মে দিবস মানেই ছুটির দিন। এদিন সকাল-সকাল কাজে যাওয়ার তাড়া নেই। আর এবার তো মে দিবস বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির বাইরে আরও একটা দিন বাড়তি ছুটি পাওয়া গেল। তাতেই মনটা ফুরফুরে লাগছে, তাই না? তবে এক দিন বেশি ছুটি পেয়ে কি শুয়ে-বসেই কাটাবেন? মে মাসের প্রথম দিনটি স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করতে পারেন।
৩ ঘণ্টা আগেবছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন তো নিতেই হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ। আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকেই মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।
১৩ ঘণ্টা আগেটক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১ দিন আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১ দিন আগে