ভালোবাসায় টিকে থাকে দাম্পত্য, সংসার। কিন্তু সীমাহীন ভালোবাসাও কাল হতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ডেকে আনতে পারে বিচ্ছেদ। এমন আশঙ্কার কথা জানালেন মুম্বাইভিত্তিক ভারতীয় এক আইনজীবী। দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তানিয়া আপাচ্চু কাউল নামের ওই ভারতীয় আইনজীবী ‘অতিরিক্ত ভালোবাসা’সহ বিচ্ছেদের কিছু উদ্ভট কারণ উল্লেখ করে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি এ-সম্পর্কিত একটি ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বিচ্ছেদের কারণ হিসেবে প্রথমেই পুরুষতান্ত্রিক মনোভাবের কিছু বিষয় তুলে ধরেন কাউল। তিনি জানান, বিয়ের পর হানিমুনে গিয়ে স্ত্রী কিছুটা ‘উত্তেজক পোশাক’ পরেছেন—শুধু এই কারণেই বিচ্ছেদের নজির রয়েছে। আবার এমন নজিরও দেখা গেছে, স্বামী আসন্ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছেন আর স্ত্রী তাঁকে যথেষ্ট সময় না দেওয়ার অভিযোগে বিচ্ছেদের আবেদন করে বসে আছেন।
অন্য কিছু কারণের মধ্যে স্ত্রী স্বামীর পা স্পর্শ করতে অনীহা প্রকাশ করা ছাড়াও রান্না করতে না জানার কারণে একাধিক বিচ্ছেদের নজির দেখা গেছে।
ভিডিওটির এই পর্যায়ে তানিয়া কাউল দাবি করেন, স্বামী অতিরিক্ত ভালোবাসেন এবং কখনোই ঝগড়া করেন না—এই কারণেও বিচ্ছেদের আবেদন করেছেন একজন নারী। আইনজীবী কাউল সম্ভবত ২০২০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এ ধরনের একটি মামলার উদাহরণ টেনেছেন। সেই মামলাটিতে বিচ্ছেদের স্ত্রী আবেদন করেছিলেন এই অজুহাত দেখিয়ে যে তাঁদের বিয়ের ১৮ মাস হয়ে গেলেও স্বামী একবারের জন্যও ঝগড়া করেননি। ওই স্বামীটির বিরুদ্ধে অতিরিক্ত ভালোবাসার অভিযোগও করেন স্ত্রী।
রিল আকারে বানানো কাউলের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ১৬ লাখ ভিউ হওয়া ওই রিলটিতে ‘লাভ’ রিয়েক্ট করেছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির শিরোনাম ছিল—আপনি কেন বিয়ে করবেন?
ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মানুষ বিয়ের অনুষ্ঠান চায়, বিয়ে নয়।’
বিয়ে আগে কাউন্সেলিং করা জরুরি বলেও মত দিয়েছেন একজন।
আরেকজন লিখেছেন—স্বামীদের অনেকেই বিচ্ছেদের আবেদন করছেন শুধু এ জন্য যে স্ত্রী তাঁকে মান্য করছেন না। আবার ভালোবাসা অনুভব করছেন না—কারণ দেখিয়েও অনেক স্ত্রী বিচ্ছেদ চাইছেন।
একজন অবশ্য লিখেছেন, মানুষের উচিত বিয়ে না করা।
ভালোবাসায় টিকে থাকে দাম্পত্য, সংসার। কিন্তু সীমাহীন ভালোবাসাও কাল হতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ডেকে আনতে পারে বিচ্ছেদ। এমন আশঙ্কার কথা জানালেন মুম্বাইভিত্তিক ভারতীয় এক আইনজীবী। দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তানিয়া আপাচ্চু কাউল নামের ওই ভারতীয় আইনজীবী ‘অতিরিক্ত ভালোবাসা’সহ বিচ্ছেদের কিছু উদ্ভট কারণ উল্লেখ করে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি এ-সম্পর্কিত একটি ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বিচ্ছেদের কারণ হিসেবে প্রথমেই পুরুষতান্ত্রিক মনোভাবের কিছু বিষয় তুলে ধরেন কাউল। তিনি জানান, বিয়ের পর হানিমুনে গিয়ে স্ত্রী কিছুটা ‘উত্তেজক পোশাক’ পরেছেন—শুধু এই কারণেই বিচ্ছেদের নজির রয়েছে। আবার এমন নজিরও দেখা গেছে, স্বামী আসন্ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছেন আর স্ত্রী তাঁকে যথেষ্ট সময় না দেওয়ার অভিযোগে বিচ্ছেদের আবেদন করে বসে আছেন।
অন্য কিছু কারণের মধ্যে স্ত্রী স্বামীর পা স্পর্শ করতে অনীহা প্রকাশ করা ছাড়াও রান্না করতে না জানার কারণে একাধিক বিচ্ছেদের নজির দেখা গেছে।
ভিডিওটির এই পর্যায়ে তানিয়া কাউল দাবি করেন, স্বামী অতিরিক্ত ভালোবাসেন এবং কখনোই ঝগড়া করেন না—এই কারণেও বিচ্ছেদের আবেদন করেছেন একজন নারী। আইনজীবী কাউল সম্ভবত ২০২০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এ ধরনের একটি মামলার উদাহরণ টেনেছেন। সেই মামলাটিতে বিচ্ছেদের স্ত্রী আবেদন করেছিলেন এই অজুহাত দেখিয়ে যে তাঁদের বিয়ের ১৮ মাস হয়ে গেলেও স্বামী একবারের জন্যও ঝগড়া করেননি। ওই স্বামীটির বিরুদ্ধে অতিরিক্ত ভালোবাসার অভিযোগও করেন স্ত্রী।
রিল আকারে বানানো কাউলের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ১৬ লাখ ভিউ হওয়া ওই রিলটিতে ‘লাভ’ রিয়েক্ট করেছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির শিরোনাম ছিল—আপনি কেন বিয়ে করবেন?
ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মানুষ বিয়ের অনুষ্ঠান চায়, বিয়ে নয়।’
বিয়ে আগে কাউন্সেলিং করা জরুরি বলেও মত দিয়েছেন একজন।
আরেকজন লিখেছেন—স্বামীদের অনেকেই বিচ্ছেদের আবেদন করছেন শুধু এ জন্য যে স্ত্রী তাঁকে মান্য করছেন না। আবার ভালোবাসা অনুভব করছেন না—কারণ দেখিয়েও অনেক স্ত্রী বিচ্ছেদ চাইছেন।
একজন অবশ্য লিখেছেন, মানুষের উচিত বিয়ে না করা।
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
২৪ মিনিট আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
২ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৩ ঘণ্টা আগেপানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
৫ ঘণ্টা আগে