ফিচার ডেস্ক
বিমানবন্দর এমন একটি জায়গা, যেখান থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা না থাকলে যেকোনো মুহূর্তে রাষ্ট্র চরম বিপদের মুখে পড়তে পারে। এমনকি চোখের পলকেই একটি রাষ্ট্র অরক্ষিত হয়ে যেতে পারে। তাই জনসাধারণের সুরক্ষা বজায় রাখার জন্য বিমানবন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ২০২৪ সালেই ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ৯০৪ মিলিয়নেরও বেশি যাত্রীকে স্ক্রিনিং করেছে। বেশির ভাগ স্ক্রিনিংই স্বাভাবিক এবং রুটিনমাফিক হয়। তবে একটি ভয়ংকর চার অক্ষরের কোড আপনার এয়ারপোর্ট অভিজ্ঞতাকে ধীর করে দিতে পারে। যার নাম এসএসএসএস। এই কোড আপনাকে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা ও লাগেজ চেকের মধ্য দিয়ে নিয়ে যাবে।
কী এই এসএসএসএস কোড
এসএসএসএস হলো সেকেন্ডারি সিকিউরিটি স্ক্রিনিং সিলেকশন; যা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ব্যবহার করে। এটি বোর্ডিং পাসে চার অক্ষরের কোড আকারে দেখানো হয়। এই কোড থাকলে নিরাপত্তাকর্মীরা যাত্রীর ওপর অতিরিক্ত পরীক্ষা চালান। এটি দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের বোর্ডিং পাসে দেখা যেতে পারে। যাঁদের বোর্ডিং পাসে এসএসএসএস থাকে, তাঁরা সাধারণত লাগেজ তল্লাশি, ইলেকট্রনিক ডিভাইস চেক, এমনকি বডি প্যাট-ডাউন পরীক্ষার মুখোমুখি হন। এসব অতিরিক্ত প্রক্রিয়া কখনো কয়েক মিনিট আবার কখনো আধা ঘণ্টারও বেশি সময় নিতে পারে।
কেন এসএসএসএস দেওয়া হয়
যুক্তরাষ্ট্র সিনেটের ২০২৩ সালের ডিসেম্বরের একটি রিপোর্ট অনুযায়ী, বেশির ভাগ সময় এসএসএসএস সম্পূর্ণ র্যান্ডমভাবে একজন যাত্রীর টিকিটে দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে এটি দেওয়া হয় ওয়াচলিস্টে থাকা যাত্রীদের জন্য। আবার অনেক সময় অস্বাভাবিক ভ্রমণ প্যাটার্ন থাকলে সেই যাত্রীকেও এই এসএসএসএসের অধীনে নেওয়া হয়। এই অতিরিক্ত চেক ফেডারেল সরকারের ‘লেয়ার্ড সিকিউরিটি’ সিস্টেমের একটি অংশ। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে, তারা পূর্বপরিকল্পিত ও অপ্রত্যাশিত বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেয়, যা যাত্রী এয়ারপোর্টে প্রবেশ করার আগেই শুরু হয়ে যায়।
বারবার এসএসএসএস হলে কী করবেন
একই যাত্রী বারবার এসএসএসএস পেলে সেটি বিরক্তিকর হতে পারে। এর সমাধানে যুক্তরাষ্ট্র সরকার চালু করেছে একটি বিশেষ ব্যবস্থা। যাকে বলা হয়, ট্রাভেলার রিড্রেস ইনকোয়ারি প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা একটি রিড্রেস কন্ট্রোল নম্বর পান, যা পরবর্তী টিকিট বুকিংয়ে ব্যবহার করা যায়। এর মাধ্যমে যাত্রীর পরিচয় নিশ্চিত হয় এবং বারবার অযথা অতিরিক্ত চেকের সম্ভাবনা কমে যায়। যদিও এ নম্বর থাকলে কখনোই এসএসএসএস আসবে না—এমন গ্যারান্টি নেই। তবে এর ব্যবহার নিরাপত্তা ঝামেলা অনেকটাই কমাতে পারে।
আর কী কারণে অতিরিক্ত চেক হতে পারে?
