ফিচার ডেস্ক
গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স
গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে নতুন প্রজন্মের মধ্যে ঐতিহাসিক পোশাক ও পুরোনো স্টাইল আইকনের প্রতি আগ্রহ বেড়েছে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী ও মেট গালা অনুষ্ঠান এসব আগ্রহ আরও উসকে দিচ্ছে।
১২ ঘণ্টা আগেফ্রিজে মাঝে মাঝে বরফ এত বেশি জমাট বাঁধে যে সেগুলো দেখতে গুহার মতো লাগে। ফলে ফ্রিজের ভেতরের জায়গা কমে যায়, খাবার ঠিকমতো সংরক্ষণ করা যায় না, মেশিনের কাজের দক্ষতা কমে যায় এবং বিদ্যুতের বিল বাড়ে।
১৭ ঘণ্টা আগেনীল রং নিয়ে আমাদের আদিখ্যেতার শেষ নেই। কত যে উপমা তৈরি করা হয়েছে এই রং নিয়ে, তার হিসাব নেই। কিন্তু জানেন তো, এটি কষ্টেরও রং! শুধু মানসিক কষ্ট নয়, ত্বকবিশেষজ্ঞরা বলছেন, আপনার ব্যবহার করা মোবাইল ফোন, কম্পিউটারসহ যেকোনো ডিভাইস থেকে বের হওয়া নীল আলো বা ব্লু লাইট ত্বকেরও কষ্টের কারণ!
১৮ ঘণ্টা আগেস্বভাবে অলস, অথচ গাছপ্রেমী; এমন মানুষদের অফিসের ডেস্কে, ড্রয়িংরুমে কিংবা বেড সাইড টেবিলে যে উদ্ভিদ শোভা পায়, তার নাম লাকি ব্যাম্বু। সহজে মাটি অথবা পানিতে বেড়ে ওঠা এই উদ্ভিদ আমাদের দেশেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে গত ১০ বছরে।
১৯ ঘণ্টা আগে