Ajker Patrika

নতুন বছরে সেজে উঠুন শুভ রঙে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪: ৪২
নতুন বছরে সেজে উঠুন শুভ রঙে

শুভ খ্রিষ্টীয় নববর্ষ। প্রতিবছরই ফ্যাশন বিশ্বে নতুন জোয়ার আসে; আবার দেখা যায় নির্দিষ্ট কিছু রঙের পোশাক ও অনুষঙ্গ, যা প্রভাব বিস্তার করে। কিন্তু সব রং কি আপনার জন্য শুভ? অর্থাৎ আপনি কোন রাশির জাতক বা জাতিকা, তার ওপরও নির্ভর করে কোন রঙের পোশাক বা অনুষঙ্গ পরলে ভালো মানাবে কিংবা কোন রং আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। লিখেছেন
বিভাবরী রায়
। 

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শুভ রং: নীল
পোশাকের ক্ষেত্রে হালের ট্রেন্ড সেভাবে অনুসরণ না করলেও নিজস্ব একটা স্টাইল ঠিকই দাঁড় করিয়ে নেন এ রাশির মানুষ। এ রাশির শুভ রং নীল। তাই পোশাক-পরিচ্ছদ, অলংকার ও অনুষঙ্গে নীল রঙের কোনো শেডের ছটা রাখতেই পারেন। পোশাকে তাঁরা আরামকে বেশি প্রাধান্য দেন। নীলাভ আভা তাঁদের চোখকে আরাম দেবে।  

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শুভ রং: নীল
ট্রেন্ডি বা হাল ফ্যাশনের প্রতি এ রাশির মানুষের আগ্রহ দারুণ। তাঁদের মধ্য়ে অনেকে আছেন ট্রেন্ড সেটার। এই রাশির মানুষের শুভ রং নীল। দৈনন্দিন ব্যবহারের জন্য নীল রঙের পোশাক ছাড়াও ব্যবহার করতে পারেন নীল শেডের ব্যাকপ্যাক বা হ্যান্ডব্যাগ, নীলের কোনো শেডের স্মার্টফোন কভার, নোটবুক ও কাজল। 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শুভ রং: হলুদ
ভ্রমণপ্রিয় মীন রাশির মানুষ ইজি টু ওয়্যার ও ভ্রমণ উপযোগী পোশাক পছন্দ করেন। এ রাশির শুভ রং হলুদ। হলুদেরও সুন্দর কিছু শেড আছে। সাজপোশাক বা অনুষঙ্গে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করলে হলুদ রংও বাজিমাত করতে পারে!

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শুভ রং: সাদা
পোশাক-আশাক ও সাজগোজে বরাবরই পরিপাটি এ রাশির মানুষ। ফ্যাশন-সচেতনতা তাঁদের সহজাত বৈশিষ্ট্য বলে দেশ-বিদেশের পোশাক ও মেকআপ ট্রেন্ড টানে বেশি। ডিসেন্ট অফিস লুক থেকে স্ট্রিট স্টাইল— কোনোটাতেই আপত্তি নেই তাঁদের। সবকিছুতে স্নিগ্ধতা খুঁজে বেড়ানো এ রাশির শুভ রং সাদা। 

মিথুন (২২ মে-২১ জুন)
শুভ রং: সবুজ
রাশিগতভাবে মাল্টি টাস্কিংয়ে পারদর্শী এ রাশির মানুষের ওয়ার্ডরোবে পোশাকের বৈচিত্র্যময় কালেকশন থাকাটা স্বাভাবিক। সি গ্রিন, প্যারট গ্রিন, পিকক গ্রিন—স্থান-কাল বুঝে সব ধরনের সবুজের শেডই তাঁদের প্রিয়। হ্যাঁ, মিথুন রাশির শুভ রং সবুজ। 

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শুভ রং: সাদা
পারিবারিক নিয়মনীতি ও পুরোনো রীতিনীতির প্রতি আকর্ষণ রয়েছে এ রাশির মানুষের। তাই ট্রেন্ডি পোশাকের বদলে প্রথাগত পোশাকেই স্বস্তি পান তাঁরা। তবে পোশাকের রং ও ফিটিং নিয়ে বরাবর খুঁতখুঁতে এ রাশির মানুষ সাদা ও অন্যান্য নিউট্রাল রং পছন্দ করেন। কর্কট রাশির শুভ রং সাদা। 

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শুভ রং: কমলা
সিংহ রাশির মানুষের শিল্পের প্রতি আকর্ষণ বেশি। তবে ফ্যাশনের ক্ষেত্রে এ রাশির অনেকে কিছুটা রক্ষণশীল। মার্জিত ও পরিপাটি পোশাকই বেশি পছন্দ করেন তাঁরা। সিংহ রাশির শুভ রং কমলা। এ রঙের বিভিন্ন পছন্দসই শেড বেছে নিয়ে ব্যবহার করতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শুভ রং: সবুজ 
নিজের পোশাকের ব্যাপারে বরাবরই সচেতন এ রাশির মানুষেরা। কোন জায়গায় কোন পোশাক পরা উচিত, তা খুব ভালোই বোঝেন। তবে সুযোগ বুঝে পোশাক ও অনুষঙ্গে একটু সবুজ রং বা তার বিভিন্ন শেডের রং ব্যবহার করবেন এখন থেকে। এটাই এ রাশির শুভ রং। 

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শুভ রং: সাদা
সব দিক থেকে পছন্দ না হলে তুলা রাশির জাতকেরা পোশাক কেনেন না। সাধারণত নিউট্রাল রঙের পোশাকই প্রতিদিন ব্যবহার করেন এ রাশির মানুষ। তুলার জন্য তাই হয়তো সাদা রংই সেরা। এটি এ রাশির শুভ রং। তবে উৎসব-অনুষ্ঠানে গাঢ় রঙের দ্বিধা নেই তাঁদের। 

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শুভ রং: কালচে-লাল
সৃজনশীল হওয়ায় বৃশ্চিক রাশির অনেক মানুষ নিজের পোশাক নিজেই নকশা করেন।  গাঢ় রঙের পোশাক পরতেও দ্বিমত নেই তাঁদের। কালচে-লাল এই রাশির শুভ রং। এই রঙের পোশাক, লিপস্টিক, নেইলপলিশ বা জুতা এ রাশির মানুষ ব্যবহার করেন স্বাভাবিকভাবে।  

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শুভ রং: হলুদ
ভীষণ বাস্তববাদী ধনু রাশির মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরতে ভালোবাসেন। কখন, কোথায়, কোন পোশাকটি পরবেন, এটিও তাঁরা ভালো বোঝেন। এই রাশির জন্য শুভ রং হলুদ। এর বিভিন্ন শেডের পোশাক পরলে ভালো মানাবে ধনু রাশির মানুষকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত