প্রিয় কাপ সেটের একটার হাতল ভেঙে গেছে? কোনো চিন্তা নেই। আপনার প্রিয় কাপ আপনার কাছেই থাকবে। শুধু একটু অন্যভাবে ব্যবহার করবেন, এই আরকি! কী কী করতে পারেন সেই হাতলভাঙা কাপ দিয়ে?
পিনকুশন
সুই, পিন বাক্সে পুরে না রেখে পিনকুশনে রাখলে কাজের সুবিধা হয়। আর এই পিনকুশন রাখতেই কাজে লাগতে পারে অব্যবহৃত কাপগুলো। কাপের ভেতর তুলা বা ফোম গোল করে ভরে তার ওপর চশমা মোছার পুরোনো কাপড় জড়িয়ে নিন। এবার সুই ও পিন গেঁথে রাখলেই হলো।
কেক স্ট্যান্ড
বাহারি নকশা করা কাপটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না? অসুবিধা নেই, চা পান ছাড়াও এ কাপটিকে ব্যবহার করতে পারেন ডাইনিংয়ের অন্য কাজে। এ জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে কাপটিকে উল্টো করে রাখুন। এবার কাপের নিচের গোল অংশে গ্লু গান লাগান। তারপর একটা হাফপ্লেট বা বড় প্লেট কাপের ওপর বসিয়ে দিন। ব্যস্, হয়ে গেল কেকস্ট্যান্ড।
সাকুলেন্ট লাগাতে
সাকুলেন্টে পানি কম লাগে। তাই অব্যবহৃত ছোট্ট কাপে রাখতে পারেন সাকুলেন্ট। কাপটি জানালা, টেবিল, স্নানঘর, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিন। কাপটিও কাজে লাগল, সঙ্গে পাতা ছড়াল সবুজ গাছটিও।
পাখির খাবার দিতে
বাড়ির সামনে বুঝি ছোট্ট একটা বাগান আছে? পাখিরাও আসতে ভোলে না? তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থাই হোক না! বাগানে কোনো উঁচু স্থানে পিরিচের ওপর কাপ রেখে তাতে রাখতে পারেন চাল, ছোট ফল বা পানি।
অলংকার রাখতে
এক্সক্লুসিভ কাপ সেট ছাড়া হয়ে গেলে ফেলতেও মায়া লাগে। দেখার মতো এই কাপগুলো শোভা পেতে পারে আপনার ড্রেসিং টেবিলে। তাতে রাখুন লকেট, আংটি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি অলংকার।
সূত্র: স্যাড টু হ্যাপি প্রজেক্ট
প্রিয় কাপ সেটের একটার হাতল ভেঙে গেছে? কোনো চিন্তা নেই। আপনার প্রিয় কাপ আপনার কাছেই থাকবে। শুধু একটু অন্যভাবে ব্যবহার করবেন, এই আরকি! কী কী করতে পারেন সেই হাতলভাঙা কাপ দিয়ে?
পিনকুশন
সুই, পিন বাক্সে পুরে না রেখে পিনকুশনে রাখলে কাজের সুবিধা হয়। আর এই পিনকুশন রাখতেই কাজে লাগতে পারে অব্যবহৃত কাপগুলো। কাপের ভেতর তুলা বা ফোম গোল করে ভরে তার ওপর চশমা মোছার পুরোনো কাপড় জড়িয়ে নিন। এবার সুই ও পিন গেঁথে রাখলেই হলো।
কেক স্ট্যান্ড
বাহারি নকশা করা কাপটি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না? অসুবিধা নেই, চা পান ছাড়াও এ কাপটিকে ব্যবহার করতে পারেন ডাইনিংয়ের অন্য কাজে। এ জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে কাপটিকে উল্টো করে রাখুন। এবার কাপের নিচের গোল অংশে গ্লু গান লাগান। তারপর একটা হাফপ্লেট বা বড় প্লেট কাপের ওপর বসিয়ে দিন। ব্যস্, হয়ে গেল কেকস্ট্যান্ড।
সাকুলেন্ট লাগাতে
সাকুলেন্টে পানি কম লাগে। তাই অব্যবহৃত ছোট্ট কাপে রাখতে পারেন সাকুলেন্ট। কাপটি জানালা, টেবিল, স্নানঘর, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিন। কাপটিও কাজে লাগল, সঙ্গে পাতা ছড়াল সবুজ গাছটিও।
পাখির খাবার দিতে
বাড়ির সামনে বুঝি ছোট্ট একটা বাগান আছে? পাখিরাও আসতে ভোলে না? তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থাই হোক না! বাগানে কোনো উঁচু স্থানে পিরিচের ওপর কাপ রেখে তাতে রাখতে পারেন চাল, ছোট ফল বা পানি।
অলংকার রাখতে
এক্সক্লুসিভ কাপ সেট ছাড়া হয়ে গেলে ফেলতেও মায়া লাগে। দেখার মতো এই কাপগুলো শোভা পেতে পারে আপনার ড্রেসিং টেবিলে। তাতে রাখুন লকেট, আংটি, ব্রেসলেট, চুলের কাঁটা ইত্যাদি অলংকার।
সূত্র: স্যাড টু হ্যাপি প্রজেক্ট
‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
৬ ঘণ্টা আগেদীর্ঘ জীবনের কথা উঠলে সাধারণত গ্রিসের ইকারিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া কিংবা ইতালির সার্দিনিয়ার নাম শোনা যায়। এই জায়গাগুলোকে বলা হয় বিশ্বের ‘ব্লু জোন’। এসব জায়গার মানুষ অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি দিন বাঁচে।
৮ ঘণ্টা আগেবিটরুট জুস আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ ব্যায়ামের আগে পান করেন শক্তি বাড়ানোর জন্য, তো কেউ সকালের নাশতার সঙ্গে। লাল রঙের এই জুস শুধু দেখতেই সুন্দর নয়, এটি শরীরের জন্যও উপকারী।
১০ ঘণ্টা আগেরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে বুক ধড়ফড় করা কিংবা অদ্ভুত ভয়ের ঘোরে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। স্বপ্নের জগৎ রহস্যে ভরা হলেও দুঃস্বপ্ন বা নাইটমেয়ার যেন তারই এক ভীতিকর দিক। অনেকে মনে করেন, দুঃস্বপ্ন ভবিষ্যৎ বিপদের আগাম সংকেত দেয়। কিন্তু বিজ্ঞান কী বলছে?
১ দিন আগে