আজকের পত্রিকা ডেস্ক
১৮ মাস আগে ব্রিটিশ ভোগের প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগের পর সেভাবে দেখা যাচ্ছিল না এডওয়ার্ড এনিনফুলকে। তবে শুক্রবার নিজের ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে তিনি আবারও মেধা ও প্রভাব নিয়ে মিডিয়ার কেন্দ্রে ফিরে এসেছেন। এই নতুন ত্রৈমাসিক প্রিন্ট ম্যাগাজিন এনিনফুলের উদ্যোক্তাজীবন শুরুর প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
এনিনফুলের নতুন উদ্যোগ ইই ৭২ (EE 72) -এর প্রথম প্রকল্প ৭২ ম্যাগাজিনের। গত মে মাসে তাঁর বোন ও ট্যালেন্ট এজেন্ট আকুয়া এনিনফুলের সঙ্গে এই প্রকল্প শুরু করেন। ম্যাগাজিনের মাস্টারহেডে এডওয়ার্ড এনিনফুলকে প্রধান সৃজনশীল কর্মকর্তা (Chief Creative Officer) হিসেবে উল্লেখ করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলে এনিনফুল বলেন, তিনি ‘একটি স্পর্শযোগ্য, সময়োপযোগী এবং সংগ্রহযোগ্য কিছু তৈরি করতে চান, যা ঐতিহ্যবাহী মিডিয়াকে সম্মান জানিয়ে আধুনিক গল্প বলার একটি অপ্রচলিত পন্থা গ্রহণ করে। কেউ কেউ বলে, প্রিন্ট মিডিয়া মরে যাচ্ছে, তবে আমি বিশ্বাস করি বিপরীত—প্রিন্ট এখন আগের চেয়ে শক্তিশালী এবং একটি শিল্প রূপ, যা সংরক্ষণ করা উচিত।’
প্রভাবশালী তারকাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্কের জন্য এনিনফুল সুপরিচিত এবং ম্যাগাজিনের ফ্রন্ট কভার এরই একটি উদাহরণ। প্রথম সংখ্যার কভারে আছেন জুলিয়া রবার্টস, যাঁর সাক্ষাৎকার নিয়েছেন জর্জ ক্লুনি। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জুলিয়া রবার্টস এনিনফুলকে বলেন, ‘তুমি তোমার পুরোনো চাকরি ছেড়েছিলে, তাই আমি তোমার পুরোনো চাকরিটা ছেড়ে দিলাম, এখন আমরা দুজনেই তোমার নতুন চাকরিতে আছি।’
জুলিয়া রবার্টসের ছবি দিয়ে সাজানো প্রথম সংখ্যার কভারে, ওপরের বাম কোনায় গোলাপি রঙে ৭২ লেখা এবং বাঁ পাশে হলুদ রঙে বিখ্যাত ২০ জন ব্যক্তির নামের তালিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ফারেল উইলিয়ামস, অপরাহ উইনফ্রে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক লুকা গুআদানিগ্নো, গিনিথ প্যালট্রো এবং আমেরিকান চিত্রশিল্পী অ্যামি শেরাল্ড।
৭২ ম্যাগাজিন প্রকাশের এক সপ্তাহ পর আমেরিকান ভোগের নতুন প্রধান সম্পাদক হিসেবে ক্লোয়ে ম্যাল নিয়োগ পেয়েছেন। তিনি জুলাই মাসে অ্যানা উইন্টুরের স্থলাভিষিক্ত হয়েছেন। ম্যাল দীর্ঘদিন ধরে ভোগের সঙ্গে কাজ করছেন। তিনি বলেছেন, তিনি প্রিন্ট সংস্করণের সংখ্যা কমিয়ে বিশেষ সংগ্রহযোগ্য সংস্করণ তৈরি করবেন।
সম্প্রতি ফ্যাশন অনুরাগীরা ভোগকে খুব সাধারণ বলে সমালোচনা করেছেন। ভোগের সর্বশেষ সংখ্যায় গিগি হাদিদ এবং কেন্ডাল জেনার একসঙ্গে কভারে ছিলেন। ম্যাল বলেন, তাঁরা লরেন সানচেজ বেজোসের ওপর একটি ডিজিটাল কভার স্টোরি প্রকাশ করেছেন, যা কিছুটা সাহসী এবং নতুন ধরনের উদ্যোগ ছিল। ম্যাল এটাকে ‘পরিকল্পিত ঝুঁকি’ হিসেবে বর্ণনা করেছেন।
