Ajker Patrika

নতুন প্রসাধনী ব্যবহারের আগে

ডা. তাওহীদা রহমান ইরিন
নতুন প্রসাধনী ব্যবহারের আগে

সাজগোজের জন্য দরকার ত্বকের প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্বে যেমন ত্বকের যত্নের প্রয়োজন, তেমনি যত্ন প্রয়োজন প্রসাধন সামগ্রীরও।

প্রসাধনী ব্যবহারের আগে

  • প্রসাধনী কেনার সময় তার শেলফ টাইম খেয়াল রাখবেন। আপনার ড্রেসিং টেবিল বা বিউটি বক্সে যে প্রসাধন সামগ্রীগুলো আছে তা ব্যবহারের আগে তার মেয়াদ দেখে নেবেন।
  • শুষ্ক ত্বকে মেকআপ করার পর তা সাধারণত ফ্লেকিং ও ক্রেকি ধরনের হয়ে থাকে। আর তৈলাক্ত ত্বকে মেকআপ খুব সহজেই অক্সিডাইজড হয়ে যায়, মুখ ঘেমে যায়। সে কারণে শুষ্ক ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড ও ভিটামিন ই-সমৃদ্ধ হাইড্রেটিং, ময়েশ্চারাইজিংযুক্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করুন। আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে প্রসাধনী পণ্য ননকমেডোজেনিক ও ম্যাট ফিনিশড হওয়া ভালো।
  • নতুন প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। এ জন্য প্রসাধনী থেকে অল্প একটু অংশ কানের পেছনে বা হাতে লাগিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন। যদি ২৪ ঘণ্টার মধ্যে কোনো র‍্যাশ বা রিঅ্যাকশন হয়, চুলকায়, লাল হয়ে যায়, অস্বস্তি বোধ হয়, রং পরিবর্তন হয় তাহলে সে প্রসাধনীটি আপনার জন্য একেবারেই উপযোগী নয়।
  • মেকআপ ব্রাশ, ব্লেন্ডার, স্পঞ্জ এগুলো নিয়ম করে পরিষ্কার করবেন সপ্তাহে একবার। আর যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় না, সেগুলো ধুয়ে, শুকিয়ে এয়ার টাইট কোনো বক্সে রেখে দেবেন। প্রয়োজনে ব্যবহারের আগে আরেকবার পরিষ্কার করে নেবেন।

মডেল: আনিকা তাবাসসুমত্বকের প্রস্তুতি
মেকআপের আগে ত্বক হতে হবে পরিষ্কার, ময়েশ্চারাইজারসমৃদ্ধ ও সুরক্ষিত।

  • যে হাত দিয়ে আপনি মেকআপ করবেন, সেই হাত অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
  • মেকআপ ব্যবহারের পর ডাবল ক্লিনজিং করে নিন। মেকআপের আগে ও পরে ডিপ ক্লিনজিংয়ে এক্সফোলিয়েটর ব্যবহার করবেন, যা ত্বকের গভীর থেকে মেকআপের অবশিষ্ট অংশ, অতিরিক্ত ময়লা, ঘাম ও ডার্ট ভালোভাবে পরিষ্কার করবে।
  • সাধারণত লাইট ওয়েট হাইড্রেটিং ময়েশ্চারাইজার মেকআপের জন্য উপযোগী। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এমন সানস্ক্রিন বেছে নিন, যেটি সান প্রোটেকশনের পাশাপাশি ত্বকে একটি গ্লোয়িং অ্যাফেক্ট দেয়। কোনো কোনো সানস্ক্রিনে জিংক, প্যানথেনল, ভিটামিন ই, ভিটামিন সি থাকে, যা মেকআপ প্রাইমার হিসেবে কাজ করে এবং মেকআপকে দীর্ঘ সময় ঠিক রাখে।
  • মেকআপ ব্যবহারের পরে সেগুলো খুলে রাখবেন না। খুলে রাখলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। তা ছাড়া আলো-বাতাসের সংস্পর্শে এলে মেকআপ স্বাভাবিক রং, টেক্সচার ও কার্যকারিতা হারিয়ে ফেলে।
  • পর্যাপ্ত ঘুম ও পানি পান করুন। আর্দ্রতা ও বিশ্রাম ছাড়া কখনোই মেকআপ তার পরিপূর্ণতা পাবে না। 

মডেল: আনিকা তাবাসসুমলেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ, প্রতিষ্ঠাতা রিজুভা কসমেসিউটিক্যালস লিমিটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত