Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটির ইংলিশ ক্লাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটির ইংলিশ ক্লাব

২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়া গ্রিন ইউনিভার্সিটির মোট ১৯টি ক্লাবের একটি ‘ইংলিশ ক্লাব’। পাঠ্যবইয়ের ইংরেজি শুধুই পরীক্ষানির্ভর। তাই ইংরেজি সাহিত্য ও 
ভাষা বিষয়ে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বাড়াতে এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নিহিত থাকা সব সৃজনশীল কাজের প্রসার ঘটাতে এই ক্লাব কাজ করে। ইংলিশ ক্লাবের যাত্রা শুরু ২০১১ সালে। এরপর থেকে ক্লাবটির সদস্যরা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ক্লাবটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন ইংরেজি বিভাগের চেয়ারপারসন ড. মো. শহীদুল্লাহ। এ ছাড়া মডারেটর হিসেবে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিক ইসতিয়াক। ফাতেমাতুজ জোহরাকে সভাপতি ও মো. গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে। বর্তমানে ৫০ জনের বেশি সদস্য ক্লাবে সক্রিয় রয়েছেন। তবে বিভাগে ভর্তি হওয়া সব শিক্ষার্থী এই ক্লাবের সদস্য।

ক্লাবটি সাপ্তাহিক ও মাসিক—দুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ইংরেজি লেখা প্রতিযোগিতা, উচ্চারণ শেখানো, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, ইংরেজি সাহিত্য আড্ডা, বিতর্ক প্রতিযোগিতা, কবিতার আসর, কুইজসহ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে এই ক্লাব।

ক্লাবটিকে ইংরেজি চর্চার পাশাপাশি থিয়েটারসহ বিভিন্ন সৃজনশীল কাজের একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে গড়ে তুলতে চান ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত