ভ্রমণ ডেস্ক
বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।
২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।
এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে।
বিশ্বজুড়ে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্যের তালিকায় থাকে ওয়াল্ট ডিজনি। এত দিন না বাড়লেও আগামী বছর থেকে বাড়তে যাচ্ছে এর টিকিটের দাম।
২০২৪ সালের আগস্টের কয়েক সপ্তাহজুড়ে ডিজনি’স অ্যানিমেল কিংডমের টিকিটের দাম ছিল ১০৯ ডলার। ২০২৫ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১১৯ ডলার। সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কারণে যে সময়গুলোতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, সে সময়গুলোতে এ বছরের চেয়ে ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে টিকিটের দাম। যেমন, এপ্রিলের শেষের দিকে অ্যানিমেল কিংডমে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। ফলে এ বছর টিকিটের দাম মাথাপিছু ১৬৪ ডলার থাকলেও ২০২৫ সালের একই সময়ের জন্য তা করা হয়েছে ১৬৯ ডলার। একই ভাবে আগামী বছর এপ্রিলের শেষের দিকে সাপ্তাহিক ছুটির দিনে ম্যাজিক কিংডমের টিকিটের দাম বাড়ানো হয়েছে ৫ ডলার। অর্থাৎ যে টিকিটের দাম এ বছর ১৮৪ ডলার, আগামী বছর একই সময়ে তা বিক্রি হবে ১৮৯ ডলারে।
এদিকে পার্ক হপারে একই দিনে দর্শনার্থীরা একাধিক পার্ক দেখার সুযোগ পাবেন। ইভেন্ট হিসেবে এর টিকিটের দাম বেড়েছে ৫ থেকে ১০ ডলার। তবে ডিজনি পার্কে এটিই প্রথম দাম বাড়া নয়। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ২০২২ সালে দুটি ক্ষেত্রে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ডিজনিল্যান্ডও সম্প্রতি একাধিকবার দাম বাড়িয়েছে।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১১ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১৩ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৫ ঘণ্টা আগে