নাহিন আশরাফ
অনেক ক্ষেত্রে দেখা যায়, সাজের সময় আমরা চোখ কিংবা বেজ মেকআপসহ সব বিষয়ে খেয়াল রাখলেও ভ্রু এড়িয়ে যাই। কিন্তু পরিপূর্ণ সাজের জন্য একে সুন্দর করে সাজাতে জানলে সাজ হবে আরও বেশি পরিপূর্ণ। আবার নিখুঁতভাবে ভ্রু প্লাক না করলে, কাঙ্ক্ষিত আকার দিতে না পারলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে।
মুখের আকৃতি
ভ্রুর আকার কেমন হবে, তা বোঝার জন্য নিজের মুখের আকৃতি সম্পর্কে জানতে হবে। মুখ ডিম্বাকৃতির হলে ভ্রুর এমন আকার দিতে হবে, যাতে মুখ আরও বেশি গোল না লাগে। লম্বা মুখে যেকোনো ফ্ল্যাট আকারের ভ্রু মানানসই। মুখ ডায়মন্ড আকারের হলে গোলাকৃতি ভ্রু ভালো লাগবে। ভ্রু তোলার ক্ষেত্রেও আকৃতি খেয়াল রাখা উচিত। ভ্রু সাজানোর সময় অবশ্যই স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে।
ভ্রুর আকার
সবাই চায় ঘন ভ্রু; কিন্তু সব সময় প্রাকৃতিকভাবে ঘন ভ্রু থাকে না। মুখের কোমল বা কঠিন রূপের ওপর ভিত্তি করে এর আকার ঠিক রাখা বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় ভ্রুর আশপাশে অনেক ছোট লোম হয়ে এর আকৃতি নষ্ট করে দেয়। চাইলে ঘরে বসে টুইজার দিয়ে এর আশপাশের লোমগুলো তুলে ফেলে একে নির্দিষ্ট আকার দিতে পারেন। এ ছাড়া নিয়ম করে ভ্রু প্লাকও করা যেতে পারে। তবে ভ্রু প্লাক করলে অনেক সময় এর প্রাকৃতিক ভাব নষ্ট হয়। সঠিকভাবে ভ্রু প্লাক না করলে মুখের সঙ্গে বেমানান লাগে।
ভ্রু আঁকতে
খুব সহজে নিজের মনের মতো ভ্রু এঁকে নেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে কয়েকটি কৌশল অনুসরণ করতে হবে। অনেকে কালো কাজল দিয়ে ভ্রু এঁকে নেওয়ার মতো ভুল করেন হরহামেশা। ফলে এর স্বাভাবিক লুক থাকে না এবং দেখতে বেমানান লাগে। ভ্রুর প্রাকৃতিক লুক রাখতে চাইলে নিজের চুলের রং থেকে দুই শেড হালকা আইব্রো পাউডার শেড বেছে নিতে হবে। আজকাল অনেক বেশি জনপ্রিয় আইব্রো জেল। এটি ব্যবহারের ফলে ভ্রু গোছানো থাকে। অনেক সময় আইব্রো আঁকতে গেলে ছড়িয়ে যায়। সে ক্ষেত্রে কনসিলার দিয়ে ঠিক করে নিতে হবে। মোটা ভ্রু চিকন করে ফেলতে হবে। আলাদা করে ভ্রুর জন্যই এখন বেশ ভালো মেকআপ কিট পাওয়া যায়। তাতে ভ্রুকে সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় সব যন্ত্র থাকে। চাইলে ভ্রুর জন্য ভালো মানের একটি আইব্রো কিট ব্যবহার করা যেতে পারে।
যত্নআত্তি
অনেকে ভ্রুর আলাদা করে যত্নের কথা ভাবি না। কিন্তু এর যত্ন নেওয়া প্রয়োজন। ভ্রুর মধ্যে অনেক মরা চামড়া জন্মে। এগুলো তুলতে এতে স্ক্রাবিং করা যেতে পারে। নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ভ্রু ম্যাসাজ করলে ত্বকের রক্তচলাচল বাড়ে। মেকআপ তোলার সময় ভ্রু জেল কিংবা আইব্রো পাউডার দিয়ে থাকলে তা পরিষ্কার করে নিতে হবে। ভ্রু অতিরিক্ত পাতলা হলে মাঝেমধ্যে ক্যাস্টর অয়েল দিতে পারেন। এটি ভ্রু ঘন করতে সাহায্য করে। প্রয়োজন ছাড়া ঘন ঘন ভ্রু প্লাক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
সূত্র: ফেমিনা
