ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাবাকে রাজধানী শহর দেখানো এক ছেলের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ওসমান গণি তেমন স্বপ্নই দেখেছিলেন। ৫৩তম সমাবর্তনে অংশ না নিয়ে সেই টাকা দিয়ে তিনি তাঁর বাবাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখিয়েছেন।
ওসমান গণির বাবার নাম বুলু আকন্দ। বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামে তাঁর বাড়ি। ওসমান গণির মা রওশন আরা বেগম গৃহিণী। ওসমানের একমাত্র বড় ভাই অসুস্থ অবস্থায় মারা যান।
বুলু আকন্দ একজন দিনমজুর। দিনমজুরের পাশাপাশি কলার ব্যবসাও আছে তাঁর। ওসমানও বসতেন কলার দোকানে। খেতখামারের কাজেও বাবাকে সহযোগিতা করতেন।
হরিখালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেন ওসমান। অবশেষে চড়াই-উতরাই পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। ছেলে যেহেতু ঢাকায় তাই বাবা ও মায়ের স্বপ্ন ছিল ঢাকা দেখবেন। বাড়িতে কেউ না থাকায় দুজনকে একসঙ্গে ঢাকায় আনা কঠিন বলে সমাবর্তনে নিয়ে এসেছেন বাবাকে। ওসমান গণি জানান, চাকরি করলে মাকেও নিয়ে আসবেন ঢাকা দেখাতে।
গত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এদিন ওসমান গণির বাবা বুলু আকন্দ ঢাকায় আসেন। সমাবর্তনে অংশ না নেওয়ার বিষয়টি বাবাকে বুঝতে দেননি ওসমান। বন্ধুদের কাছ থেকে গাউন ধার করে ছবিও তুলেছেন তিনি। সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আমাকে গড়ার মূল কারিগর বাবা আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’ ফেসবুকে ছবি দেওয়ার পর অনেকের প্রশংসা পান তিনি।
ওসমান গণি জানিয়েছেন, দারিদ্র্যের কারণে কখনো ভালো প্যান্ট-শার্ট পরতে পারেননি তিনি। অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। টিউশন করে চলেছেন। কারণ, বাড়ি থেকে কখনো কখনো টাকা পাঠাতে পারতেন না তাঁর বাবা। সরকারি চাকরি করলে সংসারের অভাব শেষ হয়ে যাবে বলে আশা করেন ওসমানের মা-বাবা। ওসমান বলেন, ‘আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি।’
ওসমান তাঁর বাবাকে ঢাকার সদরঘাট, লালবাগ কেল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, চিড়িয়াখানা, বুয়েট ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন। বাবার যেখানে খেতে মন চেয়েছে, সেখানে খাইয়েছেন। পকেটে টাকা না থাকলে বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছেন। কখনো তাঁর বাবা ওসমানের পকেটে কিছু টাকা গুঁজে দিয়েছেন। ঢাকা শহর ঘোরা শেষ হলে তিনি বাবাকে নিয়ে গেছেন পদ্মা সেতু দেখাতে।
গণমাধ্যমে ওসমান গণির এ কথা পড়ে তথ্যমন্ত্রী তাঁকে ডেকে উপহার দিয়েছেন।
অনুভূতি জানতে চাইলে ওসমান গণির বাবা বুলু আকন্দ জানিয়েছেন, ‘কইলজাটা অনেক বড় হয়ে গেছে। আমি তো সারা দিন আমার ছেলের জন্য দোয়া করতেছি। আমার ছেলে বড় হোক। আমারে দেইখা লোকে কয়, তোমার কপাল তো খুইল্লা গেছে, কী ছোওয়াল জন্ম দিলা! ভালো ছোওয়াল। বাজারে গেলে লোকজন আমার দিকে তাকায়, আমারে নতুন নামে চিনে।…ঢাহা দেখছি! আমার আর চাওয়া নাই। আমার ছেলে খারাপ হবে না কখনো। সে সব সময় ভালো থাকবে।’
বাবাকে রাজধানী শহর দেখানো এক ছেলের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ওসমান গণি তেমন স্বপ্নই দেখেছিলেন। ৫৩তম সমাবর্তনে অংশ না নিয়ে সেই টাকা দিয়ে তিনি তাঁর বাবাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখিয়েছেন।
ওসমান গণির বাবার নাম বুলু আকন্দ। বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামে তাঁর বাড়ি। ওসমান গণির মা রওশন আরা বেগম গৃহিণী। ওসমানের একমাত্র বড় ভাই অসুস্থ অবস্থায় মারা যান।
বুলু আকন্দ একজন দিনমজুর। দিনমজুরের পাশাপাশি কলার ব্যবসাও আছে তাঁর। ওসমানও বসতেন কলার দোকানে। খেতখামারের কাজেও বাবাকে সহযোগিতা করতেন।
হরিখালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেন ওসমান। অবশেষে চড়াই-উতরাই পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। ছেলে যেহেতু ঢাকায় তাই বাবা ও মায়ের স্বপ্ন ছিল ঢাকা দেখবেন। বাড়িতে কেউ না থাকায় দুজনকে একসঙ্গে ঢাকায় আনা কঠিন বলে সমাবর্তনে নিয়ে এসেছেন বাবাকে। ওসমান গণি জানান, চাকরি করলে মাকেও নিয়ে আসবেন ঢাকা দেখাতে।
গত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এদিন ওসমান গণির বাবা বুলু আকন্দ ঢাকায় আসেন। সমাবর্তনে অংশ না নেওয়ার বিষয়টি বাবাকে বুঝতে দেননি ওসমান। বন্ধুদের কাছ থেকে গাউন ধার করে ছবিও তুলেছেন তিনি। সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আমাকে গড়ার মূল কারিগর বাবা আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’ ফেসবুকে ছবি দেওয়ার পর অনেকের প্রশংসা পান তিনি।
ওসমান গণি জানিয়েছেন, দারিদ্র্যের কারণে কখনো ভালো প্যান্ট-শার্ট পরতে পারেননি তিনি। অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। টিউশন করে চলেছেন। কারণ, বাড়ি থেকে কখনো কখনো টাকা পাঠাতে পারতেন না তাঁর বাবা। সরকারি চাকরি করলে সংসারের অভাব শেষ হয়ে যাবে বলে আশা করেন ওসমানের মা-বাবা। ওসমান বলেন, ‘আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি।’
ওসমান তাঁর বাবাকে ঢাকার সদরঘাট, লালবাগ কেল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, চিড়িয়াখানা, বুয়েট ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন। বাবার যেখানে খেতে মন চেয়েছে, সেখানে খাইয়েছেন। পকেটে টাকা না থাকলে বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছেন। কখনো তাঁর বাবা ওসমানের পকেটে কিছু টাকা গুঁজে দিয়েছেন। ঢাকা শহর ঘোরা শেষ হলে তিনি বাবাকে নিয়ে গেছেন পদ্মা সেতু দেখাতে।
গণমাধ্যমে ওসমান গণির এ কথা পড়ে তথ্যমন্ত্রী তাঁকে ডেকে উপহার দিয়েছেন।
অনুভূতি জানতে চাইলে ওসমান গণির বাবা বুলু আকন্দ জানিয়েছেন, ‘কইলজাটা অনেক বড় হয়ে গেছে। আমি তো সারা দিন আমার ছেলের জন্য দোয়া করতেছি। আমার ছেলে বড় হোক। আমারে দেইখা লোকে কয়, তোমার কপাল তো খুইল্লা গেছে, কী ছোওয়াল জন্ম দিলা! ভালো ছোওয়াল। বাজারে গেলে লোকজন আমার দিকে তাকায়, আমারে নতুন নামে চিনে।…ঢাহা দেখছি! আমার আর চাওয়া নাই। আমার ছেলে খারাপ হবে না কখনো। সে সব সময় ভালো থাকবে।’
বিশ্বের প্রাচীন বাজারগুলো যে শুধু কেনাকাটার জায়গা, তা কিন্তু নয়। এগুলো একেকটি ইতিহাসের সাক্ষী। শতাব্দী ধরে এই বাজারগুলো বাণিজ্য, সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক মিলনের কেন্দ্র হিসেবে কাজ করেছে। এগুলোর প্রতিটি গলি ও দোকানে লুকিয়ে আছে মানুষের জীবন, ইতিহাসের গল্প এবং ঐতিহ্য। আজও এই বাজারগুলো স্থানীয় কারু
৯ ঘণ্টা আগেশরতে বাইরে বের হলে ত্বক তাপে পুড়ে যায়। সেই সঙ্গে গলাও তৃষ্ণায় শুকিয়ে আসে। একটু পরপর তাই পানির বোতলে চুমুক দেওয়াটা জরুরি। নয়তো ডিহাইড্রেশন বা পানিশূন্যতার সমস্যায় ভুগতে হতে পারে। এ থেকে রক্ষা পেতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি তো পান করবেনই, সঙ্গে পানির গুণাগুণ বাড়িয়ে শরীরে বাড়তি উপাদান যোগও করে নিতে পারেন।
১০ ঘণ্টা আগেসবুজ পাহাড়ের মাথার ওপর শরতের মেঘের খেলা দেখতে রাঙামাটির বিকল্প তেমন নেই। সবুজ বৃক্ষ, লতা, গুল্মে ভরে উঠেছে এখানকার উঁচু-নিচু সব পাহাড়। যেদিকে চোখ যায়, দেখা মিলছে সবুজের সমারোহ। কাপ্তাই হ্রদ ক্রিস্টাল রঙের পানিতে টইটম্বুর। হ্রদের মাঝে ছোট ছোট দ্বীপ।
১২ ঘণ্টা আগেখুব ঘটা করে বেশ সময় নিয়ে রূপচর্চা না হয় না-ই করলেন, কাজের ফাঁকে বাড়িতে থাকা একটি উপাদান বেছে নিয়েও কিন্তু ত্বকের যত্ন করা সম্ভব। গর্ভকালীন ও প্রসবোত্তর কিছু ত্বকের সমস্যা থেকে যায়, যেগুলো চট করে সমাধান করা সম্ভব নয়। তবে উপায় জানলে সেগুলোরও উপসর্গ কমানো যায়।
১২ ঘণ্টা আগে