ভ্রমণ ডেস্ক
বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।
২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।
এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে।
বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।
২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।
এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে।
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৯ মিনিট আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
২ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
২ ঘণ্টা আগে