পিআর পরামর্শদাতা ও লেখক মার্ক বোরকোস্কি বলেন, এনিনফুল এই নতুন প্রকল্প খুব ভালোভাবে ভেবেচিন্তে ও পরিকল্পনা করে করেছেন। ২০২৩ সালের জুনে ব্রিটিশ ভোগ ছেড়ে যাওয়ার সময় এনিনফুলের বিরুদ্ধে উইন্টুরের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের গুঞ্জন উঠেছিল। কিছু সংবাদপত্র এনিনফুলের ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেছিল। আবার অনেকে মন্তব্য করেছিল, তিনি সেই উচ্চতায় পৌঁছাননি, যার জন্য তাঁকে মূল্যায়ন করা হয়েছিল।
মার্ক বোরকোস্কি আরও বলেন, এখন মনে হচ্ছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা ২.০-এর যুগে প্রবেশ করছি। যাঁরা ভাবতেন, এনিনফুল পথ হারিয়েছেন, তাঁরা তাঁর এই ফেরত আসা দেখে বুঝতে পারছেন, তাঁর যাত্রা এখনো শেষ হয়নি।
প্রভাবশালী, উদ্যোক্তা হওয়ার সঙ্গে নতুন দায়িত্ব আসে। আপনি আর কোনো সাম্রাজ্যের পণ্য নন। এখন আপনার দলের গুণগত মান গুরুত্বপূর্ণ। তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে থাকবে। তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
মাস্টারহেডের অন্যান্য নাম পরিচিত লাগতে পারে; কারণ, তাঁরা অনেকে ব্রিটিশ ভোগে এনিনফুলের অধীনে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সারা হ্যারিস। কন্ডে নাস্তে (Condé Nast) ২০ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। সেই সঙ্গে আলেকজান্দ্রা শুলম্যানের অধীনে ভোগে কাজও করেন তিনি। এখন ইই ৭২-এর সম্পাদকীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সারা হ্যারিস।
তিনি বলেন, ‘এনিনফুলের সঙ্গে আবার কাজ করার সুযোগ ছিল “একটি স্বপ্নের মতো”।’ তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে একটি স্টার্টআপে যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য হলো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং করপোরেট প্রক্রিয়ায় সময় নষ্ট করা হয় না। আমরা প্রচলিত ধারা বা ঐতিহ্যগত স্তর দ্বারা সীমাবদ্ধ নই, যা উদ্ভাবনী চিন্তাধারাকে বাধাগ্রস্ত করে। এতে আমরা সংস্কৃতির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানাতে পারি।’
৭২ ম্যাগাজিনের ১১১ পৃষ্ঠায় ফ্যাশন থেকে জীবনধারা, শিল্পও সংস্কৃতির বৈচিত্র্যময় ফিচার রয়েছে। মার্ক জ্যাকবস তাঁর ঘুমানোর রুটিন শেয়ার করেছেন। একটি বিউটি শুটে ২৪ ডলার মূল্যের (প্রায় ১৭.৭০ পাউন্ড) টুথপেস্ট এবং একটি আনব্র্যান্ডেড ডায়াবেটিস এবং ওজন কমানো ওষুধের (জেএলপি-১) পেন দেখানো হয়েছে। এ ছাড়া এনিনফুলের নিজস্ব ডিজাইনের মনক্লের (বিশ্বখ্যাত ফরাসি-ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড) কালেকশনের তিন পৃষ্ঠার ছবি রয়েছে।
এদিকে আট নির্দেশক এবং ম্যাগক্যালচারের প্রতিষ্ঠাতা জেরেমি লেসলি মনে করেন, ৭২ ম্যাগাজিনে কোনো আকর্ষণীয় কিছু নেই। তাঁর মতে, এটি কোনো নতুন বা আকর্ষণীয় ধরনের লঞ্চ হয়নি। তিনি বলেন, আজকের সফল প্রিন্ট ম্যাগাজিনগুলো বছরে দুবার বড় সাইজে বেশি পাতা নিয়ে আসে। এসব ম্যাগাজিনে বিশেষ ধরনের প্রিন্টিং ইফেক্ট, শক্তিশালী ফন্ট ব্যবহার করা হয় এবং গ্লসি ও ম্যাট পেপারের মিশ্রণ থাকে, যা দেখতে আকর্ষণীয় হয়। এ ছাড়া তিনি ৭২ ম্যাগাজিনে বিজ্ঞাপনের অভাবকে খুবই অবাক করা ও বিভ্রান্তিকর মনে করেন।
সম্পাদকীয় স্বাধীনতা এখন কিছুটা অস্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি সেপ্টেম্বর সংখ্যার ভোগের সমালোচনা করা হয়েছিল, যেখানে এমা স্টোন শুধু লুই ভুইতোঁর (Louis Vuitton) পোশাকে ১২ পৃষ্ঠার ফটোশুটে ছিলেন। এমা স্টোন ২০১৭ সাল থেকে ফরাসি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। ভোগের পক্ষ থেকে বলা হয়, এটি সম্পূর্ণরূপে সম্পাদকীয় সিদ্ধান্ত ছিল, বাণিজ্যিক প্রভাব ছাড়া।
এদিকে উইন্টুরের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুঞ্জন চলতে থাকায় এবং ভোগের সংকোচনের মাঝে অনেকে ভাবছেন হয়তো এনিনফুলের বিজয় হবে শেষ হাসি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
১৮ মাস আগে ব্রিটিশ ভোগের প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগের পর সেভাবে দেখা যাচ্ছিল না এডওয়ার্ড এনিনফুলকে। তবে শুক্রবার নিজের ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে তিনি আবারও মেধা ও প্রভাব নিয়ে মিডিয়ার কেন্দ্রে ফিরে এসেছেন। এই নতুন ত্রৈমাসিক প্রিন্ট ম্যাগাজিন এনিনফুলের উদ্যোক্তাজীবন শুরুর প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
এনিনফুলের নতুন উদ্যোগ ইই ৭২ (EE 72) -এর প্রথম প্রকল্প ৭২ ম্যাগাজিনের। গত মে মাসে তাঁর বোন ও ট্যালেন্ট এজেন্ট আকুয়া এনিনফুলের সঙ্গে এই প্রকল্প শুরু করেন। ম্যাগাজিনের মাস্টারহেডে এডওয়ার্ড এনিনফুলকে প্রধান সৃজনশীল কর্মকর্তা (Chief Creative Officer) হিসেবে উল্লেখ করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলে এনিনফুল বলেন, তিনি ‘একটি স্পর্শযোগ্য, সময়োপযোগী এবং সংগ্রহযোগ্য কিছু তৈরি করতে চান, যা ঐতিহ্যবাহী মিডিয়াকে সম্মান জানিয়ে আধুনিক গল্প বলার একটি অপ্রচলিত পন্থা গ্রহণ করে। কেউ কেউ বলে, প্রিন্ট মিডিয়া মরে যাচ্ছে, তবে আমি বিশ্বাস করি বিপরীত—প্রিন্ট এখন আগের চেয়ে শক্তিশালী এবং একটি শিল্প রূপ, যা সংরক্ষণ করা উচিত।’
প্রভাবশালী তারকাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্কের জন্য এনিনফুল সুপরিচিত এবং ম্যাগাজিনের ফ্রন্ট কভার এরই একটি উদাহরণ। প্রথম সংখ্যার কভারে আছেন জুলিয়া রবার্টস, যাঁর সাক্ষাৎকার নিয়েছেন জর্জ ক্লুনি। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জুলিয়া রবার্টস এনিনফুলকে বলেন, ‘তুমি তোমার পুরোনো চাকরি ছেড়েছিলে, তাই আমি তোমার পুরোনো চাকরিটা ছেড়ে দিলাম, এখন আমরা দুজনেই তোমার নতুন চাকরিতে আছি।’
জুলিয়া রবার্টসের ছবি দিয়ে সাজানো প্রথম সংখ্যার কভারে, ওপরের বাম কোনায় গোলাপি রঙে ৭২ লেখা এবং বাঁ পাশে হলুদ রঙে বিখ্যাত ২০ জন ব্যক্তির নামের তালিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ফারেল উইলিয়ামস, অপরাহ উইনফ্রে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক লুকা গুআদানিগ্নো, গিনিথ প্যালট্রো এবং আমেরিকান চিত্রশিল্পী অ্যামি শেরাল্ড।
