ফিচার ডেস্ক
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৭ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৮ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৯ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৯ ঘণ্টা আগে