–যদি ব্যাগ স্ক্যানারে কিছু অস্পষ্ট বা সন্দেহজনক দেখা যায়
–বডি স্ক্যানার বা মেটাল ডিটেক্টরে সমস্যা হলে
–যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে
নেভাডা ইউনিভার্সিটির অধ্যাপক ও সাবেক এয়ারলাইনস পাইলট ড্যান বাব জানান, যদিও এ ধরনের ঘটনা বিরল, তবে যাত্রী যদি সন্দেহজনক আচরণ করেন, সে ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন করতে পারে। অনেক সময় এর সঙ্গে ড্রাগ পাচারের সম্পর্ক থাকে। এ জন্য ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টরা এসব লক্ষণ শনাক্ত করতে প্রশিক্ষিত।
এসএসএসএস আন্তর্জাতিক স্বীকৃত আন্তর্জাতিক নিয়ম নয়, যা সব বিমানবন্দর বা সব দেশে প্রয়োগ হয়। এটি মূলত একটি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা, যা দেশটির ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণে। বোর্ডিং পাসে যদি এসএসএসএস লেখা দেখেন, তাহলে ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন, এটা মানে শুধু আরও কিছু বাড়তি নিরাপত্তা পরীক্ষা। এর কারণে আপনার ভ্রমণটা একটু ধীরে শুরু হতে পারে, কিন্তু নিরাপদেই শুরু হবে। এই বাড়তি ঝামেলাটাই আমাদের আকাশযাত্রাকে আরও নিরাপদ রাখে।
সূত্র: ট্রাভেল+লিজার
বিমানবন্দর এমন একটি জায়গা, যেখান থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা না থাকলে যেকোনো মুহূর্তে রাষ্ট্র চরম বিপদের মুখে পড়তে পারে। এমনকি চোখের পলকেই একটি রাষ্ট্র অরক্ষিত হয়ে যেতে পারে। তাই জনসাধারণের সুরক্ষা বজায় রাখার জন্য বিমানবন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ২০২৪ সালেই ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ৯০৪ মিলিয়নেরও বেশি যাত্রীকে স্ক্রিনিং করেছে। বেশির ভাগ স্ক্রিনিংই স্বাভাবিক এবং রুটিনমাফিক হয়। তবে একটি ভয়ংকর চার অক্ষরের কোড আপনার এয়ারপোর্ট অভিজ্ঞতাকে ধীর করে দিতে পারে। যার নাম এসএসএসএস। এই কোড আপনাকে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা ও লাগেজ চেকের মধ্য দিয়ে নিয়ে যাবে।
কী এই এসএসএসএস কোড
এসএসএসএস হলো সেকেন্ডারি সিকিউরিটি স্ক্রিনিং সিলেকশন; যা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ব্যবহার করে। এটি বোর্ডিং পাসে চার অক্ষরের কোড আকারে দেখানো হয়। এই কোড থাকলে নিরাপত্তাকর্মীরা যাত্রীর ওপর অতিরিক্ত পরীক্ষা চালান। এটি দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের বোর্ডিং পাসে দেখা যেতে পারে। যাঁদের বোর্ডিং পাসে এসএসএসএস থাকে, তাঁরা সাধারণত লাগেজ তল্লাশি, ইলেকট্রনিক ডিভাইস চেক, এমনকি বডি প্যাট-ডাউন পরীক্ষার মুখোমুখি হন। এসব অতিরিক্ত প্রক্রিয়া কখনো কয়েক মিনিট আবার কখনো আধা ঘণ্টারও বেশি সময় নিতে পারে।
কেন এসএসএসএস দেওয়া হয়
যুক্তরাষ্ট্র সিনেটের ২০২৩ সালের ডিসেম্বরের একটি রিপোর্ট অনুযায়ী, বেশির ভাগ সময় এসএসএসএস সম্পূর্ণ র্যান্ডমভাবে একজন যাত্রীর টিকিটে দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে এটি দেওয়া হয় ওয়াচলিস্টে থাকা যাত্রীদের জন্য। আবার অনেক সময় অস্বাভাবিক ভ্রমণ প্যাটার্ন থাকলে সেই যাত্রীকেও এই এসএসএসএসের অধীনে নেওয়া হয়। এই অতিরিক্ত চেক ফেডারেল সরকারের ‘লেয়ার্ড সিকিউরিটি’ সিস্টেমের একটি অংশ। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে, তারা পূর্বপরিকল্পিত ও অপ্রত্যাশিত বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেয়, যা যাত্রী এয়ারপোর্টে প্রবেশ করার আগেই শুরু হয়ে যায়।
বারবার এসএসএসএস হলে কী করবেন
একই যাত্রী বারবার এসএসএসএস পেলে সেটি বিরক্তিকর হতে পারে। এর সমাধানে যুক্তরাষ্ট্র সরকার চালু করেছে একটি বিশেষ ব্যবস্থা। যাকে বলা হয়, ট্রাভেলার রিড্রেস ইনকোয়ারি প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা একটি রিড্রেস কন্ট্রোল নম্বর পান, যা পরবর্তী টিকিট বুকিংয়ে ব্যবহার করা যায়। এর মাধ্যমে যাত্রীর পরিচয় নিশ্চিত হয় এবং বারবার অযথা অতিরিক্ত চেকের সম্ভাবনা কমে যায়। যদিও এ নম্বর থাকলে কখনোই এসএসএসএস আসবে না—এমন গ্যারান্টি নেই। তবে এর ব্যবহার নিরাপত্তা ঝামেলা অনেকটাই কমাতে পারে।
আর কী কারণে অতিরিক্ত চেক হতে পারে?
