Ajker Patrika

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর ছবি ফাঁস, নতুন যা আছে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭: ২৮
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর ছবি ফাঁস, নতুন যা আছে

স্যামসাংয়ের ফ্লোডিং ফোন সিরিজের গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ছবি ফাঁস হয়েছে। এসব প্রতীকি ছবিতে দেখা যায়, পুরুত্ব বৃদ্ধি ছাড়া ফোল্ডিং ফোনটির নকশায় তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি। ধারণা করা হচ্ছে, শক্তিশালী ব্যাটারির যুক্ত করার জন্য মডেলটির পুরুত্ব বাড়ানো হয়েছে। 

আগের গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলের ক্ল্যামশেল–স্টাইলটি (ঝিনুকের মতো নকশা) এই ফোনেও অপরিবর্তিত থাকবে। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলের পেছনে আনুভূমিকভাবে ডুয়েল ক্যামেরা থাকবে। আগের মতোই সাদামাটা নকশা দেখা গেছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্সের এক প্রতিবেদনে মডেলগুলোর ছবি প্রকাশ করেন স্টিভ হেমারস্টোফার। এসব ছবি থেকে বোঝা যায়, স্মার্টফোনটি মিন্ট (হালকা সবুজ) রংয়ের হবে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে এই মডেল উন্মোচন করবে স্যামসাং। 

আগের বছরের মডেলের মতো গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোনের বাইরের ডিসপ্লের আকার হবে ৩ দশমিক ৪ ইঞ্চি। আর ভেতরের প্রধান ডিসপ্লের আয়তন হবে ৬ দশমিক ৭ ইঞ্চি। প্রধান ডিসপ্লের ভাজের জায়গায় হালকা দাগ চোখে পড়বে। প্রতিটি ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেস রেট থাকবে। মডেলটির ডান দিকেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ভলিউম বাটন থাকবে। তবে দাম সম্পর্কে কোনো তথ্য প্রতিবেদনটিতে প্রকাশ করা হয়নি। 

মডেলটির সম্ভাব্য স্পেসিফিকেশন 
আয়তন: ১৬৫.০ x ৭১.৭ x ৭.৪ এমএম 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ৬.১ 
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ 
মেমোরি: ১২ জিবি 
ইন্ট্যারন্যাল স্টোরেজ: ৫১২ জিবি 
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
রঙ: মিন্ট (হালকা সবুজ)

গ্যালাক্সি এস ২৪ এর এআইভিত্তিক ফিচারগুলো সামসাংয়ের ফোল্ডিং ফোনগুলোতেও নিয়ে আসা হবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন। 

২০২৩ সালের মোট স্মার্টফোন বিক্রির ১ দশমিক ৬ শতাংশই হল ফোল্ডেবল স্মার্টফোন এবং এসব ফোনের ১৮৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। আর ২০২৪ সালে এটি বেড়ে ২ দশমিক ২ শতাংশ ও ২৫২ লাখ ইউনিট হতে পারে। আর ২০২৭ সালে ৫ শতাংশ ও ৭০০ কোটি ইউনিটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