অনেক ক্ষেত্রে দেখা যায়, সাজের সময় আমরা চোখ কিংবা বেজ মেকআপসহ সব বিষয়ে খেয়াল রাখলেও ভ্রু এড়িয়ে যাই। কিন্তু পরিপূর্ণ সাজের জন্য একে সুন্দর করে সাজাতে জানলে সাজ হবে আরও বেশি পরিপূর্ণ। আবার নিখুঁতভাবে ভ্রু প্লাক না করলে, কাঙ্ক্ষিত আকার দিতে না পারলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে।
মুখের আকৃতি
ভ্রুর আকার কেমন হবে, তা বোঝার জন্য নিজের মুখের আকৃতি সম্পর্কে জানতে হবে। মুখ ডিম্বাকৃতির হলে ভ্রুর এমন আকার দিতে হবে, যাতে মুখ আরও বেশি গোল না লাগে। লম্বা মুখে যেকোনো ফ্ল্যাট আকারের ভ্রু মানানসই। মুখ ডায়মন্ড আকারের হলে গোলাকৃতি ভ্রু ভালো লাগবে। ভ্রু তোলার ক্ষেত্রেও আকৃতি খেয়াল রাখা উচিত। ভ্রু সাজানোর সময় অবশ্যই স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে।
ভ্রুর আকার
সবাই চায় ঘন ভ্রু; কিন্তু সব সময় প্রাকৃতিকভাবে ঘন ভ্রু থাকে না। মুখের কোমল বা কঠিন রূপের ওপর ভিত্তি করে এর আকার ঠিক রাখা বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় ভ্রুর আশপাশে অনেক ছোট লোম হয়ে এর আকৃতি নষ্ট করে দেয়। চাইলে ঘরে বসে টুইজার দিয়ে এর আশপাশের লোমগুলো তুলে ফেলে একে নির্দিষ্ট আকার দিতে পারেন। এ ছাড়া নিয়ম করে ভ্রু প্লাকও করা যেতে পারে। তবে ভ্রু প্লাক করলে অনেক সময় এর প্রাকৃতিক ভাব নষ্ট হয়। সঠিকভাবে ভ্রু প্লাক না করলে মুখের সঙ্গে বেমানান লাগে।
ভ্রু আঁকতে
খুব সহজে নিজের মনের মতো ভ্রু এঁকে নেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে কয়েকটি কৌশল অনুসরণ করতে হবে। অনেকে কালো কাজল দিয়ে ভ্রু এঁকে নেওয়ার মতো ভুল করেন হরহামেশা। ফলে এর স্বাভাবিক লুক থাকে না এবং দেখতে বেমানান লাগে। ভ্রুর প্রাকৃতিক লুক রাখতে চাইলে নিজের চুলের রং থেকে দুই শেড হালকা আইব্রো পাউডার শেড বেছে নিতে হবে। আজকাল অনেক বেশি জনপ্রিয় আইব্রো জেল। এটি ব্যবহারের ফলে ভ্রু গোছানো থাকে। অনেক সময় আইব্রো আঁকতে গেলে ছড়িয়ে যায়। সে ক্ষেত্রে কনসিলার দিয়ে ঠিক করে নিতে হবে। মোটা ভ্রু চিকন করে ফেলতে হবে। আলাদা করে ভ্রুর জন্যই এখন বেশ ভালো মেকআপ কিট পাওয়া যায়। তাতে ভ্রুকে সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় সব যন্ত্র থাকে। চাইলে ভ্রুর জন্য ভালো মানের একটি আইব্রো কিট ব্যবহার করা যেতে পারে।
যত্নআত্তি
অনেকে ভ্রুর আলাদা করে যত্নের কথা ভাবি না। কিন্তু এর যত্ন নেওয়া প্রয়োজন। ভ্রুর মধ্যে অনেক মরা চামড়া জন্মে। এগুলো তুলতে এতে স্ক্রাবিং করা যেতে পারে। নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ভ্রু ম্যাসাজ করলে ত্বকের রক্তচলাচল বাড়ে। মেকআপ তোলার সময় ভ্রু জেল কিংবা আইব্রো পাউডার দিয়ে থাকলে তা পরিষ্কার করে নিতে হবে। ভ্রু অতিরিক্ত পাতলা হলে মাঝেমধ্যে ক্যাস্টর অয়েল দিতে পারেন। এটি ভ্রু ঘন করতে সাহায্য করে। প্রয়োজন ছাড়া ঘন ঘন ভ্রু প্লাক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
সূত্র: ফেমিনা
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৪ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৫ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৬ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৬ ঘণ্টা আগে