–যদি ব্যাগ স্ক্যানারে কিছু অস্পষ্ট বা সন্দেহজনক দেখা যায়
–বডি স্ক্যানার বা মেটাল ডিটেক্টরে সমস্যা হলে
–যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে
নেভাডা ইউনিভার্সিটির অধ্যাপক ও সাবেক এয়ারলাইনস পাইলট ড্যান বাব জানান, যদিও এ ধরনের ঘটনা বিরল, তবে যাত্রী যদি সন্দেহজনক আচরণ করেন, সে ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন করতে পারে। অনেক সময় এর সঙ্গে ড্রাগ পাচারের সম্পর্ক থাকে। এ জন্য ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টরা এসব লক্ষণ শনাক্ত করতে প্রশিক্ষিত।
এসএসএসএস আন্তর্জাতিক স্বীকৃত আন্তর্জাতিক নিয়ম নয়, যা সব বিমানবন্দর বা সব দেশে প্রয়োগ হয়। এটি মূলত একটি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা, যা দেশটির ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণে। বোর্ডিং পাসে যদি এসএসএসএস লেখা দেখেন, তাহলে ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন, এটা মানে শুধু আরও কিছু বাড়তি নিরাপত্তা পরীক্ষা। এর কারণে আপনার ভ্রমণটা একটু ধীরে শুরু হতে পারে, কিন্তু নিরাপদেই শুরু হবে। এই বাড়তি ঝামেলাটাই আমাদের আকাশযাত্রাকে আরও নিরাপদ রাখে।
সূত্র: ট্রাভেল+লিজার
কেক বানানোয় আপনার মতো উৎসাহী পরিবারের আর কেউ নেই। মৌসুমি ফল দিয়ে নিরীক্ষাধর্মী কেক আপনি চট করেই বানিয়ে ফেলতে পারেন। এই দক্ষতায় আরেকটু শান দেবেন কি? শিখে নিন কলার মোচার কেক। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২১ মিনিট আগেসুখী দেশ হিসেবে পরিচিত ভুটান। কিন্তু মানুষ সেখানে প্রতিদিন মৃত্যুর কথা মনে করে। এটি তাদের জীবনের মূল্য বোঝার ও সত্যিকারের সুখ অর্জনের পথকে সহজ করে। সেখানে একজন খাবার খাওয়ার সময়ও মনে করে—এই খাবার হতে পারে শেষ খাবার। কোথাও বের হওয়ার আগেও তাদের এমন ভাবনা। এ ছাড়া ঘুমের সময় স্মরণ করে—এই ঘুমই হয়তো...
২ ঘণ্টা আগেরাতে রান্না করতে ইচ্ছে করছে না। গরম ভাতের সঙ্গে কলার থোড় ভাজি দিয়ে উদর পূর্তি করুন। স্বাদে অনন্য এই খাবারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগেমশার কামড় খেয়ে অতিষ্ঠ হয়ে স্বাদের ঘুমটা ভাঙেনি—এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। গরমের দিনে সন্ধ্যা নামতেই মশার ঝাঁক যেন হানা দেয়। ঘরে-বাইরে, পার্কে কিংবা বারবিকিউ পার্টিতে মনে হয়, পুরো মহল্লার সব মশা শুধু আপনাকেই খুঁজছে। এমন মনে হয় না যে পাশে বসা বন্ধুটি নিশ্চিন্তে গল্প করছে আর আপনি চুলকাতে চুলকাতে পাগ
৭ ঘণ্টা আগে