জীবনধারা ডেস্ক
ঢাকা: বাইরে এখন প্রচণ্ড গরম। সূর্যের অতিবেগুনী রশ্মি, ঘাম ও গরমে ত্বক স্বাভাবিক উজ্জলতা হারায়। শুধু তাই নয়, ত্বক অনেক বেশি গরম হয়ে গেলে লালচেভাব ও ব্রণ সহ নানা সমস্যা দেখা দেয়। বিশেষভাবে বলতে গেলে রোদ থেকে ফেরার পর যদি ত্বকের ঠিকঠাক যত্ন না নেওয়া হয় তাহলে ত্বক ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই গরমে ত্বককে শীতল রাখা প্রয়োজন। কীভাবে ত্বককে শীতল রাখা যায় তা জানাচ্ছেন রেড বিউটি স্যালনের সত্ত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন–
বরফ ও ঠাণ্ডা পানি: যেহেতু খুব অনেক গরম পড়েছে, সেহেতু ত্বক গরম হয়ে যাচ্ছে ও ঘামছে। সেক্ষেত্রে যদি সারাদিনে চার থেকে পাঁচ বার ফ্রিজের ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধোয়া যায় তাহলে ত্বক ঠাণ্ডা থাকবে। বাইরে থেকে এসে মুখে কিছুক্ষণ বরফ ঘষলে রোদে পোড়া দাগ ও ব্রণ ওঠার প্রবণতা কমবে। আবার সকালের ত্বক বরফ দিয়ে ভালোভাবে ঠাণ্ডা করে সানস্ক্রিন মেখে তারপর বের হতে হবে।
প্যাক: প্যাক ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে ও ত্বকে সুস্থ রাখতে সহায়তা করে। এ সময়ে ত্বক শীতল রাখতে মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়ে ত্বকে লাগানো যেতে পারে। হালকা শুকিয়ে এলে তোয়ালে দিয়ে আলতো করে রগড়ে ধুয়ে ফেললে ত্বক অনেক পরিচ্ছন্ন দেখাবে। তাছাড়া চালের গুঁড়োর সঙ্গে হলুদ বাটা ও টকদই মিশিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ত্বকে ব্যবহার করা যেতে পারে। এতে ত্বক শীতল ও সুন্দর থাকবে।
টোনার: আফরোজা পারভীন বলেন, কচি ডাবের পানি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে তুলো দিয়ে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। এটি ত্বকের কমনীয়তা ধরে রাখতে ও ত্বকের দাগ দূর করতে সহায়তা করে। রোজ ডাবের জল ব্যবহারে ত্বকের ব্ল্যাকহেডস, দাগ ও ব্রণ দূর হয়। পাশাপাশি ত্বক ভালো রাখতে নিয়মিত ডাবের পানি খেলে উপকার পাওয়া যাবে।
রোদ সুরক্ষা নেওয়া চাই: সকাল নয়টার পর রোদে গেলে অবশ্যই শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকে সেসব অংশে সানব্লক ব্যবহার করতে হবে। সূর্যের আলো প্রথম দশ মিনিট আমাদের ত্বকে তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না। সেক্ষেত্রে সানব্লক যদি বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে লাগানো হয় তাহলে আরও দশ মিনিট সময় পাওয়া যায়, যেসময় সানস্ক্রিন অতিবেগুনী রশ্মি মোকাবিলায় কাজ করতে পারে। জানান আফরোজা পারভীন। তবে মেকআপ করে বাইরে বের হওয়ার ক্ষেত্রে প্রথমে ত্বক পরিষ্কার করতে হবে। তারপর বরফ দিয়ে ত্বক ঠাণ্ডা করে ময়েশ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন মাখার পরই মেকআপ করা উচিৎ। অনেক সময় ময়েশ্চারাইজারের সঙ্গেও সানব্লক থাকে সেক্ষেত্রে আলাদা করে সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই।
ঢাকা: বাইরে এখন প্রচণ্ড গরম। সূর্যের অতিবেগুনী রশ্মি, ঘাম ও গরমে ত্বক স্বাভাবিক উজ্জলতা হারায়। শুধু তাই নয়, ত্বক অনেক বেশি গরম হয়ে গেলে লালচেভাব ও ব্রণ সহ নানা সমস্যা দেখা দেয়। বিশেষভাবে বলতে গেলে রোদ থেকে ফেরার পর যদি ত্বকের ঠিকঠাক যত্ন না নেওয়া হয় তাহলে ত্বক ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই গরমে ত্বককে শীতল রাখা প্রয়োজন। কীভাবে ত্বককে শীতল রাখা যায় তা জানাচ্ছেন রেড বিউটি স্যালনের সত্ত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন–
