বিভাবরী রায়
সাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে নিজেকে এখনকার লু হাওয়া বয়ে চলা ঋতুতে নতুন করে সাজানো সম্ভব।
গ্রীষ্মে উজ্জ্বল রং
গরমকালে সাধারণত হালকা রঙের পোশাক পরার কথা বলা হয়। এবার কি একটু অন্যভাবে ভাববেন? এবারের গ্রীষ্মকালীন পোশাকে না হয় রঙের বাহুল্যই থাকল। পোশাকে একাধিক রং থাকলেই যে তা দৃষ্টিকটু হতে পারে না, তার প্রমাণ হিসেবে ফ্যাশন হাউসগুলো ক্রপ টপ-স্কার্ট, সামার ফ্রক, কো-অর্ডস তৈরি করছে এখন। নিজের রুচির সঙ্গে মিলিয়ে গায়ে চড়িয়ে নিতে পারেন এগুলোর যেকোনোটি।
গ্রীষ্মে প্রিন্টও পরুন
ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট কিংবা ফ্রক না পরলে বলতে হবে, আপনি কি গ্রীষ্ম উদ্যাপন করতেই জানেন না! বেগুনি, গোলাপি কিংবা নীলের ওপর ফ্লোরাল প্রিন্ট দারুণ জমিয়ে দেবে গ্রীষ্মের দুপুর।
সাবেকি ও চলতির মিলমিশ
ডিস্ট্রেসড ডেনিমের সঙ্গে ক্রপ টপ বা ড্রপ শোল্ডার টপস হতে পারে গরমের দারুণ জুটি। এগুলো পরলেও কিন্তু ততটাই ‘ফেমিনিন’ হয়ে ওঠা সম্ভব—যাঁরা গার্লি স্টাইল মেনে চলেন, বলছি তাঁদের কথা। পায়ে গলিয়ে নিতে পারেন স্নিকার বা হিল, যেটাতে স্বচ্ছন্দবোধ করেন।
চার রং থাকতেই পারে
ভরা গ্রীষ্মে যেখানে মা-খালারা হালকা একরঙা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, সেখানে রংচঙে কাপড় পরারই ইন্ধন দেওয়া হচ্ছে এখানে। সত্য়ি করেই বলছি, একই পোশাকে দুই রঙের বা সর্বোচ্চ চারটি রঙের ব্যবহার রয়েছে—এমন কাপড়ও চোখের আরাম এনে দিতে পারে, যদি রঙের মিলমিশটা ঠিক থাকে।
এই যেমন পাকা আমের রঙের সঙ্গে কমলা
আর পাতা-সবুজ। অন্যদিকে বেগুনির সঙ্গে গোলাপি ও ধূসর নীলে দারুণ সমন্বয় তৈরি হয়। প্রিন্টেড কাপড়ে থাকতেই পারে এমন একাধিক রং। ভিড়ের মধ্য়ে এই ধরনের রং আপনাকে স্পটলাইটে রাখবে।
অনুষঙ্গের রঙেও চোখ রাখা চাই
শুধু রঙিন পোশাকের কথা বললেই চলবে কেন, অনুষঙ্গের কথা বলতে হবে না! পোশাকে যেহেতু উজ্জ্বল কিংবা কয়েক রঙের মেলবন্ধন থাকছে, সে কারণে গয়নাগাটি হালকা হলেই ভালো। জুতার বেলাতেও কিন্তু একই কথা প্রযোজ্য। ন্য়ুড, সাদা, বাদামি এমন রঙের জুতাই বাছাই করতে পারেন। এতে পুরো লুকটা অনেক বেশি অভিজাত মনে হবে।
সূত্র: সিটি ফার্নিশ ও অন্যান্য
সাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে নিজেকে এখনকার লু হাওয়া বয়ে চলা ঋতুতে নতুন করে সাজানো সম্ভব।
গ্রীষ্মে উজ্জ্বল রং
গরমকালে সাধারণত হালকা রঙের পোশাক পরার কথা বলা হয়। এবার কি একটু অন্যভাবে ভাববেন? এবারের গ্রীষ্মকালীন পোশাকে না হয় রঙের বাহুল্যই থাকল। পোশাকে একাধিক রং থাকলেই যে তা দৃষ্টিকটু হতে পারে না, তার প্রমাণ হিসেবে ফ্যাশন হাউসগুলো ক্রপ টপ-স্কার্ট, সামার ফ্রক, কো-অর্ডস তৈরি করছে এখন। নিজের রুচির সঙ্গে মিলিয়ে গায়ে চড়িয়ে নিতে পারেন এগুলোর যেকোনোটি।
