মোশারফ হোসেন
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
দাঁতের ব্যথা হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কখনো শুধু একটি দাঁতে, আবার কখনো একাধিক দাঁতে ব্যথা অনুভূত হয়। দাঁতের ব্যথা কখনো ছোট সমস্যার লক্ষণ, আবার কখনো বড় চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। তাই ব্যথা অনুভব করলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিচে দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ ১২টি...
৬ মিনিট আগেচীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৮ ঘণ্টা আগে