জীবনধারা ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
আপেল কেটে রাখলে কেন কালো হয়ে যায়? কিংবা পনিরে কেন ফুটো থাকে? খাবার নিয়ে এমন হাজারো প্রশ্ন ঘুরতে থাকে আমাদের মনে। খাবার আর পানীয়র রহস্য উদ্ঘাটনের চেয়ে মজার আর কী হতে পারে? দিনের পর দিন যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খায়, তার উত্তরগুলো যখন বিজ্ঞান আর রান্নাঘরের ইতিহাস থেকে বেরিয়ে আসে, বিষয়টি আসল
২ ঘণ্টা আগেমিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১৬ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১৮ ঘণ্টা আগে