৭২ ম্যাগাজিন প্রকাশের এক সপ্তাহ পর আমেরিকান ভোগের নতুন প্রধান সম্পাদক হিসেবে ক্লোয়ে ম্যাল নিয়োগ পেয়েছেন। তিনি জুলাই মাসে অ্যানা উইন্টুরের স্থলাভিষিক্ত হয়েছেন। ম্যাল দীর্ঘদিন ধরে ভোগের সঙ্গে কাজ করছেন। তিনি বলেছেন, তিনি প্রিন্ট সংস্করণের সংখ্যা কমিয়ে বিশেষ সংগ্রহযোগ্য সংস্করণ তৈরি করবেন।
সম্প্রতি ফ্যাশন অনুরাগীরা ভোগকে খুব সাধারণ বলে সমালোচনা করেছেন। ভোগের সর্বশেষ সংখ্যায় গিগি হাদিদ এবং কেন্ডাল জেনার একসঙ্গে কভারে ছিলেন। ম্যাল বলেন, তাঁরা লরেন সানচেজ বেজোসের ওপর একটি ডিজিটাল কভার স্টোরি প্রকাশ করেছেন, যা কিছুটা সাহসী এবং নতুন ধরনের উদ্যোগ ছিল। ম্যাল এটাকে ‘পরিকল্পিত ঝুঁকি’ হিসেবে বর্ণনা করেছেন।
পিআর পরামর্শদাতা ও লেখক মার্ক বোরকোস্কি বলেন, এনিনফুল এই নতুন প্রকল্প খুব ভালোভাবে ভেবেচিন্তে ও পরিকল্পনা করে করেছেন। ২০২৩ সালের জুনে ব্রিটিশ ভোগ ছেড়ে যাওয়ার সময় এনিনফুলের বিরুদ্ধে উইন্টুরের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের গুঞ্জন উঠেছিল। কিছু সংবাদপত্র এনিনফুলের ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেছিল। আবার অনেকে মন্তব্য করেছিল, তিনি সেই উচ্চতায় পৌঁছাননি, যার জন্য তাঁকে মূল্যায়ন করা হয়েছিল।
মার্ক বোরকোস্কি আরও বলেন, এখন মনে হচ্ছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা ২.০-এর যুগে প্রবেশ করছি। যাঁরা ভাবতেন, এনিনফুল পথ হারিয়েছেন, তাঁরা তাঁর এই ফেরত আসা দেখে বুঝতে পারছেন, তাঁর যাত্রা এখনো শেষ হয়নি।
প্রভাবশালী, উদ্যোক্তা হওয়ার সঙ্গে নতুন দায়িত্ব আসে। আপনি আর কোনো সাম্রাজ্যের পণ্য নন। এখন আপনার দলের গুণগত মান গুরুত্বপূর্ণ। তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে থাকবে। তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
মাস্টারহেডের অন্যান্য নাম পরিচিত লাগতে পারে; কারণ, তাঁরা অনেকে ব্রিটিশ ভোগে এনিনফুলের অধীনে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সারা হ্যারিস। কন্ডে নাস্তে (Condé Nast) ২০ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। সেই সঙ্গে আলেকজান্দ্রা শুলম্যানের অধীনে ভোগে কাজও করেন তিনি। এখন ইই ৭২-এর সম্পাদকীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সারা হ্যারিস।
তিনি বলেন, ‘এনিনফুলের সঙ্গে আবার কাজ করার সুযোগ ছিল “একটি স্বপ্নের মতো”।’ তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে একটি স্টার্টআপে যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য হলো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং করপোরেট প্রক্রিয়ায় সময় নষ্ট করা হয় না। আমরা প্রচলিত ধারা বা ঐতিহ্যগত স্তর দ্বারা সীমাবদ্ধ নই, যা উদ্ভাবনী চিন্তাধারাকে বাধাগ্রস্ত করে। এতে আমরা সংস্কৃতির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানাতে পারি।’
৭২ ম্যাগাজিনের ১১১ পৃষ্ঠায় ফ্যাশন থেকে জীবনধারা, শিল্পও সংস্কৃতির বৈচিত্র্যময় ফিচার রয়েছে। মার্ক জ্যাকবস তাঁর ঘুমানোর রুটিন শেয়ার করেছেন। একটি বিউটি শুটে ২৪ ডলার মূল্যের (প্রায় ১৭.৭০ পাউন্ড) টুথপেস্ট এবং একটি আনব্র্যান্ডেড ডায়াবেটিস এবং ওজন কমানো ওষুধের (জেএলপি-১) পেন দেখানো হয়েছে। এ ছাড়া এনিনফুলের নিজস্ব ডিজাইনের মনক্লের (বিশ্বখ্যাত ফরাসি-ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড) কালেকশনের তিন পৃষ্ঠার ছবি রয়েছে।
