ফিচার ডেস্ক, ঢাকা
সকাল ৯টায় শিডিউল হবে
বর্ষাকালে কাপড় যেমন বেশি ময়লা হয়, তেমনি কাপড় ধুয়ে ঠিকঠাক শুকানোও একটা ঝামেলার ব্যাপার। টানা বৃষ্টির দিনগুলোতে যেহেতু রোদের দেখা মেলে না, তাই বাতাসে আর্দ্রতা বেশি থাকে। যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক দিনের পর দিন পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
দেখে নিন প্রক্রিয়াগুলো
শুকানোর উপায়
সারা দিন যদি বাড়িতে কেউ না থাকে, তাহলে শোয়ার ঘর ছাড়া যেকোনো একটি ঘরে দড়ি টাঙিয়ে সব ভেজা কাপড় মেলে দিন। ফ্যানের বাতাসে সারা দিনে কাপড় শুকিয়ে যাবে। বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের গুমোট ভাব কেটে যাবে। কাপড়ে হালকা স্যাঁতসেঁতে ভাব থাকলে ভালো করে ইস্তিরি করে নিন। এতে পোশাকের আর্দ্র ভাবও চলে যাবে, আবার জীবাণুও মরবে।
সকাল ৯টায় শিডিউল হবে
বর্ষাকালে কাপড় যেমন বেশি ময়লা হয়, তেমনি কাপড় ধুয়ে ঠিকঠাক শুকানোও একটা ঝামেলার ব্যাপার। টানা বৃষ্টির দিনগুলোতে যেহেতু রোদের দেখা মেলে না, তাই বাতাসে আর্দ্রতা বেশি থাকে। যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক দিনের পর দিন পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
দেখে নিন প্রক্রিয়াগুলো
শুকানোর উপায়
সারা দিন যদি বাড়িতে কেউ না থাকে, তাহলে শোয়ার ঘর ছাড়া যেকোনো একটি ঘরে দড়ি টাঙিয়ে সব ভেজা কাপড় মেলে দিন। ফ্যানের বাতাসে সারা দিনে কাপড় শুকিয়ে যাবে। বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের গুমোট ভাব কেটে যাবে। কাপড়ে হালকা স্যাঁতসেঁতে ভাব থাকলে ভালো করে ইস্তিরি করে নিন। এতে পোশাকের আর্দ্র ভাবও চলে যাবে, আবার জীবাণুও মরবে।
দুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগেওমিয়াকন অ্যান্টার্কটিকার বাইরে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের এক প্রতিবেদন অনুসারে, সেখানে প্রায় দুই হাজার মানুষের বসবাস। এই জায়গায় তাপমাত্রা মাইনাস ৬৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা উত্তর গোলার্ধে রেকর্ড।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। বাংলাদেশেও খাদ্যে বিষক্রিয়া একটি সাধারণ সমস্যা। কিছু অসচেতন অভ্যাস বাদ দিলে দীর্ঘ মেয়াদে জীবাণু সংক্রমণ থেকে সুস্থ থাকা সম্ভব।
৭ ঘণ্টা আগেরোড ট্রিপের জন্য গাড়িতে ভ্রমণ নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই আনন্দ মাঝেমধ্যে কিছুটা মানসিক চাপের কারণ হতে পারে, বিশেষ করে যখন চালকেরা অযথা হর্ন বাজান কিংবা ঘন ঘন হেডলাইট জ্বালান আর বন্ধ করেন। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেগুলোতে ‘বন্ধুসুলভ চালক’ পাওয়া যায়।
১ দিন আগে