জীবনধারা ডেস্ক
খাবার নষ্ট হওয়া খুব ভালো কথা নয়। এতে অপচয় শুধু খাবারের নয়, সময় ও অর্থেরও। ফলে কোনো খাবার নষ্ট হওয়া মানে একই সঙ্গে তিনটি বিষয়ের অপচয় হওয়া। এটি কি চলতেই থাকবে? নাকি বন্ধ করার পথ বেছে নেবেন?
খাবার দীর্ঘ দিন ভালো রাখতে আমরা সেগুলো বিভিন্ন ভাবে সংরক্ষণ করে থাকি। বিভিন্ন ধরনের ফ্রিজ বাজারে পাওয়া যায়। সেগুলোতে কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ, মাস কিংবা বছর খাবার সংরক্ষণ করা যায়। তা ছাড়া খাবার সংরক্ষণের কিছু স্থানীয় ও প্রাকৃতিক উপায়ও আছে।
তবে একটি কথা জেনে রাখা ভালো যে, সংরক্ষণ করে রাখা খাবার অনন্তকাল ভালো থাকে না। কোনো না কোনো সময় সেগুলো নষ্ট হয়ে যায়। আর আমাদের ধারণা, ফ্রিজে সংরক্ষণ করলে খাবার নষ্ট হয় না। এটি মোটেও ঠিক নয়। অনেক সময় ফ্রিজে বা সঠিক স্থানে সংরক্ষণ করার পরও খাবার নষ্ট হতে পারে। আমাদের ফ্রিজগুলোতে যে পরিমাণে খাবার সংরক্ষণ করা থাকে তা একবারে নষ্ট হয় না, ধীরে ধীরে হয়। তাই খাবার যে নষ্ট হওয়ার পথে, সেটা বোঝাটা খুব জরুরি। এতে অপচয় এড়ানো যায়।
কোন খাবারটি পচে যাচ্ছে বা ব্যাকটেরিয়ার কবলে পড়ছে বা নষ্ট হচ্ছে তা বোঝার কয়েকটি উপায় দেখে নিন।
মাছ আমাদের প্রায় প্রতিদিনের খাবার। প্রায় প্রতিটি বাড়ির ফ্রিজে কাচা কিংবা রান্না করা মাছ থাকবেই। ফলে মাছ কীভাবে নষ্ট হয় সেটা জেনে নেওয়া জরুরি।
ফ্রিজে রাখা মাছ ভাজার পর যদি তার রং লালচে না হয়ে কালচে ধরনের হয়ে যায়, তাহলে বুঝতে হবে তা তাজা মাছ নয়। মাছ ভাজার পর যদি তা শুকনো দেখায় এবং তা থেকে তীব্র আঁশটে গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে মাছ শতভাগ ভালো নেই।
মুরগিকে এখন আর দামি খাবার বলে না কেউ। আমাদের প্রতিদিনের প্রোটিনের বড় অংশের জোগান দেয় এটি। ফ্রিজে রাখা মুরগির মাংসের রং গোলাপি থাকলে বুঝতে হবে তা খাওয়ার উপযোগী রয়েছে। তবে, যদি দেখা যায় সে মাংস খানিকটা ধূসর হয়ে গেছে, তাহলে সেই মুরগির মাংস না খাওয়াই ভালো।
কোনো ভাবে কিছু ভাত বেঁচে গেলেই আমরা ফ্রিজে তুলে রাখি। সাধারণত রান্না করা ভাত ফ্রিজে ৫ থেকে ৬ দিন ভালো থাকে। তবে যত দিন যায় তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে থাকে। ভালোভাবে গরম না করলে এই ব্যাকটেরিয়া সহজে মরে না। ফলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ফ্রিজে রাখা ভাতে আঙুল দিলে আঠালো মনে হয়, এর গন্ধে টক ভাব থাকে কিংবা ভাত যদি একটির গায়ে অন্যটি লেগে থাকে তাহলে বুঝবেন সে ভাত খাওয়ার যোগ্য নেই।
