বিভাবরী রায়
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৪ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৫ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
৭ ঘণ্টা আগে