শোভন সাহা
প্রশ্ন: কিছু কিছু মেটালের গয়নায় আমার অ্যালার্জি আছে। গয়না পরলে কানে, গলায় কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। সামনে বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গয়না পরতে হবে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। নিরাপদ কোনো ঘরোয়া সমাধান আছে কি এই অ্যালার্জি থেকে বাঁচার?
হ্যাপি আক্তার, কুমিল্লা
এ ধরনের অ্যালার্জি অনেকেরই থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।
প্রশ্ন: আমার চুল বেশ লম্বা। কিন্তু চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারেই পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রেহেনা পারভীন, নোয়াখালী
চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করলে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে পড়ে। আর চুল পড়ার সমস্যা থাকলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে।
প্রশ্ন: আমার থাই ও হাঁটুর পেছনে স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিমও ব্যবহার করা যায়। এরপরও যদি কাজ না হয়, তাহলে লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: কিছু কিছু মেটালের গয়নায় আমার অ্যালার্জি আছে। গয়না পরলে কানে, গলায় কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। সামনে বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গয়না পরতে হবে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। নিরাপদ কোনো ঘরোয়া সমাধান আছে কি এই অ্যালার্জি থেকে বাঁচার?
হ্যাপি আক্তার, কুমিল্লা
এ ধরনের অ্যালার্জি অনেকেরই থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।
প্রশ্ন: আমার চুল বেশ লম্বা। কিন্তু চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারেই পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রেহেনা পারভীন, নোয়াখালী
চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করলে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে পড়ে। আর চুল পড়ার সমস্যা থাকলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে।
প্রশ্ন: আমার থাই ও হাঁটুর পেছনে স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিমও ব্যবহার করা যায়। এরপরও যদি কাজ না হয়, তাহলে লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
বাড়ি, অফিস বা বন্ধুদের অনেকে মিথ্যার আশ্রয় নেন। সেটি হয়তো আপনি বুঝতে পারেন না। যদিও সময়ের সঙ্গে মিথ্যাবাদী সাধারণত ধরা পড়ে। কিন্তু কাউকে মিথ্যাবাদী চিহ্নিত করা সব সময় সহজ নয়। অনেক মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলতে পারে, যা শুরুতে বোঝা দায়।
৪ ঘণ্টা আগেভ্রমণের সময় নিজেদের সুরক্ষিত রাখা অনেক বড় একটি দায়িত্ব। এর জন্য মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। কিন্তু হোটেলে চেক-ইন করার সময় কিছু জরুরি বিষয় সহজেই এড়িয়ে যাওয়া হয়। যা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণ বিশেষজ্ঞরা এমন কিছু পরামর্শ দিয়েছেন, যা আপনার থাকা আরও নিরাপদ
১৯ ঘণ্টা আগেযুক্তরাজ্যের বাইবারি (Bibury) গ্রামকে এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ট্যুর অপারেটর আনফরগেটেবল ট্র্যাভেল কোম্পানি কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে উল্লেখ করেছে। গ্রামটি রিভার কলন নদীর তীরে অবস্থিত, যা টেমস নদীর একটি উপনদী এবং এটি কটসওল্ডস থেকে উৎপত্তি লাভ করেছে।
২০ ঘণ্টা আগেপোষা প্রাণীদের দেশের বাইরে নিতে ‘পেট পাসপোর্ট’ বা ভেটেরিনারি চিকিৎসকের দেওয়া স্বাস্থ্য সনদ নেওয়ার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার এক অদ্ভুত নিয়ম প্রণয়ন করতে যাচ্ছে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলজানো। ২০২৬ সাল থেকে কুকুরের জন্যও ভ্রমণ কর দিতে হবে। এমন সিদ্ধান্ত ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
১ দিন আগে