মইনুল হাসান
বিস্ময়কর ঔষধি গুণ এবং সেই সঙ্গে খাদ্যে স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধিতে রসুনের তুলনা খুব কম আছে! ভারতীয়, মিসরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান ও চীনা সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের কথা জানা যায়। প্রথম দিকে রসুন শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সেনাদের চিকিৎসার জন্য রসুনের ব্যাপক ব্যবহারে এর আরেকটি নাম হয়েছিল ‘রাশিয়ান পেনিসিলিন’। কারণ, রসুন ক্ষতিকর অণুজীব, ছত্রাক এবং এমনকি ভাইরাস দমনে অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
রসুনের উপকারিতা:
রসুনের গুণের শেষ নেই। এর মধ্যে যেগুলোর কথা উল্লেখ করতেই হয়—
* বেশ কিছু ভিটামিন আছে এতে, আছে সেলেনিয়াম। এটি ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে।
* রসুনে আছে এলিসিন নামে খুবই চমৎকার একটি উপাদান। সে জন্য বিশেজ্ঞেরা হৃদ্পিণ্ডের শক্তিবর্ধক রসুনকে ‘সুপার ফুড’ আখ্যা দিয়েছেন।
* রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়।
* এটি ত্বক ভালো রাখে। চেহারার রুক্ষতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দীর্ঘদিন চেহারায় লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
* অঙ্কুরোদ্গম হলে রসুনে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
* বদহজম সারাতে এটি সহায়তা করে।
* পাকস্থলীর আলসার ও ক্যানসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পাইলোরি বৃদ্ধিতে বাধা দেয় এটি।
* ঠান্ডা, সর্দি-জ্বর উপশমে রসুন সহায়তা করে।
* রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে রসুন খুবই উপকারী।
যেভাবে খাওয়া যায়
রসুন খেতে পারেন নানাভাবে—
* সকালে খালি পেটে রসুন চিবিয়ে খাওয়া যায়।
* একটু অলিভ তেলে একটি লেবু পাতাসহ রসুন কোয়া থেঁতলে নিয়ে সালাদে মিশিয়ে খেতে ভালো লাগবে।
* তরকারিতে মসলা হিসেবে রসুন খাওয়া যায়।
* গোটা রসুন মাংসে দিয়ে খাওয়া যায়। রসুনের ভর্তা আমাদের দেশে জনপ্রিয় খাবার।
পার্শ্বপ্রতিক্রিয়া
দিনে চার কোয়ার বেশি কাঁচা রসুন খেলে শরীরে কাটা চেরা থেকে রক্ত জমাট বাধায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যদিও এর আশঙ্কা খুবই কম, তবে কোনো কোনো অস্ত্রোপচারের অন্তত দশদিন আগে ও পরে রসুন খাওয়া কমিয়ে দিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন।
মইনুল হাসান: ফ্রান্সপ্রবাসী গবেষক
বিস্ময়কর ঔষধি গুণ এবং সেই সঙ্গে খাদ্যে স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধিতে রসুনের তুলনা খুব কম আছে! ভারতীয়, মিসরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান ও চীনা সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের কথা জানা যায়। প্রথম দিকে রসুন শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সেনাদের চিকিৎসার জন্য রসুনের ব্যাপক ব্যবহারে এর আরেকটি নাম হয়েছিল ‘রাশিয়ান পেনিসিলিন’। কারণ, রসুন ক্ষতিকর অণুজীব, ছত্রাক এবং এমনকি ভাইরাস দমনে অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
রসুনের উপকারিতা:
রসুনের গুণের শেষ নেই। এর মধ্যে যেগুলোর কথা উল্লেখ করতেই হয়—
* বেশ কিছু ভিটামিন আছে এতে, আছে সেলেনিয়াম। এটি ক্যানসার প্রতিরোধে দারুণ কাজ করে।
* রসুনে আছে এলিসিন নামে খুবই চমৎকার একটি উপাদান। সে জন্য বিশেজ্ঞেরা হৃদ্পিণ্ডের শক্তিবর্ধক রসুনকে ‘সুপার ফুড’ আখ্যা দিয়েছেন।
* রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়।
* এটি ত্বক ভালো রাখে। চেহারার রুক্ষতা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দীর্ঘদিন চেহারায় লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
* অঙ্কুরোদ্গম হলে রসুনে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
* বদহজম সারাতে এটি সহায়তা করে।
* পাকস্থলীর আলসার ও ক্যানসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পাইলোরি বৃদ্ধিতে বাধা দেয় এটি।
* ঠান্ডা, সর্দি-জ্বর উপশমে রসুন সহায়তা করে।
* রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে রসুন খুবই উপকারী।
যেভাবে খাওয়া যায়
রসুন খেতে পারেন নানাভাবে—
* সকালে খালি পেটে রসুন চিবিয়ে খাওয়া যায়।
* একটু অলিভ তেলে একটি লেবু পাতাসহ রসুন কোয়া থেঁতলে নিয়ে সালাদে মিশিয়ে খেতে ভালো লাগবে।
* তরকারিতে মসলা হিসেবে রসুন খাওয়া যায়।
* গোটা রসুন মাংসে দিয়ে খাওয়া যায়। রসুনের ভর্তা আমাদের দেশে জনপ্রিয় খাবার।
পার্শ্বপ্রতিক্রিয়া
দিনে চার কোয়ার বেশি কাঁচা রসুন খেলে শরীরে কাটা চেরা থেকে রক্ত জমাট বাধায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যদিও এর আশঙ্কা খুবই কম, তবে কোনো কোনো অস্ত্রোপচারের অন্তত দশদিন আগে ও পরে রসুন খাওয়া কমিয়ে দিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন।
মইনুল হাসান: ফ্রান্সপ্রবাসী গবেষক
একা ভ্রমণ করলেও আপনি কিন্তু একা নন। কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে পৌঁছে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির খুব কাছাকাছি, আর গড়ে তুলতে পারেন বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধ। দূর করতে পারেন নিঃসঙ্গতা। পেতে পারেন আত্ম-আবিষ্কারের সুযোগ। এই আত্ম-আবিষ্কারে বড় সহচর হতে পারে একজন নতুন বন্ধু।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, স্পেন, গ্রিসে সার্জন ও রোগীর সংখ্যা— দুটোই বেশি। জার্মান অনলাইন প্ল্যাটফর্ম ‘স্টাটিস্টা’ প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন প্লাস্টিক সার্জন রয়েছেন, যা বিশ্বের মোট সার্জনের প্রায় ১৭ শতাংশ।
৮ ঘণ্টা আগেবছরে কাজ করতে হবে মোট ১৮৫ দিন! বিষয়টি ধারণা করতে পারেন এই একুশ শতকে এসে? কিন্তু বাস্তবে একটা সময় মানুষ বছরে ১৮৫ দিনই কাজ করতেন। সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘণ্টা। আর এখন? জেনে নিন চমকপ্রদ তথ্য।
৯ ঘণ্টা আগেধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
১৭ ঘণ্টা আগে