বরফ ও ঠাণ্ডা পানি: যেহেতু খুব অনেক গরম পড়েছে, সেহেতু ত্বক গরম হয়ে যাচ্ছে ও ঘামছে। সেক্ষেত্রে যদি সারাদিনে চার থেকে পাঁচ বার ফ্রিজের ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধোয়া যায় তাহলে ত্বক ঠাণ্ডা থাকবে। বাইরে থেকে এসে মুখে কিছুক্ষণ বরফ ঘষলে রোদে পোড়া দাগ ও ব্রণ ওঠার প্রবণতা কমবে। আবার সকালের ত্বক বরফ দিয়ে ভালোভাবে ঠাণ্ডা করে সানস্ক্রিন মেখে তারপর বের হতে হবে।
প্যাক: প্যাক ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে ও ত্বকে সুস্থ রাখতে সহায়তা করে। এ সময়ে ত্বক শীতল রাখতে মুলতানি মাটির সঙ্গে শসার রস মিশিয়ে ত্বকে লাগানো যেতে পারে। হালকা শুকিয়ে এলে তোয়ালে দিয়ে আলতো করে রগড়ে ধুয়ে ফেললে ত্বক অনেক পরিচ্ছন্ন দেখাবে। তাছাড়া চালের গুঁড়োর সঙ্গে হলুদ বাটা ও টকদই মিশিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ত্বকে ব্যবহার করা যেতে পারে। এতে ত্বক শীতল ও সুন্দর থাকবে।
টোনার: আফরোজা পারভীন বলেন, কচি ডাবের পানি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে তুলো দিয়ে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। এটি ত্বকের কমনীয়তা ধরে রাখতে ও ত্বকের দাগ দূর করতে সহায়তা করে। রোজ ডাবের জল ব্যবহারে ত্বকের ব্ল্যাকহেডস, দাগ ও ব্রণ দূর হয়। পাশাপাশি ত্বক ভালো রাখতে নিয়মিত ডাবের পানি খেলে উপকার পাওয়া যাবে।
রোদ সুরক্ষা নেওয়া চাই: সকাল নয়টার পর রোদে গেলে অবশ্যই শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকে সেসব অংশে সানব্লক ব্যবহার করতে হবে। সূর্যের আলো প্রথম দশ মিনিট আমাদের ত্বকে তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না। সেক্ষেত্রে সানব্লক যদি বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে লাগানো হয় তাহলে আরও দশ মিনিট সময় পাওয়া যায়, যেসময় সানস্ক্রিন অতিবেগুনী রশ্মি মোকাবিলায় কাজ করতে পারে। জানান আফরোজা পারভীন। তবে মেকআপ করে বাইরে বের হওয়ার ক্ষেত্রে প্রথমে ত্বক পরিষ্কার করতে হবে। তারপর বরফ দিয়ে ত্বক ঠাণ্ডা করে ময়েশ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন মাখার পরই মেকআপ করা উচিৎ। অনেক সময় ময়েশ্চারাইজারের সঙ্গেও সানব্লক থাকে সেক্ষেত্রে আলাদা করে সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই।
ইউক্রেনের আলোকচিত্রী নিকা রিতচেল ব্যালেরিনাদের ছবি তুলে যুদ্ধের অমানিশা ভুলে থাকার চেষ্টা করছেন। কিয়েভের বোমার শব্দের মধ্যেও থেমে না থেকে তিনি শিল্পচর্চায় আগ্রহীদের মনে জাগিয়ে তুলছেন সাহস, আশাবাদ ও স্বাধীনতার স্বপ্ন।
১২ ঘণ্টা আগেযারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
১ দিন আগেপড়ন্ত দুপুরে আমরা তিনজন। বাগানের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হবে, এই ভেবে বাইক সঙ্গে নিলাম। চৌহাট্টা, আম্বরখানা, লাক্কাতুরা চা-বাগানকে পাশ কাটিয়ে মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম চা-বাগান মালনীছড়ার মূল কার্যালয়সংলগ্ন রাস্তার মাথায়। বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগ্রহ কমেছে। কিন্তু ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটিতে ভ্রমণের আগ্রহ বেড়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট স্কিফট রিসার্চের এক বিশেষ জরিপে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে কানাডা,
১ দিন আগে