গ্রীষ্মে প্রিন্টও পরুন
ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট কিংবা ফ্রক না পরলে বলতে হবে, আপনি কি গ্রীষ্ম উদ্যাপন করতেই জানেন না! বেগুনি, গোলাপি কিংবা নীলের ওপর ফ্লোরাল প্রিন্ট দারুণ জমিয়ে দেবে গ্রীষ্মের দুপুর।
সাবেকি ও চলতির মিলমিশ
ডিস্ট্রেসড ডেনিমের সঙ্গে ক্রপ টপ বা ড্রপ শোল্ডার টপস হতে পারে গরমের দারুণ জুটি। এগুলো পরলেও কিন্তু ততটাই ‘ফেমিনিন’ হয়ে ওঠা সম্ভব—যাঁরা গার্লি স্টাইল মেনে চলেন, বলছি তাঁদের কথা। পায়ে গলিয়ে নিতে পারেন স্নিকার বা হিল, যেটাতে স্বচ্ছন্দবোধ করেন।
চার রং থাকতেই পারে
ভরা গ্রীষ্মে যেখানে মা-খালারা হালকা একরঙা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, সেখানে রংচঙে কাপড় পরারই ইন্ধন দেওয়া হচ্ছে এখানে। সত্য়ি করেই বলছি, একই পোশাকে দুই রঙের বা সর্বোচ্চ চারটি রঙের ব্যবহার রয়েছে—এমন কাপড়ও চোখের আরাম এনে দিতে পারে, যদি রঙের মিলমিশটা ঠিক থাকে।
এই যেমন পাকা আমের রঙের সঙ্গে কমলা
আর পাতা-সবুজ। অন্যদিকে বেগুনির সঙ্গে গোলাপি ও ধূসর নীলে দারুণ সমন্বয় তৈরি হয়। প্রিন্টেড কাপড়ে থাকতেই পারে এমন একাধিক রং। ভিড়ের মধ্য়ে এই ধরনের রং আপনাকে স্পটলাইটে রাখবে।
অনুষঙ্গের রঙেও চোখ রাখা চাই
শুধু রঙিন পোশাকের কথা বললেই চলবে কেন, অনুষঙ্গের কথা বলতে হবে না! পোশাকে যেহেতু উজ্জ্বল কিংবা কয়েক রঙের মেলবন্ধন থাকছে, সে কারণে গয়নাগাটি হালকা হলেই ভালো। জুতার বেলাতেও কিন্তু একই কথা প্রযোজ্য। ন্য়ুড, সাদা, বাদামি এমন রঙের জুতাই বাছাই করতে পারেন। এতে পুরো লুকটা অনেক বেশি অভিজাত মনে হবে।
সূত্র: সিটি ফার্নিশ ও অন্যান্য
নারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
৭ ঘণ্টা আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
৮ ঘণ্টা আগেবারান্দায় বসার জন্য চেয়ার কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহার আর ঘষে পরিষ্কার করতে করতে চেয়ারের রঙের বারোটা বেজে গেছে। যেহেতু ভেঙে যায়নি, তাই ফেলতেও মায়া হচ্ছে, তাই তো? চাইলে পুরোনো এই চেয়ারকে নতুন কোনো কাজে লাগাতে পারেন। কীভাবে?
৮ ঘণ্টা আগেগরমে মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় জানতে চাই। যত হালকা মেকআপই করি না কেন, বাসা থেকে বের হলেই ঘেমে গলে যায়। আমার ত্বকে প্রচুর মরা কোষ জন্মায়। ফলে মেকআপ করার পর চিবুক, নাকের দুই পাশে ও গালের কোথাও কোথাও সাদা চামড়া ভেসে ওঠে। কী করতে পারি?
৮ ঘণ্টা আগে