এদিকে আট নির্দেশক এবং ম্যাগক্যালচারের প্রতিষ্ঠাতা জেরেমি লেসলি মনে করেন, ৭২ ম্যাগাজিনে কোনো আকর্ষণীয় কিছু নেই। তাঁর মতে, এটি কোনো নতুন বা আকর্ষণীয় ধরনের লঞ্চ হয়নি। তিনি বলেন, আজকের সফল প্রিন্ট ম্যাগাজিনগুলো বছরে দুবার বড় সাইজে বেশি পাতা নিয়ে আসে। এসব ম্যাগাজিনে বিশেষ ধরনের প্রিন্টিং ইফেক্ট, শক্তিশালী ফন্ট ব্যবহার করা হয় এবং গ্লসি ও ম্যাট পেপারের মিশ্রণ থাকে, যা দেখতে আকর্ষণীয় হয়। এ ছাড়া তিনি ৭২ ম্যাগাজিনে বিজ্ঞাপনের অভাবকে খুবই অবাক করা ও বিভ্রান্তিকর মনে করেন।
সম্পাদকীয় স্বাধীনতা এখন কিছুটা অস্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি সেপ্টেম্বর সংখ্যার ভোগের সমালোচনা করা হয়েছিল, যেখানে এমা স্টোন শুধু লুই ভুইতোঁর (Louis Vuitton) পোশাকে ১২ পৃষ্ঠার ফটোশুটে ছিলেন। এমা স্টোন ২০১৭ সাল থেকে ফরাসি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। ভোগের পক্ষ থেকে বলা হয়, এটি সম্পূর্ণরূপে সম্পাদকীয় সিদ্ধান্ত ছিল, বাণিজ্যিক প্রভাব ছাড়া।
এদিকে উইন্টুরের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুঞ্জন চলতে থাকায় এবং ভোগের সংকোচনের মাঝে অনেকে ভাবছেন হয়তো এনিনফুলের বিজয় হবে শেষ হাসি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
দক্ষিণ আমেরিকার কেন্দ্রে অবস্থিত স্থলবেষ্টিত এক দেশ প্যারাগুয়ে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিকে বলে ‘দক্ষিণ আমেরিকার হৃদয়’। জীবনযাত্রার স্বল্প ব্যয় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য এটি দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় গন্তব্য। যাঁরা এই মহাদেশে দীর্ঘমেয়াদি বসবাসের কথা ভাবছেন, তাঁদের জন্য প্যারাগুয়ে...
১ দিন আগেআপনারা যাঁরা নিয়মিত ইউটিউব দেখেন কিংবা খাবারদাবার নিয়ে ন্যূনতম খোঁজখবর রাখেন, তাঁরা এই খাবারের নাম জানেন। এর নাম গোয়ালন্দ চিকেন কারি। তবে মনে রাখতে হবে, ‘গোয়ালন্দ চিকেন কারি’ নামটি কিন্তু যাঁরা রান্না করতেন, তাঁরা দেননি। কারা রান্না করতেন এই খাবার?
২ দিন আগেবিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে টানা আট বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে ইউরোপের উত্তরের দেশ ফিনল্যান্ড। শুধু সুখের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও দেশটির খ্যাতি বিশ্বজোড়া। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে চোখধাঁধানো নর্দার্ন লাইটস, ফিনল্যান্ড শুধু কর্মজীবীদের জন্যই নয়, বরং...
২ দিন আগেস্থাপত্যের জগতে এখন সম্ভবত জাপান যুগ চলছে। কিংগো কুমা, টাডাও আন্দো, শিগেরু বানসহ আধুনিক স্থাপত্যের গুরুদের সাতটি অনন্য সৃষ্টি যেন সে কথা মনে করিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তি একসঙ্গে মিলে অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করছে জাপানিজ আধুনিক স্থাপত্যকলায়।
২ দিন আগে