ফ্রিজে রাখা আলুর চামড়া সবুজ হয়ে গেলে বুঝতে হবে তাতে সোলানিন উৎপন্ন হচ্ছে। এই উপাদান বিষক্রিয়া ঘটায়। এমন হলে সেই আলু না খাওয়াই ভালো।
ফ্রিজে থাকলেও সবুজ রঙের সবজি যদি হলুদাভ হয়ে যায়, বুঝতে হবে তা নষ্ট হওয়ার পথে। এমন হলে হলুদ হয়ে যাওয়া সবজিগুলো আলাদা করে ফেলুন।
পাউরুটি যতই ফ্রিজে থাকুক না কেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা না খাওয়াই ভালো। এমন হলে পাউরুটির ওপর সাদা বা ধূসর রঙের ছত্রাক হতে পারে। না দেখে খেয়ে ফেললে তাতে স্বাস্থ্য ঝুঁকি থাকে।
অলিভ অয়েলের বোতলের ছিপি খোলার পর যদি আঠালো বা মোটর তেলের গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই তেল খাবারে ব্যবহারের অনুপযোগী।
যত দিন যায় মাশরুমের রং গাঢ় হতে থাকে। এমন হলেও মাশরুম খাওয়া যায়, তবে স্বাদ তাজা মাশরুমের মতো থাকে না।
সূত্র: এমএসএন ডট কম
খাবার নষ্ট হওয়া খুব ভালো কথা নয়। এতে অপচয় শুধু খাবারের নয়, সময় ও অর্থেরও। ফলে কোনো খাবার নষ্ট হওয়া মানে একই সঙ্গে তিনটি বিষয়ের অপচয় হওয়া। এটি কি চলতেই থাকবে? নাকি বন্ধ করার পথ বেছে নেবেন?
খাবার দীর্ঘ দিন ভালো রাখতে আমরা সেগুলো বিভিন্ন ভাবে সংরক্ষণ করে থাকি। বিভিন্ন ধরনের ফ্রিজ বাজারে পাওয়া যায়। সেগুলোতে কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ, মাস কিংবা বছর খাবার সংরক্ষণ করা যায়। তা ছাড়া খাবার সংরক্ষণের কিছু স্থানীয় ও প্রাকৃতিক উপায়ও আছে।
তবে একটি কথা জেনে রাখা ভালো যে, সংরক্ষণ করে রাখা খাবার অনন্তকাল ভালো থাকে না। কোনো না কোনো সময় সেগুলো নষ্ট হয়ে যায়। আর আমাদের ধারণা, ফ্রিজে সংরক্ষণ করলে খাবার নষ্ট হয় না। এটি মোটেও ঠিক নয়। অনেক সময় ফ্রিজে বা সঠিক স্থানে সংরক্ষণ করার পরও খাবার নষ্ট হতে পারে। আমাদের ফ্রিজগুলোতে যে পরিমাণে খাবার সংরক্ষণ করা থাকে তা একবারে নষ্ট হয় না, ধীরে ধীরে হয়। তাই খাবার যে নষ্ট হওয়ার পথে, সেটা বোঝাটা খুব জরুরি। এতে অপচয় এড়ানো যায়।
কোন খাবারটি পচে যাচ্ছে বা ব্যাকটেরিয়ার কবলে পড়ছে বা নষ্ট হচ্ছে তা বোঝার কয়েকটি উপায় দেখে নিন।
মাছ আমাদের প্রায় প্রতিদিনের খাবার। প্রায় প্রতিটি বাড়ির ফ্রিজে কাচা কিংবা রান্না করা মাছ থাকবেই। ফলে মাছ কীভাবে নষ্ট হয় সেটা জেনে নেওয়া জরুরি।
ফ্রিজে রাখা মাছ ভাজার পর যদি তার রং লালচে না হয়ে কালচে ধরনের হয়ে যায়, তাহলে বুঝতে হবে তা তাজা মাছ নয়। মাছ ভাজার পর যদি তা শুকনো দেখায় এবং তা থেকে তীব্র আঁশটে গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে মাছ শতভাগ ভালো নেই।
