Ajker Patrika

অঞ্জন’স-এর পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ১৯
অঞ্জন’স-এর পোশাক

ষড়্ঋতুর বাংলাদেশে শীত শেষে আসছে ঋতুরাজ বসন্ত। বসন্তে বাংলার প্রকৃতিতে আসে নতুন প্রাণ, নতুন রূপ। গাছে গাছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি।

নতুন রূপের ঋতুরাজকে বরণ করতে উদ্‌গ্রীব থাকে প্রত্যেক বাঙালি। দিনটি আরও প্রাণবন্ত ও সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে। হলুদ, বাসন্তী, সবুজ, লাল, কমলাসহ বিভিন্ন রঙে সাজানো হয়েছে এবারের বসন্ত আয়োজন।

কটন, ভয়েল, লিনেন কটন, কটন সিল্ক কাপড়ে সাজানো এবারের আয়োজনে পোশাকগুলো করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি দিয়ে। সব সময়ের মতো ডিজাইন ও প্যাটার্নে রয়েছে নতুনত্ব ও বৈচিত্র্য। সব বয়সীদের এই আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ এবং বিভিন্ন ধরনের ফতুয়া ও টপস।

ছবি: সংগৃহীতছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, সালোয়ার-কামিজ ও ফ্রক। পোশাকের পাশাপাশি হাতে তৈরি গয়না ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাওয়া যাবে এবারের বসন্ত আয়োজনে।

বসন্তের এই নতুন আয়োজন অঞ্জন’স-এর সব স্টোর ও অনলাইন স্টোরে  পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত