নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশীয় ফ্যাশনের বিস্তার ঘটাতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক সামার’২৪। আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল গত বছর ২৬ থেকে ২৮ অক্টোবর।
আরও প্রসারের লক্ষ্যে দ্বিতীয় বছরের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে। গত ১১ মে, শনিবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আর্কা ফ্যাশন। আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শেখ সাইফুর রহমান, তাহসিন এন চৌধুরী, অমিয়া খন্দকার ও শিফা মামুন।
আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার জানান, প্রথমবারের আয়োজন পুরো শহরে সাড়া ফেলেছিল। সে আসরে উপস্থিত হয়েছিলেন প্রায় সাত হাজার দর্শনার্থী। এই সংখ্যাই বলে দেয় আর্কা ফ্যাশন উইকের জনপ্রিয়তা কতটা। এই আয়োজন সবচেয়ে বেশি আকৃষ্ট করে তরুণদের।
আয়োজকেরা বলেন, আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য হলো দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলির সাফল্যে অবদান রাখা। আর্কা বিশ্বাস করে, দেশের ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের এই বিস্তার আমাদের দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সাহায্য করবে।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানিয়েছেন, এবারে ইভেন্টে থাকছে বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও আনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী। এখানে ফ্যাশন সচেতনরা অনায়াসে তাদের নিজস্ব স্টাইল উপস্থাপন করতে পারবেন। গত আসরের মতো এবারও যথারীতি আর্কা ফ্যাশন উইকে ফুড জোন ছাড়াও থাকবে প্রতি রাতে বিভিন্ন মিউজিক্যাল পারফরমেন্স। এ ছাড়া থাকবে, মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব এবং প্রদর্শনী ও সেমিনার।
আর্কা ফ্যাশন উইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট মার্কেটপ্লেস। এখানে সমাগম ঘটে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও ফ্যাশন উদ্যোক্তাদের, যারা দেশে তৈরি ফ্যাশন পণ্য নিয়ে কাজ করে থাকেন। মার্কেটপ্লেসে অংশ নেয়া ব্র্যান্ডগুলো টেকসই বিষয়কে গুরুত্ব দেবে তেমনটাই আশা করছেন আয়োজকেরা। আর্কা ফ্যাশন উইকের মার্কেটপ্লেসে যারা অংশ নিয়ে থাকে তাদের বেশির ভাগই মূলত ক্ষুদ্র উদ্যোক্তা বা ই-কমার্স ও এফ-কমার্স ব্র্যান্ড।
আর্কা ফ্যাশন উইকের এবারের আসরে যোগ হচ্ছে কর্মশালা ও সেমিনারের মতো নতুন কয়েকটি বিষয়। এই ইভেন্টে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বয়নশিল্প সংরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তাহসিন এন. চৌধুরীর নেতৃত্বে নওশীন খায়ের, শেখ সাইফুর রহমান ও জুয়েল এ. রব আছেন এই কর্মযজ্ঞের সঙ্গে।
দেশীয় ফ্যাশনের বিস্তার ঘটাতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক সামার’২৪। আর্কা ফ্যাশন উইক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল গত বছর ২৬ থেকে ২৮ অক্টোবর।
আরও প্রসারের লক্ষ্যে দ্বিতীয় বছরের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে। গত ১১ মে, শনিবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আর্কা ফ্যাশন। আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শেখ সাইফুর রহমান, তাহসিন এন চৌধুরী, অমিয়া খন্দকার ও শিফা মামুন।
আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার জানান, প্রথমবারের আয়োজন পুরো শহরে সাড়া ফেলেছিল। সে আসরে উপস্থিত হয়েছিলেন প্রায় সাত হাজার দর্শনার্থী। এই সংখ্যাই বলে দেয় আর্কা ফ্যাশন উইকের জনপ্রিয়তা কতটা। এই আয়োজন সবচেয়ে বেশি আকৃষ্ট করে তরুণদের।
আয়োজকেরা বলেন, আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য হলো দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলির সাফল্যে অবদান রাখা। আর্কা বিশ্বাস করে, দেশের ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের এই বিস্তার আমাদের দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সাহায্য করবে।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানিয়েছেন, এবারে ইভেন্টে থাকছে বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও আনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী। এখানে ফ্যাশন সচেতনরা অনায়াসে তাদের নিজস্ব স্টাইল উপস্থাপন করতে পারবেন। গত আসরের মতো এবারও যথারীতি আর্কা ফ্যাশন উইকে ফুড জোন ছাড়াও থাকবে প্রতি রাতে বিভিন্ন মিউজিক্যাল পারফরমেন্স। এ ছাড়া থাকবে, মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব এবং প্রদর্শনী ও সেমিনার।
আর্কা ফ্যাশন উইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট মার্কেটপ্লেস। এখানে সমাগম ঘটে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও ফ্যাশন উদ্যোক্তাদের, যারা দেশে তৈরি ফ্যাশন পণ্য নিয়ে কাজ করে থাকেন। মার্কেটপ্লেসে অংশ নেয়া ব্র্যান্ডগুলো টেকসই বিষয়কে গুরুত্ব দেবে তেমনটাই আশা করছেন আয়োজকেরা। আর্কা ফ্যাশন উইকের মার্কেটপ্লেসে যারা অংশ নিয়ে থাকে তাদের বেশির ভাগই মূলত ক্ষুদ্র উদ্যোক্তা বা ই-কমার্স ও এফ-কমার্স ব্র্যান্ড।
আর্কা ফ্যাশন উইকের এবারের আসরে যোগ হচ্ছে কর্মশালা ও সেমিনারের মতো নতুন কয়েকটি বিষয়। এই ইভেন্টে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বয়নশিল্প সংরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তাহসিন এন. চৌধুরীর নেতৃত্বে নওশীন খায়ের, শেখ সাইফুর রহমান ও জুয়েল এ. রব আছেন এই কর্মযজ্ঞের সঙ্গে।
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
২৭ মিনিট আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
২ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
৩ ঘণ্টা আগেপানামার ছোট্ট পাহাড়ি শহর বোকে। এখানে কফিকে কেবল পানীয় বললে ভুল হবে। এটি একধরনের শিল্প এবং বিলাসিতার মিশ্রণ। বিলাসিতা বলছি; কারণ, এখানে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি কফি—গেইশা। যার প্রতি কেজি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৬ লাখ টাকা। এর কারণ শুধু কফির স্বাদ নয়, এর উৎপাদন উৎস, চাষের...
৫ ঘণ্টা আগে