ভ্রমণ ডেস্ক
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১১ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১২ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৪ ঘণ্টা আগে