মুরগিকে এখন আর দামি খাবার বলে না কেউ। আমাদের প্রতিদিনের প্রোটিনের বড় অংশের জোগান দেয় এটি। ফ্রিজে রাখা মুরগির মাংসের রং গোলাপি থাকলে বুঝতে হবে তা খাওয়ার উপযোগী রয়েছে। তবে, যদি দেখা যায় সে মাংস খানিকটা ধূসর হয়ে গেছে, তাহলে সেই মুরগির মাংস না খাওয়াই ভালো।
কোনো ভাবে কিছু ভাত বেঁচে গেলেই আমরা ফ্রিজে তুলে রাখি। সাধারণত রান্না করা ভাত ফ্রিজে ৫ থেকে ৬ দিন ভালো থাকে। তবে যত দিন যায় তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে থাকে। ভালোভাবে গরম না করলে এই ব্যাকটেরিয়া সহজে মরে না। ফলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ফ্রিজে রাখা ভাতে আঙুল দিলে আঠালো মনে হয়, এর গন্ধে টক ভাব থাকে কিংবা ভাত যদি একটির গায়ে অন্যটি লেগে থাকে তাহলে বুঝবেন সে ভাত খাওয়ার যোগ্য নেই।
ফ্রিজে রাখা আলুর চামড়া সবুজ হয়ে গেলে বুঝতে হবে তাতে সোলানিন উৎপন্ন হচ্ছে। এই উপাদান বিষক্রিয়া ঘটায়। এমন হলে সেই আলু না খাওয়াই ভালো।
ফ্রিজে থাকলেও সবুজ রঙের সবজি যদি হলুদাভ হয়ে যায়, বুঝতে হবে তা নষ্ট হওয়ার পথে। এমন হলে হলুদ হয়ে যাওয়া সবজিগুলো আলাদা করে ফেলুন।
পাউরুটি যতই ফ্রিজে থাকুক না কেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা না খাওয়াই ভালো। এমন হলে পাউরুটির ওপর সাদা বা ধূসর রঙের ছত্রাক হতে পারে। না দেখে খেয়ে ফেললে তাতে স্বাস্থ্য ঝুঁকি থাকে।
অলিভ অয়েলের বোতলের ছিপি খোলার পর যদি আঠালো বা মোটর তেলের গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই তেল খাবারে ব্যবহারের অনুপযোগী।
যত দিন যায় মাশরুমের রং গাঢ় হতে থাকে। এমন হলেও মাশরুম খাওয়া যায়, তবে স্বাদ তাজা মাশরুমের মতো থাকে না।
সূত্র: এমএসএন ডট কম
যারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
৩ ঘণ্টা আগেপড়ন্ত দুপুরে আমরা তিনজন। বাগানের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হবে, এই ভেবে বাইক সঙ্গে নিলাম। চৌহাট্টা, আম্বরখানা, লাক্কাতুরা চা-বাগানকে পাশ কাটিয়ে মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম চা-বাগান মালনীছড়ার মূল কার্যালয়সংলগ্ন রাস্তার মাথায়। বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগ্রহ কমেছে। কিন্তু ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটিতে ভ্রমণের আগ্রহ বেড়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট স্কিফট রিসার্চের এক বিশেষ জরিপে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে কানাডা,
৩ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে হান নদীর বড় দ্বীপ ইউলিয়াংচৌ। একসময় এটি পরিচিত ছিল ‘বনসাই দ্বীপ’ নামে। তবে এখন একে বলা হয় হান নদীর মুক্তা।
৩ ঘণ্টা আগে