Ajker Patrika

এবার পূজায় শাড়িতে রাজত্ব করছে পদ্ম মোটিফ

সানজিদা সামরিন, ঢাকা 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১২
ছবি সৌজন্য: সাতকাহন
ছবি সৌজন্য: সাতকাহন

আকাশতলে উঠল ফুটে

আলোর শতদল।

পাপড়িগুলি থরে থরে

ছড়ালো দিক্‌-দিগন্তরে,

ঢেকে গেল অন্ধকারের

নিবিড় কালো জল।’

রবীন্দ্রনাথ ঠাকুর

দুর্গাপূজার আগমনী সুর বেজে গেছে। চারদিকে খুশির রোশনাই। পূজা মানেই আনন্দ, পূজা মানেই ছুটি। পূজা মানেই সাজগোজের আতিশয্য়। বাড়ির পূজা হলে তো কথাই নেই। ভিড়ভাট্টা আর যানজটপূর্ণ শহরেও যখন পূজার আনন্দ ছড়িয়ে পড়ে, তখনো নারী ট্রেন্ডি ঘরানার পোশাক ছেড়ে পাটভাঙা শাড়িতেই নিজেকে সাজাতে ভালোবাসে।

মেপে কুচি কাটায় ওস্তাদ ৫ মিনিটে শাড়ি পরা মেয়েটি কিন্তু আজকাল আর অন্যদের ঈর্ষার পাত্র হন না। কারণ, সময়টা এখন এমন যে—আপনি শাড়ি যেভাবেই পরুন না কেন, যদি সেটাকে ক্যারি করতে পারেন, তবেই কেল্লাফতে। তবে এত ঘটা করে যে কথাটা বলতে এসেছি, সেটা এই শাড়ি পরার ধরন নয়। চলতি বছর শাড়ির মোটিফে যে পদ্ম রাজত্ব করছে, সে খবর নিশ্চয়ই টের পেয়েছেন! ব্লক, স্ক্রিন প্রিন্ট, সিকুইন বা সুই-সুতার কাজেও পদ্ম কিন্তু ফুলের রানি হয়েই রইল এ বছর। হয় শুধু পদ্ম, নয়তো পদ্মপাতার ওপর কলিসহ পদ্মফুল অথবা পুরো শাড়িটাই পদ্মপুকুরের মতো সেজে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলোর শো-রুম বা ফেসবুক পেজে।

ছবি সৌজন্য: সাতকাহন
ছবি সৌজন্য: সাতকাহন

ফ্যাশন হাউসের কথা যদি বাদই রাখি, তবুও কি পদ্মফুলের রূপকে এড়াতে পারছেন শাড়িপ্রেমী নারীরা? পদ্ম বিলে ঘুরে বেড়ানো আর ফটোশুটের জন্য নিজেরাই একরঙা হ্যান্ডলুমের শাড়ি কিনে পদ্ম মোটিফের হ্যান্ডব্লক করে নিচ্ছেন। নকশাকে আরও জমকালো করতে বক্ল প্রিন্টের চারপাশে কাঁথাস্টিচ করে চুমকি বা পুতি বসিয়ে নিচ্ছেন নিজেরাই। আবার ফেসবুকভিত্তিক বিভিন্ন পেজ, যেখানে দেশীয় পোশাক পাওয়া যায়, সেগুলোর কোনো কোনোটি থেকে চাইলে কাস্টমাইজ করেও পদ্মপুকুর শাড়ি বানিয়ে নেওয়া যায়। এ ধরনের শাড়িগুলো মূলত হাফ সিল্কের ওপর স্ক্রিন প্রিন্টের হয়ে থাকে। ওজনে হালকা হওয়ায় পরতেও সহজ হয় আবার যেকোনো অনুষ্ঠান ও ঋতুতেও পরার উপযোগী এসব শাড়ি।

পদ্মফুল দেবী দুর্গার পবিত্র আসন, শান্তি আর সমৃদ্ধির প্রতীক। নির্মল পদ্ম যেমন কাদামাটিতে থেকেও অকলুষিত, তেমনি মা দুর্গা দুঃখ থেকে টেনে নেন আলোয়। দুর্গাপূজার অঞ্জলিতে পদ্ম নিবেদন মানেই ভক্তি আর আশীর্বাদের বন্ধন। এ কারণেই সাতকাহন এবারের পূজার শাড়িতে রেখেছে পদ্মফুলের ছোঁয়া। নূরুন্নাহার নীলা স্বত্বাধিকারী ও ডিজাইনার, সাতকাহন

দুর্গাপূজায় অষ্টমীর দিন দেবীকে সন্তুষ্ট করতে ১০৮টি পদ্মফুলের জোগান দিতে হয়। আর তাই পূজার পোশাকেও পদ্মফুলের মোটিফ ব্যবহৃত হয়েছে। দেবীর প্রিয় এই ফুলের সৌন্দর্য গায়ে তুলতে তাই তরুণীদের অনেকে পদ্ম মোটিফের শাড়িতে নিজেকে সাজাতে চান। ফ্যাশন ব্র‍্যান্ডগুলোও এ সময় পূজার অন্যান্য মোটিফের সঙ্গে গুরুত্ব দেয় পদ্ম মোটিফেও। আর চলতি বছর পদ্ম মোটিফ কেবল শাড়িতেই নয়, জনপ্রিয় হয়ে উঠেছে ব্লাউজ পিস, কুর্তি, ওড়না, কটি ও অন্যান্য পোশাকেও।

ছবি সৌজন্য: সাতকাহন
ছবি সৌজন্য: সাতকাহন

দেশীয় ফ্যাশন উদ্যোগ সাতকাহনের বেশ কয়েকটি শাড়িতে ব্যবহৃত হয়েছে পদ্মফুলের মোটিফ। বলা যায়, তাদের শারদ সংগ্রহে এবারের বিশেষ আকর্ষণ এই পদ্ম মোটিফের শাড়ি ও ব্লাউজ।

পূজার জন্য় বিশেষভাবে নকশা করা লাল-সাদা শাড়ির কুচি ও আঁচলে পদ্মফুলের ঘন নকশা ব্যবহার করা হয়েছে। শাড়ির সঙ্গে পরার জন্য সাদা ব্লাউজেও রয়েছে একই রকম পদ্মফুলের ব্লক প্রিন্ট।

সাতকাহন নিয়ে এসেছে উষ্ণরঙা এক্সক্লুসিভ একটি শাড়ি। শাড়ির চওড়া পাড় ও জমিনে পদ্ম মোটিফের স্ক্রিন প্রিন্ট করা। পাড়ের অংশে আকারে বড় ও শাড়ির ছোট করে পদ্মের নকশা রয়েছে। বাড়তি সৌন্দর্য যোগ করতে আঁচলে বসানো হয়েছে ট্যাসেল।

যাঁরা শীতল রঙের শাড়িতে নিজেকে সাজাতে চান, তাঁদের জন্যও রয়েছে সাতকাহনের পূজার শাড়ি। গাঢ় নীল শাড়ির পাড়ে করা হয়েছে ঢেউ তোলা পদ্মপুকুরের ব্লক প্রিন্ট। এর ধারঘেঁষে শর্ষে ফুলরঙা যে পাড়টি রয়েছে, তা শাড়ির আবেদন বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। এই শাড়ির আঁচলে এবং ব্লাউজ পিসের পিঠ ও হাতায়ও পদ্মফুলের মোটিফ ব্যবহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

জাতীয় সংসদ নির্বাচন: আলোচনায় আসনের ভাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত